কুষ্টিয়ার সাবেক জেলাআমীর/MP আব্দুল ওয়াহিদ ইন্তেকাল করেছেন

লিখেছেন লিখেছেন আবু সাইফ ২২ মার্চ, ২০১৫, ০৩:১৬:০৩ দুপুর

[url href="http://www.todaybd.net/newsdetail/detail/200/119558" target="_blank"]http://www.todaybd.net/newsdetail/detail/200/119558]

প্রিয় শিক্ষকের সাথে আমার বিশেষ চারদিনের স্মৃতি

১৯৮৫ সালের কথা!

আলফালাহ-তে ছাত্রীসংস্থার জেলা সভানেত্রীদের পাঁচদিনের কেন্দ্রীয টিসি, দূরের অভিভাবকদের জন্য ছিল আলফালাহর মেহমানখানা, ভাবীকে অংশগ্রহন করাতে তিনিও একটানা ছিলেন সেখানে, আমারও একই কাজ!

Good Luck

একই রুমে পাশাপাশি থাকার সুযোগ হলো!

.

তখনও সংগঠনে আমার শপথ হয়নি, তাই প্রশ্ন করে জানার, শেখার ও আলোচনার ব্যাপারে খুবই সুযোগসন্ধানী ছিলাম!

.

স্মৃতিময় সেই চারটি দিনে ময়দানের সংগ্রামী জননেতার কাছে কত কিছু যে আলোচনা হয়েছিল এবং শিখেছিলাম তার বর্ণনা আজ নয়!

Broken Heart

এমন একজন জনদরদী জননেতা/দায়িত্বশীল নিঃসন্দেহে আল্লাহতায়ালার বিশেষ নিয়ামাত! সুনির্দিষ্ট পরিকল্পনা ও প্রচেষ্টায় এ শূণ্যতা পূরণ করা পরবর্তীদের গুরুদায়িত্ব!

Sleepy

আল্লাহতায়ালা তাঁকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে নিন এবং তাঁর ছেড়ে যাওয়া আত্মীয়-ওয়ারীস-সাথীদের একই পথে জীবন পরিচালনা এবং একই গন্তব্যে পোঁছে যাবার তাওফীক দিন!(আমীন) Praying Praying

বিষয়: বিবিধ

১০৯৫ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310463
২২ মার্চ ২০১৫ বিকাল ০৪:১৯
ইয়াফি লিখেছেন : আল্লাহ তাঁর আন্দোলনের কর্মীকে গ্রহণ করুন!
২২ মার্চ ২০১৫ বিকাল ০৪:৩৭
251447
আবু সাইফ লিখেছেন : আ মী ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.. জাযাকুমুল্লাহ
310479
২২ মার্চ ২০১৫ বিকাল ০৫:৫৪
সত্যলিখন লিখেছেন :

২২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১২
251470
আবু সাইফ লিখেছেন : ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

বয়সের সাথে সাথে প্রিয় মানুষদের তালিকা অনেক বড় হয়ে গেছে, আর বয়সের এমন এক স্তর পেরিয়ে এসেছি যে, এখন অহরহ বিদায়ের খবর শুনতে মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে বাধ্য হয়েছি!

এভাবেই একদিন আমার খবর অন্যেরা শুনবে

তারপর এক দীর্ঘ সময় পরে আমরা আবার মিলিত হবো জান্নাতের বাজারে ইনশাআল্লাহ (আমীন)
২২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৫৯
251479
সত্যলিখন লিখেছেন :


তাই যেন হয় ।অপেক্ষায় রইলাম।
310484
২২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:২২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় ভাইয়া।



আল্লাহতায়ালা সাবেক জেলাআমীর/MP আব্দুল ওয়াহিদ সাহেবকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে নিন এবং তাঁর ছেড়ে যাওয়া আত্মীয়-ওয়ারীস-সাথীদের একই পথে জীবন পরিচালনা এবং একই গন্তব্যে পোঁছে যাবার তাওফীক দিন!(আমীন)

আপনার জন্য প্রাণভরা দোয়া ও শুভকামনা রইলো।
২২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
251500
আবু সাইফ লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম...বারাকাতুহ

আমরা তো বাঁধা সেই রশিতে-
"...উরওয়াতিল উছক্বা-
লানফিসামা লাহা.."
পথ চলি হেরার রশ্মিতে

Rose Praying Praying
310491
২২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
শেখের পোলা লিখেছেন : 'ইন্না লিল্লাহে অ ইন্না ইলাইহে রাজেউন'যার দায়িত্ব শেষ হয়েছে তিনি যাবেনই৷ যারা রইলেন এখন তাদের দায়িত্ব৷ আল্লাহ তাঁকে সফলদের কাতারে শামিল করুন৷ Praying Praying Praying
২৩ মার্চ ২০১৫ বিকাল ০৫:২০
251629
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আ মী ন

ধন্যবাদ, জাযাকাল্লাহ...
310492
২২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২১
আবু জান্নাত লিখেছেন : আল্লাহ তায়ালা তার ভুলকত্রুটি ক্ষমা করে জান্নাত নসীব করুক। আমীন।
২৩ মার্চ ২০১৫ বিকাল ০৫:২১
251630
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আ মী ন

ধন্যবাদ, জাযাকাল্লাহ...
310502
২২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
আবু সাইফ লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম...বারাকাতুহ

আমরা তো বাঁধা সেই রশিতে-
"...উরওয়াতিল উছক্বা-
লানফিসামা লাহা.."
পথ চলি হেরার রশ্মিতে

Rose Praying Praying
310536
২২ মার্চ ২০১৫ রাত ০৯:৫৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : আল্লাহতায়ালা তাঁকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে নিন এবং তাঁর ছেড়ে যাওয়া আত্মীয়-ওয়ারীস-সাথীদের একই পথে জীবন পরিচালনা এবং একই গন্তব্যে পোঁছে যাবার তাওফীক দিন!(আমীন

ছুম্মা আমিন।

এক সংগ্রামী চলে গেছেন, রেখে গেছেন আবু সাইফ ভাইদের মত অসংখ্য সংগ্রামী কে যারা আমাদের জন্য সাহস, উৎসাহ, উদ্দীপনা, আর প্রেরণার নাম।
২৩ মার্চ ২০১৫ বিকাল ০৫:২৩
251631
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আ মী ন Praying

ধন্যবাদ, জাযাকাল্লাহ... Praying

[আমি তো বাক্যবাগীশ, বাস্তবে তেমন কিছু হতে পারলাম কৈ]Crying Crying
310582
২৩ মার্চ ২০১৫ রাত ০১:৫৭
আফরা লিখেছেন : আল্লাহ তায়ালা তার ভুলকত্রুটি ক্ষমা করে জান্নাত নসীব করুক। আমীন।
২৩ মার্চ ২০১৫ বিকাল ০৫:২৪
251632
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আ মী ন

আমাদের তো সময় শেষ হয়ে এলো-
আপনাদের জন্যই আগামী...
সেটা সুন্দর উজ্জ্বল হোকPraying

ধন্যবাদ, জাযাকিল্লাহ...
২৩ মার্চ ২০১৫ রাত ০৮:০৪
251645
আবু জান্নাত লিখেছেন :
ভুলকত্রুটি
আমার মন্তব্য কপি পেষ্ট করতে গিয়েতো ভুলটিও কপি পেষ্ট করে ফেলেছেন। Time Out Time Out
312136
০১ এপ্রিল ২০১৫ রাত ০২:৫৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : মরহুমের আত্বার মাগফিরাত কামনা করছি, সাথে সাথে আপনার জন্য ও দোয়া রইলো।
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০১:০৩
253217
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
আ মী ন
জাযাকাল্লাহ..
১০
312189
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০১:০২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
আ মী ন
জাযাকাল্লাহ..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File