ও মায়েরা টিভির পিরীত আর কত??
লিখেছেন লিখেছেন আবু সাইফ ১৯ অক্টোবর, ২০১৪, ১১:৩৪:১৯ রাত
সাংঘাতিক খবরটা পড়েই যেন মাথা চক্কর দিয়ে উঠলো- এ জাতির গন্তব্য কোথায়?
টিভি সিরিয়াল আর বিনোদন এবং লোভ-জাগানো বিজ্ঞাপনী ভাষার তীক্ষ্ণ বিষাক্ত তীর কচি-কোমল মনে কী ভয়াবহ প্রতিক্রিয়া সৃষ্টি করছে তা বুঝতে এই একটি খবরই যথেষ্ট- যদি বুঝার মত বিবেক থাকে!
হ্যামিলনের বংশীবাদক ইঁদুর তাড়ানোর জন্য শহরবাসীর সাথে তার চুক্তিমত পাওনা বুঝে না পেয়ে চরম প্রতিশোধ নিয়েছিল শিশু-কিশোরদের উপর..
আর এখন আমাদের শিশু-কিশোরদের উপর এ কোন্ প্রতিশোধ নেয়া হচ্ছে?
ভারত-ভাগের?
নাকি কারো বাবা-মা হত্যার??
নাকি জাতির সাহসী সন্তানদের হত্যার অপরাধে
অপরাধী জাতির উপর আল্লাহতায়ালার পক্ষ থেকে শাস্তি??
নাকি আল্লাহর বিধান ভুলে যাবার গুরুতর অপরাধের সমষ্টিগত শাস্তি??
ইয়া রব, আল্লাহতায়ালা, রহমানুর রহীম,
আমাদের ক্ষমা কর,
আমাদের সন্তানদের রক্ষা কর!!
বিষয়: বিবিধ
১৪২৭ বার পঠিত, ৫১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইয়া রব, আল্লাহতায়ালা, রহমানুর রহীম,
আমাদের ক্ষমা কর,
আমাদের সন্তানদের রক্ষা কর!আমীন
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর পোষ্টের জন্য ।
মূল খবরটা পড়েছেন নিশ্চয়ই
কল্পনা করা যায়-
শিশু-কিশোরদের মানসিকতা কোন্ পথে ধাবিত হচ্ছে??
প্রথম মন্তব্যের জন্য
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
আপনার দোয়ায় যথা-শীঘ্র শব্দটির ব্যবহার নিষিদ্ধ
বাকিটুকুতে আমীন [ক্ষমা এবং মুক্তি]
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আর আপনি যে মূহুর্তে এমন কোন কিছুর মুখোমুখি হবেন - যা আপনাকে ডেফিনিটলী দোযখবাসী করবে - অমন কিছু করার আগে আল্লাহ যেন আপনাকে মৃত্যু দেন।
এবং অনুরুপ দোয়া আমার নিজের জন্য ও এবং আর সব মুসলিমভাই বোনের জন্য - যারা আল্লাহকে ভয় পান, যারা দোযখকে ভয় পান এবং বেহেস্তে যাবার জন্য অসম্ভব ইচ্ছা পোষন করেন।
ভোমরা মধুমিচ্ছন্তি, ব্রণমিচ্ছন্তি ষটপদা
চেতনার ঘোরে অচেতন :
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
সামাজিক মুল্যবোধ কে একেবারেই ধ্বংশ করতে সুপরিকল্পিত ভাবেই 'টিভি-নাটক-সিনেমা' ইত্যাদির মাধ্যমে আগ্রাসন চালানো হচ্ছে।
একন ই সজাগ না হলে ভয়াবহ আরো অবস্হার মোকাবেলা করতে হবে আমাদের কে।
ছিঁড়িতেছে পাল, কে ধরিবে হাল...
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আমীন আমীন আমীন
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আর গতকাল পড়লাম ভারতীয়তিনটি স্যাটেলাইট চ্যানেল কেন বন্ধ করা হবে না এ মর্মে হাইকোর্ট রুল জারি করেছে। এখন দেখার বিষয় এ ক্ষেত্রে কতটা অগ্রসর হতে পারে।
আল্লাহপাক আমাদের মা ও সন্তানদেরকে রক্ষা করুন-আমীন।
জাজাকাল্লাহু খাইর।
আদালতের সে জৌলুশ আছে নাকি??
এজলাস-ভাংতে-পারা খুনের-আসামী যখন বিচারক??
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ইবলিশ তো কিয়ামত পর্যন্তই কাজ করে যাবে-
বাবা-মায়ের দায়িত্ব পরিবার সামলানো
শুধু ওদের দোষ দিলে চলবে কেন??
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আপু বোধ হয় হেঠিক বাটনে চাপ দিয়েছেন :
আসল কথা পারিবারিকভাবে নৈতিক শিক্ষা,
ঘরে বসে থাকাটা নয়
যে মায়েরা বাইরে ব্যস্ত তাঁদের সন্তানদেরও একই দশা
অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
আমি ইক্যুয়েশানটা ঠিক ধরতে পারিনি।
আপনি বলেছেনঃ
অনেক পুরুষরা নারীকে বাহিরে কাজ করতে দিচ্ছেনা >>>>> সুতরাং নারী ঘরে বসে থাকতে বাধ্য হচ্ছে ? >>>> সুতরাং শয়তান তাদের অলস মস্তিস্কে বাসা বানিয়েছে।
উপরের লজিকের যা বিকল্পঃ
অনেক পুরুষরা নারীকে বাহিরে কাজ করতে দিচ্ছে >>>>> সুতরাং নারী ঘরের বাহিরে কাজে ব্যস্ত থাকতে বাধ্য হচ্ছে ? >>>> সুতরাং শয়তান স্বামী, স্ত্রী ও বাচ্চাদের ব্যস্ত মস্তিস্কে বাসা বানাতে ব্যার্থ হয়েছে।
ব্যক্তিগতভাবে ১০ বছরের ঐ তিন বাচ্চার ঐ পারটিকুলার পরিকল্পনা ও এ্যাকশান এর জন্য আমি তাদের *বাবা-মা* কে এতটুকু দোষারোপ করতে পারছিনা - মনে হয় নিরিহ, গরীব, সাধারন খেটে খাওয়া অপ্রতিবাদী পরিবারগুলোর প্রতি অন্যের দোষ ছাপিয়ে দিচ্ছি।
মূলতঃ আমরা এমন একটা সমাজ তৈরী করছি, যেখানে দারিদ্রতাকে জিইয়ে রাখছি, যাতে দায়িত্বশীল প্যারেন্টসকে কৃতদাসের মত খাটাতে পারি। তার উপর টিভি নাটক, সিরিয়াল, বিজ্ঞাপন ও টেক্সটবুকে গল্প কবিতার মাধ্যমে ছেলে বুড়ো সব বয়সের মানুষকে - মানুষিক ভাবে উত্তেজিত করে টাকা নামক গডের দিকে ঠেলে দিচ্ছি, ভোগ বিলাস ও চাকচিক্যের অলীক ভুবনে টেনে আনছি - এবং তার কনসিকোয়েন্স ক্রমবর্ধমান হারে ঐ সব আকর্ষনে এডিক্টেড জনসমষ্টির বাড় বাড়ন্তকে, খুন খারাবিকে, অসামাজিক কাজে জড়ানোকে - নিতান্তই অক্ষম বাবামায়ের উপর ছাপিয়ে দেওয়া - অবিচার বলে মনে হচ্ছে।
ধন্যবাদ।
আপোনার খালাকে যা বলেছি তা পড়ে নিন!
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
শুধু 'বাক' নয়, আরো অনেক কিছু 'হত' হবে-
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
হ্যামিলনের বাঁশীর সুর ক্রমশঃই জোরালো হচ্ছে-
অথচ আইম্মায়ে কিরামের ঘুম ভাংছেনা!!
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
যথার্থ বলেছেন, সহমত, আমীন
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ওরা তো ব্যবসা করছে- করবেই
শয়তানের দোসর সব
আমাদের কর্তব্য নিজের ঘর সামলানো!!
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
যথার্থ বলেছেন, সহমত
কিন্তু এসবের সমাধান কেমনে হবে??
:
অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
সমাধান তো দিয়ে দিলাম! - আমাদের ভাইদের উচিত স্ত্রীদের ডেভেলপমেন্টের প্রতি নজর দেয়া যদি তাঁরা সন্তানদের বাঁচাতে চান। >-
ভাইদের অসহায়ত্ব যদি দেখতেন
এই ব্লগে তো প্রকাশ্যেই একজন আছেন-
আপনি তাঁর ব্যাপারটা চিন্তা করুন!!
এ কেসটা আপনি বিশেষভাবে দেখতে পারেন
শরতচন্দ্রের ভাষায়-
ভাইদের উচিত স্ত্রীদের ডেভেলপমেন্টের প্রতি নজর দেয়া
কিন্তু যে ভাইদের কিছু করার আগেই কালবোশেখী-সিডর-সুনামী শতভাগ নিশ্চিত তাঁদের উপায় কী??
সমাজটা নষ্টের মূল কারখানা তো ওখানেই!
আমীন
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
উত্তম বিকল্প দিয়ে প্রতিস্থাপন করতে হবে
চারদিকে যেরকম সুন্দরী , গায়িকা , নায়িকা , নাচুনে , মডেল হবার কম্পিটিশন শুরু হয়েছে , শুরু হয়েছে অল্প কয়দিনেই বিখ্যাত হবার চরম সুযোগ ! কে এটা এভেইল করতে চাইবে না বলুন ?
এতই কঠিন প্রতিযোগিতা যে হেরে গিয়ে তো কাঁদেই আবার জিতেও কাঁদে ।
এসব প্রতিযোগিতার ফলে পুরো দেশটাই তারকাতে ভরপুর হয়ে গেছে।
নৈতিক শিক্ষার বিস্তার ছাড়া অধোপতন ঠেকানো অসম্ভব
জাযাকাল্লাহ.
আল্লাহ ফেহাজত করুন।
মন্তব্য করতে লগইন করুন