মডারেশন টীমকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ
লিখেছেন লিখেছেন আবু সাইফ ০৩ অক্টোবর, ২০১৪, ০৩:০৪:২০ দুপুর
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
অগ্রীম শুভেচ্ছে- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
আমার একটি পোস্টের কারণে মডারেশন টীম কিছু ব্যবস্থা গ্রহন করেছেন-
আলহামদুলিল্লাহ
আমার সে পোস্ট আল্লাহতায়ালার নিকট আমার জন্য একটি দলিল হয়ে রইল ইনশাআল্লাহ
দ্রুত ব্যবস্থাগ্রহনের জন্য মডারেশন টীমকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি
নিয়ম-শৃংখলা মেনে চলা এবং পোস্টে, মন্তব্যে, জবাবে ও বিতর্কে সর্বোচ্চ শালীন সুন্দর শব্দ ও ভাষার ব্যবহার আমার আশৈশব অভ্যাস! ব্লগেও তা অক্ষুন্ন রাখতে চেষ্টা করে থাকি!
অন্যের অধিকার ও সম্মানের প্রতি মর্যাদা রেখেই সহনশীলতা ও ক্ষমার নীতিতে আমার দৃষ্টি থাকে নিবদ্ধ!
কিন্তু কারো অশালীনতা যখন মাত্রাছাড়া হয় তখন নীতিবোধের কারণেই প্রতিবাদের দায়িত্ব থেকে পলায়নপরতা কে গ্রহন করা সম্ভবপর হয়ে ওঠেনা!
এ যে আমার বিশ্বাস(ঈমান)এর অপরিহার্য দাবী!!
যদি কেউ বাংলাদেশের স্বাধীনতা , সার্বভৌমত্ব , ইতিহাস , ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে , বিরুদ্ধাচারণ করে , অসম্মান করে তাহলে তার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহন করা অবশ্যকর্তব্য মনে করি!
আবারো ধন্যবাদ মডারেশনটীমকে আমাকে সহযোগিতা করার জন্য!
সুন্দর ও সত্য-ন্যায়ের জন্য আমাদের প্রচেষ্টা হোক আমরণ আপোষহীন
বিষয়: বিবিধ
১৪১৬ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকেও অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
অগ্রীম শুভেচ্ছে- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
আমিও বহুত খুশি........।
মহান পরওয়ারদিগার আমাদের সার্বিক মংগল করুন, আমিন।
আপনাকেও অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
অগ্রীম শুভেচ্ছে- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
কেউ তো সেটাই হাদিয়া দিতে পারেন-
যা তাঁর নিজের ঝুলিতে থাকে বা নিজে পছন্দ করেন!
আপনাকেও অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
অগ্রীম শুভেচ্ছে- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
সেটা স্বল্পায়ূ এক বিশেষ পোস্ট ছিল
আপনাকেও অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
অগ্রীম শুভেচ্ছে- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
এই সাইটে আহলে হাদিস, ওহাবী , সৌদি আরবের রাজতন্ত্র সমর্থনকারী এবং জামায়াত-শিবিরের কিছু লোক গালি গালাজ ও কুরুচিকর ভাষা ব্যবহার করে থাকে ।
মডারেশন টিম এসব লোকদের লেখা নির্বাচন করেন এবং তাদের পৃষ্ঠপোষকতা করেন ।
আমি মডারেশন টিমকে এহেন আত্মঘাতি কর্মকান্ড হতে বিরত থাকার অনুরোদ করছি । অন্যথায় এই সাইটের অবস্হা সোনা ব্লগের মতো ভাগ্যবরণ করবে ।
আপনাকেও অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আল্লাহতায়ালা বলেন-
ইন আহসানতুম আহসানতুম লি আনফুসিকুম..
এর বিস্তারিত আপনি ভালো জানেন মনে করি
আমরণ কারাবাসের আদেশপ্রাপ্ত আমার এক মহান শিক্ষক বলতে যে-
কেউ তো অপরকে সেটাই হাদিয়া দিতে পারেন-
যা তাঁর নিজের ঝুলিতে থাকে বা নিজে পছন্দ করেন!
কিছু মানুষ মন্দের নিম্নসীমায় যেতে চাইবে-
আর কিছু মানুষ সর্বোচ্চ উত্তম মান ধরে রাখতে জীবনবাজি রাখবে-
এর মাঝের সবকিছুই সমাজের অংশ-
আমার অবস্থান কোন স্তরে- সেটাই গুরুত্বপূর্ণ
[আপনার পোস্টেও দেখুন- চেতনাধারী, আল্লাহর সন্তুষ্টি ও আয়নাশাহ ভিন্ন ভিন্ন স্তরে নিজেদের অবস্থানের প্রমান রেখেছেন]
অগ্রীম শুভেচ্ছে- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
((আপনার জন্য আমি প্রতিনিয়তই দোয়া করি))
আপনার খুশীতে আমারও খুশী লাগছে-
আলহামদুলিল্লাহ, জাযাকিল্লাহ
অগ্রীম শুভেচ্ছে- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
কেন, সবই তো বলে দিয়েছি-
কি লিখেছিলেন আগের পোস্টে জানতে ইচ্ছে করছে !
মডারেশন তড়িৎ পদক্ষেপ নিয়ছ জেনে ভালো লেগেছে
আজকের এই মূল্যবান দিনে দোআয় শামিল রাখার আবদন রইলো
কেন, সবই তো বলে দিয়েছি-
মানুষের যত ভালো হতে পারে- সব যেন পাও তুমি
তোমার নজর যেখানেই পড়ে- হোক তা পূণ্যভূমি
কেন, সবই তো বলে দিয়েছি-
কাজ ফুরিয়ে গেছে-
পোস্টও হারিয়ে গেছে
আমি একজন মডারেটরকে চিনি যিনি এই ব্লগে আমাদের মাঝে আছেন, কিন্তু বলুম না তবে ক্লুদেই, মডুআপা বলে অনেকে
=======
যাক সেকথা ফখরুল সাহেবের থেকে সাবধান করা আমার ইমানি দায়িত্ব তাই জানালাম বিস্তারিত এখানে দেখুন Click this link
কেন, সবই তো বলে দিয়েছি-
কিছু মানুষ মন্দের নিম্নসীমায় যেতে চাইবে-
আর কিছু মানুষ সর্বোচ্চ উত্তম মান ধরে রাখতে জীবনবাজি রাখবে-
এর মাঝের সবকিছুই সমাজের অংশ-
আমার অবস্থান কোন স্তরে- সেটাই গুরুত্বপূর্ণ
কেউ অজ্ঞতায়- কেউ বিজ্ঞতায়
নিজের অজান্তে বৈধতার সীমা ছাড়ায়
আল্লাহতায়ালা রহমানুর রহীম, দয়াময়-
অন্তরের আবস্থা দিয়েই কাজের বিচার হয়-
আমরা তাঁরই দয়ার কাঙাল, বড্ড অসহায়
জাযাকাল্লাহ..
@ইমরান ভাই : ক্লু দিয়ে হচ্ছেনা তো,
এবার দয়া করে একটু গ্লু দেন
আপনাকেও অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
অগ্রীম শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
আপাততঃ কষ্টকর উপসর্গ দূর হয়েছে,
এ আরোগ্য স্থায়ী কিনা তা সময়ান্তে বোঝা যাবে!
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
আপনাকেও...
জাযাকাল্লাহ
অনেক ধন্যবাদ সাইফের বাবা।
সত্যের বিজয় অনিবার্য,
মিথ্যার বিণাশ অবশ্যম্ভাবী,
সত্যের সাথেই থাকুন
অন্যদেরও এপথে ডাকুন
জাযাকাল্কাহ..
অনেক ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
বহুবিধ রহস্যময় আচরণই টুডেব্লগের অনন্য বৈশিষ্ট
মন্তব্য করতে লগইন করুন