মৃত্যু শহীদী, নয় শান্তির ঘুম!!
লিখেছেন লিখেছেন আবু সাইফ ১৯ অক্টোবর, ২০১৪, ০৩:৪১:৪১ রাত
নিঃশ্বাসে ঝড় বয়
বিশ্বাসে নেই ক্ষয়
আশ্বাসে আস্থায় - দুর্দশা মাপি
মৌমাছি নিশ্চুপ
মৌ ঝরে টুপ টুপ
ধুকপুক করে বুক - শংকায় কাঁপি
অস্থির দিনকাল
চিন্তার তিন তাল
ছিনতাই জান-মাল - হাঁসফাঁস দিল ^^
জানবাজ জংগীরা
সত্যের সংগীরা
আসমানী পংখীরা - হই আবাবীল
রুখবো ই দুশমন, রুখবো জুলুম
মৃত্যু শহীদী, নয় শান্তির ঘুম!!
বিষয়: বিবিধ
১০৮১ বার পঠিত, ৫৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আমিও আরো (দোয়া) চাই
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
শরত-হেমন্ত ও বসন্ত নাকি কবিতার মৌসুম
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
অন্তরে কি অমিল??
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
চমৎকার হয়েছে ভাইয়া।
খুবই অভিভূত হলাম। আপনার ভাষায় বলছি, " পাকা রাঁধুনির হাতের ছোঁয়া' আসলেই হাত বলে একটা কিছু রয়েছে, যার জন্য এমনটি হয়েছে।
অনেক ধন্যবাদ আপনাকে।
জাজাকাল্লাহু খাইর।
আপনাদের মত জাত-সাহিত্যিকের প্রশংসা শুনে নিজেকে কেমন কেমন যেন মনে হচ্ছে )
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ধীরে ধীরে গরম হবে ইনশাআল্লাহ
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
সত্যের সংগীরা
আসমানী পংখীরা - হই আবাবীল
অঅসাম!!
জোনাকীর আলো পেয়ে
ফুটে গেল নাম
অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
ইঁচড়ে পাকাও হতে পারে
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
দ্শুধু ছন্দে নয়-
দ্বন্দ্বেও মিলাতে শিখেছি
অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
আপনাদের এত্তো ভালো লাগায়
আমারো খুশী লাগছে বেজায়<:-P
অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
দু-তিন কথায় কারো মরণ নাকি??
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আপনাদের এত্তো ভালো লাগায়
আমারো খুশী লাগছে বেজায় <:-P <:-P
অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
আপনাদের এত্তো ভালো লাগায়
আমারো খুশী লাগছে বেজায়
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
বেশি ভালা লাইগযে
কী আর কইতেন..
তয় ইকটু দুয়া কইরা দ্যান..
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
নতুন ধারা না শুকালেই হয়
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আপনার দোয়ায় আমীন আমীন আমীন
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
চিন্তার তিন তাল
ছিনতাই জান-মাল - হাঁসফাঁস দিল
বেসম্ভব সুন্দর হইছে
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
কিছু বিষয়ে হিংসা করা অত্যন্ত সওয়াবের কাজ-
আপনিও পারবেন, নিজেকে মেলে ধরুন
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৪২
আমার মহান শিক্ষক আজ চলে গেলেন-
এমন শোকের সময় আপনি এলেন-
আপনাকে অনেক ধন্যবাদ, জাযকিল্লাহ
((মন্তব্যের জবাবটি মন্তব্যের ঘরে হয়ে গেছিল)
আমার মহান শিক্ষক আজ চলে গেলেন-
এমন শোকের সময় আপনি এলেন-
আপনাকে অনেক ধন্যবাদ, জাযকিল্লাহ
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
। যাযাকাল্লাহু খাওরান
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
পঠন ও মন্তব্যের জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহ
পঠন ও মন্তব্যের জন্য ধন্যবাদ, জাযাকিল্লাহ
((রোজাপুকে বলে-কয়ে আবেগ বিষয়ক একটা বিশাল ধারাবাহিক পোস্ট ব্যবস্থা করে দিন না!! বড্ড বিপদে আছি))
ভাইয়া আমি বললে শুনবে না। তবে বড়দের কথা আবার শোনে। সন্ধ্যাতারা আপু পরশু বলেছেন ব্লগে আসতে ঠিকই আজ এসে পোষ্ট দিয়েছে। অথচ আমি কবে থেকে বলে যাচ্ছিলাম এই কথা কানেই তোলেনি। আপনি বললে দেখবেন ঠিকই লিখছে ইনশাআল্লাহ।
অপেক্ষায় রইলাম-
আপনি তাগিদ দেবেন
মন্তব্য করতে লগইন করুন