দুটি কথা বলতে চেয়েছিলাম, একটি বলা বাকি ছিল
লিখেছেন লিখেছেন আবু সাইফ ২২ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:১৬:০৫ রাত
অনেকদিন পর লগ-ইন করলাম- -হক্বকথার গল্প
দুটি কথা বলতে চেয়েছিলাম, একটি বলা বাকি ছিল
দুটি কথা বলতে চেয়েছিলাম, একটি বলা বাকি ছিল...
(২)পোস্ট করলে মন্তব্যের জবাব দিতে হয়- এটা সৌজন্যবোধ প্রকাশের জন্য সামাজিক(ব্লগীয়) রীতিও বটে!
যতটুকু সময় আমি হাতে পাই তাতে দু-একটা পোস্ট দেয়া হলেও মন্তব্যের জবাব দেয়ার মত সময় পাওয়া দুঃসাধ্য!
আবার সকলের সকল পোস্ট-ই আমি পড়তে চাই, প্রায়ই পড়ে থাকি, এমনকি তুলে রেখে পরে পড়তে হলেও!
কিন্তু যদি সবার পোস্টে মন্তব্য করতে চাই তবে তো অর্ধেক পোস্টও পড়া হবেনা!
তবে কি পড়া কমিয়ে মন্তব্য করবো?
নাকি পড়াটাই চালু রাখবো? কোনটা উত্তম??
যেহেতু লাভ-ক্ষতিটা আমার, তাই পড়াকেই অগ্রাধিকার দিয়ে থাকি!
এতে ব্লগে পোস্ট দেয়া বা মন্তব্য করা হয়ে ওঠেনা সময়াভাবে!
তাই- ?
অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি-
এখন থেকে প্রত্যেকটি পঠিত পোস্টে এবং মন্তব্যের জবাবে "কুইক কমেন্ট" করবো-
সদয় অনুমোদনের জন্য পেশ করা হলো
বিষয়: বিবিধ
১৪২৮ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পড়াকেই অগ্রাধিকার দেয়াই শ্রেয়,এর সাথে একমত আমিও।তবে..আমরা যারা পাঠক- নিজেরা বেশী লিখতে পারি না,তারা পঠনের সাথে মন্তব্যও করি কিছু।সন্মানিত লেখকদের হতে জবাব পেলে আমাদের পঠনে বাড়তি আগ্রহ সৃষ্টি হয়।লেখকদের এ বিষয়টা মাথায় রাখতে হবে।
অনেক ধন্যবাদ আপনাকে.......।
জাযাকাল্লাহ..
টের পেয়েছেন নিশ্চয়ই )
সম্মানিত লেখক বা সেলিব্রেটি ব্লগারদের সময় খুবই কম। ফল সরূপ তারা পাঠকের কমেন্টের উত্তর খুবই কম দেন।
পেশাগত কারণেই সময়াভাব
পথন ও মন্তব্যের জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহ
পড়াকেই অগ্রাধিকার দিন।
তবে মন্তব্যও অনেক গুরুত্ব রাখে। প্রসঙ্গের গভীরে গিয়ে গঠনমূলক মন্তব্য লেখককে সামনে এগিয়ে নিতে অনেক সাহায্য করে।
ধন্যবাদ সুন্দর বিষয়টির অবতারণা করার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
পড়াকেই অগ্রাধিকার
দেয়াই শ্রেয়,এর
সাথে একমত আমিও।
তবে..আমরা যারা
পাঠক-
নিজেরা বেশী লিখতে
পারি না,তারা পঠনের
সাথে মন্তব্যও
করি কিছু।সন্মানিত
লেখকদের হতে জবাব
পেলে আমাদের
পঠনে বাড়তি আগ্রহ
সৃষ্টি হয়।/কাহাফ ভাইয়ের সাথে সম্পুর্ণ সহমত
মামুন লিখেছেন : আপনার সাথে সহমত ভাইয়া।
পড়াকেই অগ্রাধিকার দিন।
তবে মন্তব্যও অনেক গুরুত্ব রাখে। প্রসঙ্গের গভীরে গিয়ে গঠনমূলক মন্তব্য লেখককে সামনে এগিয়ে নিতে অনেক সাহায্য করে।
ধন্যবাদ সুন্দর বিষয়টির অবতারণা করার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
----------------------------
সহমত ধন্যবাদ
ভোট তো ভালই পাচ্ছি দেখি.
যাক্, জামানত বাজেয়াপ্ত হবেনা মনে হয়- )
ধন্যবাদ, জাযাকাল্লাহ )
যাক্, জামানত বাজেয়াপ্ত হবেনা মনে হয়-
ভোট তো ভালই পাচ্ছি দেখি. )
) :D/
কিন্তু হাত(মন) নিশপিস করে যে! :
জাযাকাল্লাহ,
তবে এ কথাও সত্য যে, প্রতিটি মন্তব্যই লেখককে অনুপ্রেরণা যোগায়, বুদ্ধি দেয়, ভূল সংশোধন করে দেয়; আর এ সব কিছুর সমন্বয়ে লেখকের লেখনি হয়ে ওঠে আরো ধারালো। তাই মন্তব্যও কম গুরুত্বপূর্ণ নয়।
জাযাকাল্লাহ খইর
অনেক ধন্যবাদ,
জাযাকাল্লাহ,
ওজরের মাসআলা নেই
কী আর করা ! !
অনেক ধন্যবাদ,
জাযাকাল্লাহ,
তবে এ কথাও সত্য যে, প্রতিটি মন্তব্যই লেখককে অনুপ্রেরণা যোগায়, বুদ্ধি দেয়, ভূল সংশোধন করে দেয়; আর এ সব কিছুর সমন্বয়ে লেখকের লেখনি হয়ে ওঠে আরো ধারালো। তাই মন্তব্যও কম গুরুত্বপূর্ণ নয়।
জাযাকাল্লাহ খাইর....
আমি সহমত পোষণ করছি। তাছাড়া লেখক এটা প্রত্যাশাও করে।
আপনি খুশী হয়েছেন তো!
দীর্ঘ মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন