Time Out At Wits' End ও মায়েরা Chatterbox টিভির পিরীত আর কত?? Loser Shame On You

লিখেছেন লিখেছেন আবু সাইফ ১৯ অক্টোবর, ২০১৪, ১১:৩৪:১৯ রাত

Time Out Chatterbox I Don't Want To See

সাংঘাতিক খবরটা পড়েই যেন মাথা চক্কর দিয়ে উঠলো- এ জাতির গন্তব্য কোথায়?

At Wits' End

Loser

টিভি সিরিয়াল আর বিনোদন এবং লোভ-জাগানো বিজ্ঞাপনী ভাষার তীক্ষ্ণ বিষাক্ত তীর কচি-কোমল মনে কী ভয়াবহ প্রতিক্রিয়া সৃষ্টি করছে তা বুঝতে এই একটি খবরই যথেষ্ট- যদি বুঝার মত বিবেক থাকে!

Shame On You

হ্যামিলনের বংশীবাদক ইঁদুর তাড়ানোর জন্য শহরবাসীর সাথে তার চুক্তিমত পাওনা বুঝে না পেয়ে চরম প্রতিশোধ নিয়েছিল শিশু-কিশোরদের উপর..

আর এখন আমাদের শিশু-কিশোরদের উপর এ কোন্‌ প্রতিশোধ নেয়া হচ্ছে?


Crying Surprised

ভারত-ভাগের?

নাকি কারো বাবা-মা হত্যার?? Surprised

নাকি জাতির সাহসী সন্তানদের হত্যার অপরাধে

অপরাধী জাতির উপর আল্লাহতায়ালার পক্ষ থেকে শাস্তি?? Praying

নাকি আল্লাহর বিধান ভুলে যাবার গুরুতর অপরাধের সমষ্টিগত শাস্তি?? Thinking

ইয়া রব, আল্লাহতায়ালা, রহমানুর রহীম,

আমাদের ক্ষমা কর,

আমাদের সন্তানদের রক্ষা কর!! Praying Praying

বিষয়: বিবিধ

১৪২৭ বার পঠিত, ৫১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276171
১৯ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৯
আফরা লিখেছেন :
ইয়া রব, আল্লাহতায়ালা, রহমানুর রহীম,

আমাদের ক্ষমা কর,

আমাদের সন্তানদের রক্ষা কর!আমীন

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর পোষ্টের জন্য ।
276172
২০ অক্টোবর ২০১৪ রাত ১২:০২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

মূল খবরটা পড়েছেন নিশ্চয়ই

কল্পনা করা যায়-
শিশু-কিশোরদের মানসিকতা কোন্‌ পথে ধাবিত হচ্ছে??

প্রথম মন্তব্যের জন্য Rose Good Luck
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
276192
২০ অক্টোবর ২০১৪ রাত ০১:৪৮
বুড়া মিয়া লিখেছেন : এভাবে এগিয়ে না গেলে তো কেয়ামত পিছিয়ে দিতে হবে! তাই আমার দোয়া আল্লাহ আমাকে যথা-শীঘ্র শান্তিতে মৃত্যু দানের মাধ্যমে মুক্তি দিন!
২০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:০৯
220325
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
Rose

আপনার দোয়ায় যথা-শীঘ্র শব্দটির ব্যবহার নিষিদ্ধ

বাকিটুকুতে আমীন [ক্ষমা এবং মুক্তি]

অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Praying
২০ অক্টোবর ২০১৪ রাত ০৯:০৩
220420
সাদাচোখে লিখেছেন : @ বুড়ামিয়াঃ আমি দোয়া করছি - আল্লাহ আপনাকে ঐ পয্যন্ত ডেফিনিটলী বাঁচিয়ে রাখুন - যে পয্যন্ত না আপনি পর্যাপ্ত পরিমানে বেহেস্ত পাবার মত নেকি হাসিল করেন।

আর আপনি যে মূহুর্তে এমন কোন কিছুর মুখোমুখি হবেন - যা আপনাকে ডেফিনিটলী দোযখবাসী করবে - অমন কিছু করার আগে আল্লাহ যেন আপনাকে মৃত্যু দেন।

এবং অনুরুপ দোয়া আমার নিজের জন্য ও এবং আর সব মুসলিমভাই বোনের জন্য - যারা আল্লাহকে ভয় পান, যারা দোযখকে ভয় পান এবং বেহেস্তে যাবার জন্য অসম্ভব ইচ্ছা পোষন করেন।
২০ অক্টোবর ২০১৪ রাত ১০:২৩
220460
বুড়া মিয়া লিখেছেন : আবু সাইফ এবং সাদাচোখে উভয় ভাইয়াকেই ধন্যবাদ সংশোধনীর জন্য।
276201
২০ অক্টোবর ২০১৪ রাত ০২:৪৪
বন্যা ইসলাম লিখেছেন : হুমম!! আপনার কথা মত আমাদের মা/বোনেরা সিরিয়ার যৌন হেজাদে ঝাপিয়ে পরবে?
২০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১১
220326
আবু সাইফ লিখেছেন : সজ্জনা গুণমিচ্ছন্তি, দোষমিচ্ছন্তি পামরা
ভোমরা মধুমিচ্ছন্তি, ব্রণমিচ্ছন্তি ষটপদা
২০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩৫
220347
মামুন লিখেছেন : অন্যদের মা বোনকে কেন টানছেন আপনি, এজেন্ট বন্যা ইসলাম? আপনার প্রিয়জনদেরকেই না হয় পাঠান Frustrated Frustrated
২০ অক্টোবর ২০১৪ রাত ০৯:০৫
220421
সাদাচোখে লিখেছেন : @ আবু সাইফঃ আপনি কি বলেছেন বুঝিনি / তবে আমি ভাবছিলাম সূরা ফালাক আর সূরা নাস হয়তো কাজে দেবে। আসুন এমন শয়তান *জিন ও ইনসান* হতে মুক্ত থাকতে আমরা এ দুটো কোরানের সূরাকে প্রমোট করি। ধন্যবাদ
276207
২০ অক্টোবর ২০১৪ রাত ০৩:৪৬
শেখের পোলা লিখেছেন : কি যে বলেন, ওা আমাদের উন্নত বিশ্বের সাথে চলার উপযুক্ত করে গড়ে তোলার নিঃসার্থ নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে৷ এটা ওদের চেতনা৷
২০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১২
220327
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
Rose

চেতনার ঘোরে অচেতন :Thinking

অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Praying
276211
২০ অক্টোবর ২০১৪ রাত ০৪:২৭
কাহাফ লিখেছেন :
সামাজিক মুল্যবোধ কে একেবারেই ধ্বংশ করতে সুপরিকল্পিত ভাবেই 'টিভি-নাটক-সিনেমা' ইত্যাদির মাধ্যমে আগ্রাসন চালানো হচ্ছে।
একন ই সজাগ না হলে ভয়াবহ আরো অবস্হার মোকাবেলা করতে হবে আমাদের কে।

২০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৩
220328
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
Rose

ছিঁড়িতেছে পাল, কে ধরিবে হাল...

অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Praying
276230
২০ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৫৮
নিরবে লিখেছেন : আল্লাহ রহম করুন এ জাতির উপর।
২০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৩
220329
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
Rose

আমীন আমীন আমীন

অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Praying
276231
২০ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৫৮
মামুন লিখেছেন : ধন্যবাদ সুন্দর একটি পোষ্টের জন্য।
আর গতকাল পড়লাম ভারতীয়তিনটি স্যাটেলাইট চ্যানেল কেন বন্ধ করা হবে না এ মর্মে হাইকোর্ট রুল জারি করেছে। এখন দেখার বিষয় এ ক্ষেত্রে কতটা অগ্রসর হতে পারে।
আল্লাহপাক আমাদের মা ও সন্তানদেরকে রক্ষা করুন-আমীন।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose Good Luck Good Luck Good Luck
২০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৫
220332
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
Rose

আদালতের সে জৌলুশ আছে নাকি??
এজলাস-ভাংতে-পারা খুনের-আসামী যখন বিচারক??

অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Praying
276265
২০ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যে মায়েরা সর্বক্ষন ব্যাস্ত টিভি সিরিয়াল নিয়ে তাদের কন্যারা এরকম করা্ই তো স্বাভাবিক। ওরা কোন প্রতিশোধ নিচ্ছেনা। ব্যবসার ক্ষেত্র তৈরি করছে।
২০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৬
220333
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
Rose

ইবলিশ তো কিয়ামত পর্যন্তই কাজ করে যাবে-
বাবা-মায়ের দায়িত্ব পরিবার সামলানো
শুধু ওদের দোষ দিলে চলবে কেন??

অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Praying
১০
276294
২০ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৫
ইক্লিপ্স লিখেছেন : আমাদের দেশের অনেক পুরুষেরা নারীর বাহিরে কাজকে সাপোর্ট করে না। এখন ঘরে বসে তারা কি করবে? তাদের অলস মস্তিষ্ককে শয়তান বাসা বানিয়েছে।
২০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৯
220336
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
Rose
আপু বোধ হয় হেঠিক বাটনে চাপ দিয়েছেন :Thinking

আসল কথা পারিবারিকভাবে নৈতিক শিক্ষা,
ঘরে বসে থাকাটা নয়
যে মায়েরা বাইরে ব্যস্ত তাঁদের সন্তানদেরও একই দশা

অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ Praying
২০ অক্টোবর ২০১৪ রাত ০৯:২৬
220424
সাদাচোখে লিখেছেন : সরি ভাই,
আমি ইক্যুয়েশানটা ঠিক ধরতে পারিনি।
আপনি বলেছেনঃ
অনেক পুরুষরা নারীকে বাহিরে কাজ করতে দিচ্ছেনা >>>>> সুতরাং নারী ঘরে বসে থাকতে বাধ্য হচ্ছে ? >>>> সুতরাং শয়তান তাদের অলস মস্তিস্কে বাসা বানিয়েছে।

উপরের লজিকের যা বিকল্পঃ
অনেক পুরুষরা নারীকে বাহিরে কাজ করতে দিচ্ছে >>>>> সুতরাং নারী ঘরের বাহিরে কাজে ব্যস্ত থাকতে বাধ্য হচ্ছে ? >>>> সুতরাং শয়তান স্বামী, স্ত্রী ও বাচ্চাদের ব্যস্ত মস্তিস্কে বাসা বানাতে ব্যার্থ হয়েছে।

ব্যক্তিগতভাবে ১০ বছরের ঐ তিন বাচ্চার ঐ পারটিকুলার পরিকল্পনা ও এ্যাকশান এর জন্য আমি তাদের *বাবা-মা* কে এতটুকু দোষারোপ করতে পারছিনা - মনে হয় নিরিহ, গরীব, সাধারন খেটে খাওয়া অপ্রতিবাদী পরিবারগুলোর প্রতি অন্যের দোষ ছাপিয়ে দিচ্ছি।

মূলতঃ আমরা এমন একটা সমাজ তৈরী করছি, যেখানে দারিদ্রতাকে জিইয়ে রাখছি, যাতে দায়িত্বশীল প্যারেন্টসকে কৃতদাসের মত খাটাতে পারি। তার উপর টিভি নাটক, সিরিয়াল, বিজ্ঞাপন ও টেক্সটবুকে গল্প কবিতার মাধ্যমে ছেলে বুড়ো সব বয়সের মানুষকে - মানুষিক ভাবে উত্তেজিত করে টাকা নামক গডের দিকে ঠেলে দিচ্ছি, ভোগ বিলাস ও চাকচিক্যের অলীক ভুবনে টেনে আনছি - এবং তার কনসিকোয়েন্স ক্রমবর্ধমান হারে ঐ সব আকর্ষনে এডিক্টেড জনসমষ্টির বাড় বাড়ন্তকে, খুন খারাবিকে, অসামাজিক কাজে জড়ানোকে - নিতান্তই অক্ষম বাবামায়ের উপর ছাপিয়ে দেওয়া - অবিচার বলে মনে হচ্ছে।

ধন্যবাদ।
১১
276339
২০ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫২
ফেরারী মন লিখেছেন : ইক্লিপ্স খালার সাথে সহমত। হাতে ভালো কাজকম্ম না থাকলে তো তারা বিপথে যাবেই।
২০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২০
220337
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
Rose

আপোনার খালাকে যা বলেছি তা পড়ে নিন!

অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Praying
১২
276343
২০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : মূল নিউজ পড়েতো আমি হতবাক! Day Dreaming Chatterbox Chatterbox আনপাকে ধন্যবাদ
২০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২১
220339
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
Rose

শুধু 'বাক' নয়, আরো অনেক কিছু 'হত' হবে-

অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Praying
২০ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৬
220418
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওয়া-আলাইকুমাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
Chatterbox Chatterbox Day Dreaming Day Dreaming Good Luck Good Luck
১৩
276357
২০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৭
ইবনে আহমাদ লিখেছেন : আল্লাহ রহম করুন আমাদের সবাইকে।আপনাকে ধন্যবাদ। গনগরুত্বপূর্ণ বিষয়টি সকলের দৃষ্টিতে নিয়ে আসার জন্য।
২০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২২
220340
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
Rose

হ্যামিলনের বাঁশীর সুর ক্রমশঃই জোরালো হচ্ছে-
অথচ আইম্মায়ে কিরামের ঘুম ভাংছেনা!!Crying Crying

অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Praying
১৪
276362
২০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩০
নূর আল আমিন লিখেছেন : ভালো লেগেছে
২০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২২
220341
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
Rose

অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Praying
১৫
276417
২০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
লজিকাল ভাইছা লিখেছেন : আমরা চাই না ,যে আমাদের মা-বোন রা সানি লিওনি কিংবা সিরিয়ার যৌন জিহাদি হোক। আল্লাহ্‌ আমাদেরকে জ্ঞান দান করুন, বুঝার তাওফিক দান করুন । আমীন। আবু সাইফ আপনাকে অনেক ধন্যবাদ
২০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
220380
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন, সহমত, আমীন

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
২০ অক্টোবর ২০১৪ রাত ০৯:৩২
220429
সাদাচোখে লিখেছেন : পেন্টাগন এর 'ব্লাক হল' এ - ডিক চেনি, উলফউইথজ, রামসফেল্ড টাইপ মেনটালিটির লোকদের পরিকল্পনায় ইউএফও, ৯/১১, আল কায়েদার পথ ধরে যৌন জিহাদি বানানো যায়।
১৬
276460
২০ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪৬
আবু ফারিহা লিখেছেন : একদিকে ভারতীয় চ্যানেল অার এক দিকে কতিপয় দেশীয় চ্যানেল সু্ন্দরী প্রতিযোগিতা ও বিভিন্ন ফ্যাশন শোর ব্যবস্হা করে অতিসুক্ষভাবে এ জাতিকে বেহায়াপনার দিকে নিয়ে যাচ্ছে।
২১ অক্টোবর ২০১৪ রাত ০১:৫৮
220532
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

Big Hug Rose

ওরা তো ব্যবসা করছে- করবেই
শয়তানের দোসর সব
আমাদের কর্তব্য নিজের ঘর সামলানো!!

অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Praying
১৭
276589
২১ অক্টোবর ২০১৪ সকাল ০৬:১২
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ভাই, বাচ্চাগুলোকে বিকল্প কিছু দিলে টিভি আপনিই বন্ধ হয়ে যাবে। আমার মেয়ে কখনোই টিভি দেখত্না এবং কেউ টিভি দেখলে টিভি বন্ধ করে দিত। আমার ছেলে ছোটবেলায় কার্টুন দেখত। একটু বড় হবার পর বইয়ের নেশা ধরিয়ে দিলাম। দু'বছরে যখন কেউ টিভি দেখেনি তারপর কেবল লাইন কেটে দিয়ে টিভি স্টোরে তুলে রাখলাম। আমার মাকে দেখতাম সারাদিন কাজ করেও দুপুরবেলা না ঘুমিয়ে পড়ত। আমাদের মায়েরা সুন্দর উদাহরণ স্থাপন করলে বাচ্চারা নায়কনায়িকাদের মাঝে আইডল খুঁজতে যাবেনা। কিন্তু আমাদের গৃহিনীরা কেউ নিষ্পেষিত, কেউ অবাধ স্বাধীনতার অধিকারী, তাই বাস্তবতা থেকে মুক্তি পেতে টিভির মাঝে হারিয়ে যেতে চান। আমাদের ভাইদের উচিত স্ত্রীদের ডেভেলপমেন্টের প্রতি নজর দেয়া যদি তাঁরা সন্তানদের বাঁচাতে চান।
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৪
220788
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন, সহমত Thumbs Up

কিন্তু এসবের সমাধান কেমনে হবে??
কিন্তু আমাদের গৃহিনীরা কেউ নিষ্পেষিত, কেউ অবাধ স্বাধীনতার অধিকারী, তাই বাস্তবতা থেকে মুক্তি পেতে টিভির মাঝে হারিয়ে যেতে চান।
:Thinking



অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ Praying
২১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
220804
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ Happy
সমাধান তো দিয়ে দিলাম! - আমাদের ভাইদের উচিত স্ত্রীদের ডেভেলপমেন্টের প্রতি নজর দেয়া যদি তাঁরা সন্তানদের বাঁচাতে চান। Happy>-
২১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
220821
আবু সাইফ লিখেছেন : আপু, আমি খুব কাছে থেকে অনেক পরিবারকে দেখেছি-

ভাইদের অসহায়ত্ব যদি দেখতেন

এই ব্লগে তো প্রকাশ্যেই একজন আছেন-
আপনি তাঁর ব্যাপারটা চিন্তা করুন!!
এ কেসটা আপনি বিশেষভাবে দেখতে পারেন


শরতচন্দ্রের ভাষায়-
"বন্দুক লাও, সড়কি লাও"

""লাও"তো বটে, কিন্তু ডালিমগাছটা যে দরজার সামনেই, এবং উহারই নিচে বাঘটা বসিয়া


ভাইদের উচিত স্ত্রীদের ডেভেলপমেন্টের প্রতি নজর দেয়া

কিন্তু যে ভাইদের কিছু করার আগেই কালবোশেখী-সিডর-সুনামী শতভাগ নিশ্চিত তাঁদের উপায় কী??

সমাজটা নষ্টের মূল কারখানা তো ওখানেই!
২১ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৯
220832
রেহনুমা বিনত আনিস লিখেছেন : শেক্সপিয়ারের টেমিং অফ দ্য শ্রু পড়ে অনুশীলন করতে হবে :Thinking :Thinking এবং ইসলাম শিক্ষায় শিক্ষিত মেয়ে বিয়ে করতে হবে।
১৮
276745
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১১
সায়েম আহমেদ লিখেছেন : আল্লাহ রহম করুন আমাদের সবাইকে
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৫
220789
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আমীন Praying


Rose

অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Praying
১৯
277718
২৪ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৩৭
কাঁচের বালি লিখেছেন : কি আর বলিব ভাইরাসের মতো জাপটে ধরেছে আমাদের মা বন্দের ঐ ভারতের সিরিয়াল গুলো । Thinking
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২১
233749
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

উত্তম বিকল্প দিয়ে প্রতিস্থাপন করতে হবে
২০
283843
১৩ নভেম্বর ২০১৪ সকাল ১১:৪২
হতভাগা লিখেছেন : কি আর করবে বেচারীরা !

চারদিকে যেরকম সুন্দরী , গায়িকা , নায়িকা , নাচুনে , মডেল হবার কম্পিটিশন শুরু হয়েছে , শুরু হয়েছে অল্প কয়দিনেই বিখ্যাত হবার চরম সুযোগ ! কে এটা এভেইল করতে চাইবে না বলুন ?

এতই কঠিন প্রতিযোগিতা যে হেরে গিয়ে তো কাঁদেই আবার জিতেও কাঁদে ।

এসব প্রতিযোগিতার ফলে পুরো দেশটাই তারকাতে ভরপুর হয়ে গেছে।

৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২২
233750
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

নৈতিক শিক্ষার বিস্তার ছাড়া অধোপতন ঠেকানো অসম্ভব
২১
288065
২৫ নভেম্বর ২০১৪ রাত ১১:২৯
ইশতিয়াক আহমেদ লিখেছেন : খুব সুন্দর লিখা ,পড়ে ভালো লাগলো
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
233751
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

জাযাকাল্লাহ.
২২
291685
০৬ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪০
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমাদের ব্যার্থতা আমরা বাচ্ছাদের বিকল্প কিছু দিতে পারছিনা, যা আছে তাও যতসামান্যো। বিকল্প কিছু না দিতে পারলে এম চলতেই থাকবে।
আল্লাহ ফেহাজত করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File