"হাঁ, মহিলা ইমাম নিয়োগ করবো" - আব্দুস সালাম আযাদী [কপি-পেস্ট]
লিখেছেন লিখেছেন আবু সাইফ ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:০৩:১৮ দুপুর
হাঁ, মহিলা ইমাম নিয়োগ করবো
আব্দুস সালাম আযাদী
====================
গত ৭ ফেব্রুয়ারী ২০১৬ সারা ইউকে তে ভিজিট মাই মস্ক, এক কথায় মসজিদ ওপেন ডে ফর নন মুসলিমস হয়ে গেলো। আমাকে যেহেতু ডাইরেকটর করা হয়েছে, আবার হেড ইমাম, তাই প্রেসের উত্তর প্রায় সবটাই আমাকে দিতে হলো। সাংবাদিক ৭টা প্রশ্ন করলেন। শেষের দিকে এসে বললেন, ফাইনালি তোমাকে একটা ঝামেলার প্রশ্ন করতে চাই, ডাইরেক্টার হিসেবে উত্তরটা আশা করছি। তোমার মসজিদে কি তুমি কোন মহিলা ইমাম নিয়োগ করবে?
আমি বল্লামঃ অবশ্যই। কেন না? আমাদের মেয়েরা মসজিদের এসে যদি বলে আমরা একজন মহিলা ইমামের পেছনে ইক্তিদা করতে চাই, তাহলে আমি অবশ্যই তাদের একজন মহিলা ইমাম দিয়ে দেব। ইসলামে এটা সম্পূর্ণ জায়েয।
সাংবাদিক, বললেন, আই সি!! তারা পুরুষের ইমাম হতে পারবেনা কেন?
আমি সহজ, সরল, বোকা বোকা এবং ভাংগা ভাঙ্গা স্বরে বললামঃ
দেখ, ইমাম হতে কিছু যোগ্যতা লাগে। প্রথম যোগ্যতা হলো কম্যুনিটির চাহিদা। আমাদের মেইনস্টীম কম্যনিটির ৯৯,৯৯% পুরুষ চায় পুরুষ ইমাম হোক, নারী না হোক। কাজেই গণতন্ত্রের দিক দিয়ে আমরা সেটা মেনে নেই।
দ্বিতীয় দিক হলো ইমাম কে যথেষ্ঠ জ্ঞানের অধিকারী হতে হয়, তিলাওয়াত থেকে শুরু করে শরীয়াতের অনেক বিষয়ের জ্ঞান তাকে রাখতে হয়। আমাদের কম্যুনিটিতে তার অভাব আছে। আমি বৃটেইনের নিয়োগপ্রাপ্ত প্রথম মহিলা ইমামের তেলাওয়াত শুনেছি, কোন ক্রাইটেরিয়াতে তাকে শুদ্ধ তেলাওয়াত বলা যাবেনা, আমিনা ওদূদের তেলাওয়াত ও একদম দূর্বল। তার কিছু আর্টিকেল পড়েছি। তার জ্ঞানের মানে খুব নিচু।
আরেকটা শর্ত হলো ইমামকে শুক্রবারের খুতবা দিতে হয় মুসল্লিদের দিকে ফিরে, নামাজ পড়াতে হয় মুসল্লিদের দিকে পেছন দিয়ে। আমরা মনে করি পুরুষেরা কোন মহিলাকে এই দু স্থানে দেখলে মনে আল্লাহর ভালোবাসা হোক না হোক কিছু একটা টেম্পটেশান হতে পারে, যা মাসজিদের পরিবেশের প্রতিকূল। বিশ্বাস না হলে তুমি নান দের নিয়ে, বা মহিলা প্রীস্টদের নিয়ে সিনেমা বা উপন্যাস গুলো পড়ে দেখ, কত ভক্তের অশালীণ প্রেমের জ্বালায় ঐসব নারীরা পড়েছেন।
তুমি তো জানো মেয়েরা কিছুদিন নামাজ পড়েনা, প্রিয়ডের কারণে। এখন ইমামতি একটা দ্বায়িত্বের নাম, এটা পজিশানের নাম নয়। কাজেই ঐ কয়দিনের জন্য পুরুষ একটা আবার লাগবেও।
সাংবাদিক কনভিন্সড হলেন, বল্লেন এই প্রথম কোন মেইনস্টীম ডাইরেক্টর মহিলা ইমামের ব্যাপারে ব্যালান্সড কথা বললেন, আরো ভালো লাগল আপনি পজিটিভ বলে।
আমি হেসে বললাম, মাই ফ্রেন্ড, কমপ্লিমেন্টের জন্য ধন্যবাদ। গত ১৪০০ বছরের ইতিহাসে লক্ষ লক্ষ শিক্ষিত মহিলা আমাদের মাঝ দিয়ে সোনাঝরা ইতিহাস তৈরি করে গেছেন। এদের মধ্যে কোন সুস্থ মাথার মেয়ে ইমাম হবার দাবী করেনি, আর এই যুগে এসে কিছু মেয়েদের কে কিছু নপুংশক পুরুষ মানুষ বাধ্য করছে এই দাবি গুলো করাতে।
আমি বল্লাম, দেখ ইমাম শুধু নামাজ পড়িয়ে ক্ষ্যান্ত হননা, তাকে কম্যনিটিতে অনেক সার্ভিস দিতে হয়, একজন বাচ্চা হলে, কেও মারা গেলে, কেও অসুস্থ হলে, কোন গন্ডোগোল বাঁধলে, কোন মতবিরোধ দেখা দিলে ইমামকেই শামলাতে হয়। রাতে দিনে, সকালে বিকালে, দুপুরে সায়াহ্নে তাকে মানুষের পাশে দাঁড়াতে হয়।
ভীষণ গালির যেমন মুখোমুখি হন একজন ইমাম, ভীষণ ভালোবাসার ও প্রাপ্য হন তিনি। এই সব করতে পেরে এবং নিজ স্ংসার, স্বামী, সন্তান ও দ্বায়িত্ব ও কর্তব্য পালন করার পর এমন কোন ধর্মপরায়ন একজন নারী কে যদি তুমি দেখতে পাও, যে ইমাম হতে পারে, আমাকে খবর দিও।
আমার বন্ধু, আমি ঐসব মহিলা ইমামদের পেছনে নামাজ পড়া পুরুষগুলোর মুখ পড়ে দেখেছি, ওখানে আল্লাহর প্রেমের চেয়ে নারীদেহ, নারীত্ব ও অস্বস্তিকরভাবে নারীবাদিত্বের কিছু নমূনা দেখেছি। যাতে ধর্মের চেয়ে ধর্মের তিলকরেখা ফুটে ওঠে।
সাংবাদিক, মাথা নাড়ালেন, বললেন, আই অপেনিং রিমার্ক্স, আমি বল্লাম, থ্যাঙ্ক ইয়্যু মাই ফ্রেন্ডস।
Click this link
বিষয়: বিবিধ
১৭১৩ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পঠন ও মন্তব্যের জন্য ধন্যবাদ,
জাযাকাল্লাহ...
পঠন ও মন্তব্যের জন্য ধন্যবাদ,
জাযাকাল্লাহ...
বলদ পশ্চিমারা
ধন্যবাদ সুন্দর হয়েছে লিখাটা
পঠন ও মন্তব্যের জন্য ধন্যবাদ,
জাযাকাল্লাহ...
এসবের ফলে আমরা কি আমাদের আধুনিক ও সভ্য বলে দাবী করতে পারবো?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
ঠিকই বলেছেন-
উনিও সেটাই বলেছেন!!
In USA, We have , Take a look it
ALL OF THEM WILL BE REWARDED!!
"Wattakhaju bi ayaatillaahi wa rusuli hujhuaa"
এ কথাটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে-
জাযাকাল্লাহ..
দুটি গুরুত্বপূর্ণ সম্মানজনক বিষয় আল্লাহতায়ালা পুরুষ ও মহিলাকে বন্টন করে দিয়েছেন-
ঈমামত- পুরুষের জন্য
এবং
মাতৃত্ব- মহিলার জন্য
সম্মান, দায়িত্ব ও পুরস্কারের বিবেচনায় দুটিই অনন্য!!
জাযাকিল্লাহ..
দুটি গুরুত্বপূর্ণ সম্মানজনক বিষয় আল্লাহতায়ালা পুরুষ ও মহিলাকে বন্টন করে দিয়েছেন-
ঈমামত- পুরুষের জন্য
এবং
মাতৃত্ব- মহিলার জন্য
সম্মান, দায়িত্ব ও পুরস্কারের বিবেচনায় দুটিই অনন্য!!
জাযাকাল্লাহ..
এর মানে কি , মহিলারা ,মহিলাদের ঈমাম হতে পারবে ??
একজন মহিলা কাবলমাত্র মহিলাদের নামাজের ঈমাম হতে পারবেন!
ইসলামে এটা সম্পূর্ণ জায়েয।
যথাসময়ে জবাব দিতে না পারায় দুঃখিত!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
যথাসময়ে জবাব দিতে না পারায় দুঃখিত!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
So,this one is also FIRST multi faith Space- Star of david- is visible and mentioned there) - though some 'hizab- optional' women claimed it as a mosque! It is a Controversial approach and will be like that!
দারুণ বলেছেন!!
ওরা সবকিছুতেই ফার্স্ট থাকতে চায়!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন