**সাহসী সত্য উচ্চারণ** ""ধর্ম পালন করে কেউ ক্ষতিগ্রস্থ হয় না, উপকৃত হয়।.... ""- মাশরাফি
লিখেছেন লিখেছেন আবু সাইফ ২৮ জানুয়ারি, ২০১৬, ১১:৩৮:৪০ সকাল
ক্রিকেটার কেবল নয়; কোন জাতির ইতিহাসে এমন মানুষই আসে শতবর্ষের আরাধনায়। মাশরাফি হলো গ্রিক ট্রাজেডি আর ভারতীয় রোমান্টিকতার মিশেলে এক মহাকাব্য। সে মাশরাফি বিন মুর্তজার জীবনী লিখেছেন সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়। ‘মাশরাফি’ নামের বইটি এরই মধ্যে তৈরি করেছে বিপুল আলোচনা। ...............
....................
আরেকটা ব্যাপার খেয়াল করেন, ক্রিকেট এখন দেশপ্রেম প্রকাশের একটা জায়গা হয়ে গেছে।
...............
এটাতো বিস্ময়কর ব্যাপার। খেলা কখনো দেশের প্রধান আলোচনায় পরিণত হতে পারে না। দেশে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যা সমাধানের বাকি।
...............
এগুলো সব হলো বাস্তবতা থেকে পালানোর ব্যাপার।
.............
তারকা হলেন একজন ডাক্তার।........... তারকা হলো লেবাররা। দেশ গড়ে ফেলছে। .....
.......
যারা কারখানায় আমাদের জন্য এটা-ওটা বানায় বা ক্ষেতে ধান জন্মায় তারকা হলো তারা।.....
..........
...........
ইসলাম একটা পরিপূর্ণ জীবনদর্শন। হাশিম আমলা সেটা পুরো অনুসরণ করেই তো ক্রিকেট খেলছে। পরিবার, সংসার, পেশা-সব ক্ষেত্রেই আমাদের ধর্মে পরিষ্কার নির্দেশনা আছে। ধর্ম পালন করে কেউ ক্ষতিগ্রস্থ হয় না, উপকৃত হয়।....
....... আমি তার ধারেকাছেও পৌঁছাতে পারিনি। তবে ইচ্ছে আছে, চেষ্টা আছে।
........
রাজনীতি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আমার কাছে আকর্ষণীয়তো মনে হয়। রাজনীতি আমাদের সবচেয়ে প্রয়োজনের জায়গা।
আমি এটা বুঝি, দেশটাকে বদলালে রাজনীতিবিদেরাই পারবেন। ক্রিকেট দিয়ে, খেলা দিয়ে দেশ বদলাবে না; এগুলো সৌন্দর্য বাড়াবে।......
.......
আবারও বলি, আমি তো আমার ভবিষ্যৎ ঠিক করতে পারি না। সেটা পারলে সবার আগে মৃত্যুকে কিনে রাখতাম। এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করে না। ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারলে রাজনীতি নয়, মৃত্যুকে নিয়ন্ত্রণ করতাম। তাই যখন পারে না, বাকি কিছু নিয়ন্ত্রণের আশা করে লাভ নেই।
=============
বিস্তারিত পড়তে এখানে
বিষয়: বিবিধ
১৫৭০ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চিরন্তন সত্য মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
আমি তাঁর সাক্ষাতকারের কথাগুলোতে অসাধারণ দার্শনিক বোধশক্তি দেখেছি-
সেটা দর্শনের পন্ডিত আবুল মকসুদের তূলনায় অনেক বেশী শক্তিশালী মনে হয়েছে!
আমি তাঁর সাক্ষাতকারের কথাগুলোতে অসাধারণ দার্শনিক বোধশক্তি দেখেছি-
সেটা দর্শনের পন্ডিত আবুল মকসুদের তূলনায় অনেক বেশী শক্তিশালী মনে হয়েছে!
জাযাকাল্লাহ
আমি তাঁর সাক্ষাতকারের কথাগুলোতে অসাধারণ দার্শনিক বোধশক্তি দেখেছি-
সেটা দর্শনের পন্ডিত আবুল মকসুদের তূলনায় অনেক বেশী শক্তিশালী মনে হয়েছে!
জাযাকিল্লাহ..
কি ভাবে নিবেন জানিনা , তবে সত্য টা ই বলি ,বাংলাদেশ যখন জয়ী হয় ,তখন বাসায় যে খুশির উচছাস বয়ে যায় ,তা দেখতে বেশ ভালোলাগে
,তবে এত সময় লাগিয়ে খেলা দেখতে ভালো লাগে না , আর সেই সময় বাসার ছেলে গুলোকে দিয়ে কোন কাজ ই করানো যায় না ,সেটা যত জরুরি কাজ ই হোক না কেন ,তারা টিভির সামনে নড়বে না , এমন কি কোন কোন সময় নামাজ ও পড়তে যায় না ,
আমাদের বাসার পাশে যে কয়টা দোকান আছে ,তাতে ছেল - বুড়া সবাই মিলে খেলা নিয়ে জুয়া খেলে , কোন কোন সময় তা বড় ধরনের মারামারিতে রুপ নেয় ।
তাছাড়া আমি শুনেছি , এই ধরনের খেলা নাকি ইসলাম সমমত নয়, যদি শুধু শরীর চরচার জন্য হয় ,তবে নাকি ঠিক আছে ..
আললাহ ই ভালো জানেন ।
তবে মাসরাফিকে ভালো লাগে তার আদম্য ইচছা শকতির জন্য , তবে তা ছাড়া ও একটা কারন আছে যে কারনে আরো কয়কজনকে ভলো লাগে । কারনটা কি সেটা বলবো না , বললে আবার হাসাহাসি শুরু করে দিতে পারেন
যুগের স্রোতকে যেমন রুখে দেয়া যেয়না, তেমনি তা উপেক্ষাও করা যায়না! তাই তো মুসা আঃর হাতে দেখি যাদুর লাঠি, আর রসূলুল্লাহﷺকে দেখি উকাজের মেলায় কুস্তি লড়তে!
ওদের সাহায্য করতে হবে পরিকল্পনা দিয়ে - যেন সব কাজ সময়ে সারতে পারে, নামাজটাও, এবং খেলাও দেখতে পারে! শুরুর দিকে বা মাঝে মাঝে কিছু বাদ গেলে তাদের আপত্তি থাকবেনা আশা করা যায়- কিন্তু শেষের দিকে নয়!
ফরজ সুন্নাতের পার্থক্য বুঝিয়ে ফরজ রক্ষা শেখাতে হবে!
কাউকে হাসানোটাও কিন্তু সওয়াবের কাজ- ওটা বাদ দিলেন কেন?
শেখাতে হবে !!!!
হা হা হা
আমি তো সবার ছোট
ছোটদের বড়দেরকে উপদেশ দিতে নাই
সেটা দর্শনের পন্ডিত আবুল মকসুদের তূলনায় অনেক বেশী শক্তিশালী মনে হয়েছে!
আমি তাঁর সাক্ষাতকারের কথাগুলোতে অসাধারণ দার্শনিক বোধশক্তি দেখেছি-
সেটা দর্শনের পন্ডিত আবুল মকসুদের তূলনায় অনেক বেশী শক্তিশালী মনে হয়েছে!
জাযাকাল্লাহ..
রাজনীতি প্রসংগে কথাগুলোও খুব ধারালো!!
জাযাকাল্লাহ..
কিন্তু আমাকে এক্কেবারে "বাদ"-ই দিয়ে দিলেন?
তাহলে আর "ধন্য" হই কি করে?
আমি কিন্তু বাদ পড়তে চাইনা-
আল্লাহতায়ালার মুহাব্বাতের বাঁধনে বাঁধা থাকুক ভাই-বোনের সম্পর্ক
জাযাকিল্লাহ.
**[মুসলিমদের উদ্দেশ্যে "ধন্যবাদ"-এর সাথে "জায্আ+কা/কি/কুমু+ল্লাহ" জুড়ে দেয়া কর্তব্য]
মনোরঞ্জন বা চিত্তবিনোদন একটি গুরুত্বপূর্ণ সুন্নাত! তবে দুষণীয় উপকরণ থেকে মুক্ত হওয়া আবশ্যক!
সংস্কৃতির ময়দান ফাঁকা থাকেনা! উত্তম না পেলে অন্ততঃ কম ক্ষতিকর দেয়ে ভরে রাখতে নয়, তা না হলে চরম সর্বনাশাগুলো ময়দান দখল করে নেয়!
যেমনটা এখন নাটক-সিনেমার জগতটা নষ্ট হয়ে গেছে!
অথচ আমার শৈশব-কৈশোরে সপরিবারে দেখার মত ছবি নাটক ছিল!
অনেক দেরীতে এলাম, লেখার সময়-সুযোগ আর নেই!
জাযাকাল্লাহ
চিত্তবিনোদন একটি গুরুত্বপূর্ণ সুন্নাত! তবে দুষণীয় উপকরণ থেকে মুক্ত হওয়া আবশ্যক!
সংস্কৃতির ময়দান ফাঁকা থাকেনা! উত্তম না পেলে অন্ততঃ কম ক্ষতিকর দেয়ে ভরে রাখতে নয়, তা না হলে চরম সর্বনাশাগুলো ময়দান দখল করে নেয়!
যেমনটা এখন নাটক-সিনেমার জগতটা নষ্ট হয়ে গেছে!
অথচ আমার শৈশব-কৈশোরে সপরিবারে দেখার মত ছবি নাটক ছিল!
মন্তব্য করতে লগইন করুন