Time Out শাস্তি ও পুরস্কারঃ Good Luck যার যেমন ভাবনা Thinking

লিখেছেন লিখেছেন আবু সাইফ ২৫ জুলাই, ২০১৪, ০৭:৩৭:১৩ সন্ধ্যা

Time Out শাস্তি ও পুরস্কারঃ Good Luck যার যেমন ভাবনা Thinking

ভালোকাজের পুরস্কার ও মন্দকাজের শাস্তি ন্যায়বিচারের অনন্য বৈশিষ্ট ! ভালোকাজের মান যত বড়- পুরস্কারও তেমন! আবার মন্দকাজ যত বড়- শাস্তিও তত বড়! যদিও মানুষের দ্বারা এমন ন্যায়বিচার হওয়া অসম্ভব! মহান সৃষ্টিকর্তা তাঁর আপন মর্যাদায় সকল সৃষ্টির জন্য ন্যায়বিচারের নিশ্চয়তা দিয়েছেন! আর চূড়ান্ত ও সুক্ষ্মাতিসুক্ষ্ম নির্ভুল সে বিচার ও পুরস্কার/শাস্তির ব্যাপারটি হবে মৃত্যুপরবর্তী জীবনে!

D'oh

কিন্তু সকল কিছুর স্রষ্টা, নিয়ন্ত্রক ও বিচারক যিনি, তিনি অতি উন্নত কল্যানকর কাজের যথার্থ (ও বেহিসাব অতিরিক্ত) পুরস্কার পরকালের জন্য নির্ধারিত রেখেও দুনিয়াতেই সেসবের খানিকটা দিতে থাকেন- যেন বান্দার ভালোকাজের স্পৃহা ও আকাঙ্খা আরো বেড়ে যায়, অন্যেরা উতসাহিত হয়! Thumbs Up

বিপরীতে অতি বড় মন্দকাজের উপযুক্ত ন্যায়সংগত শাস্তি (একটুও বেশী নয়) পরকালের জন্য নির্ধারিত রেখেও দুনিয়াতেই সেসবের খানিকটা দিতে থাকেন- যেন বান্দার মন্দকাজের স্পৃহা ও আকাঙ্খা অবদমিত হতে সহায়ক হয়, মন্দ থেকে ভালোর দিকে প্রত্যাবর্তনের ইচ্ছে করাটা সহজ হয়! Thinking?

পক্ষান্তরে নির্যাতিতের এবং ভালোমানুষের এ বিশ্বাস আরো বেড়ে যায় যে, চূড়ান্ত ও নির্ভুল ন্যায়বিচার অবশ্যম্ভাবী, পুরস্কার ও শাস্তিও নিশ্চিত এবং এ থেকে নিস্কৃতি অসম্ভব- যদি না সে মহাবিচারকের আদালতে আত্মসমর্পণ করে ক্ষমালাভ না ঘটে! এতে মন্দকারীর জন্য অন্যেরা উতসাহিত হয়! Praying Hurry Up

তবে দুনিয়ায় এ শাস্তি বা পুরস্কারের ব্যাপারটি সবার চোখে একরকম হয়ে ধরা পড়েনা- এটা বুঝতেও জ্ঞান ও বিশ্বাসের চোখ দরকার! Worried

অঢেল সম্পদ ও ক্ষমতার অধিকারী হয়েও যেমন অভুক্ত থাকতে হয় স্বাস্থ্যগত কারণে নিষেধাজ্ঞা থাকায়, আর অশান্তি অনিদ্রায় কেটে যায় সারাটা রাত! সম্পদের নিরাপত্তা ও ভবিষ্যত ভাবতে ভাবতে জীবনের সব সুখ-শান্তি উধাও হয়ে যায়! দৃশ্যতঃ পরম সুখী এ মানুষটির জন্য হয়তোবা পরকালীন কঠিন শাস্তির খানিকটা পাওয়া শুরু হয়ে গেছে! I Don't Want To See

বিপরীতে বাহ্যতঃ দুঃখকষ্টে দিনাতিপাত করা মানুষটি হয়তো তার সতকর্মের পুরস্কারের অংশ হিসেবে দুনিয়াতেই বেহেস্তীসুখ পাওয়া শুরু করেছে এবং বাহ্যিক দুঃখকষ্টগুলো তার জীবনের ভুলত্রুটির কাফফারা হয়ে যাচ্ছে, এতেই তার আনন্দ, এটাও বড় পুরস্কার! পরকালীন যে বিচার ও শাস্তির আশংকায় দুনিয়ার জীবনের শান্তিগুলো নষ্ট হয় তা থেকে মুক্তির উসিলাস্বরূপ পাওয়া এসব দুঃখকষ্টও যেন অন্যরকম মহাপুরস্কার! Bee Good Luck

সুতরাং একথা বলা যায় যে, আমাদের সাধারণ চোখে মানুষের যেসব শাস্তি বা পুরস্কার আমরা দেখি তার প্রকৃত অবস্থা ও মর্যাদা বিপরীত হতে পারে- আল্লাহতায়ালাই ভালো জানেন! Thinking

একটা বিষয় আমার ভাবনাকে খুব বেশী নাড়া দেয় অনেকদিন ধরেই-

আজকের একটা খবরে সেটাই আবার মনে খোঁচা দিলো-

http://www.onbangladesh.org/newsdetail/detail/200/85533

দু-চার লাইন লিখে ফেলাই উত্তম মনে হলো!

আসলেই তিনি সারাটা জীবন এদেশের মানুষের জন্য এবং মুসলিম উম্মাহর জন্য যা করেছেন তাতে তাঁর প্রতিদিন প্রতিক্ষণ একবার করে আল্লাহর জন্য শহীদ হওয়ার মর্যাদাই প্রাপ্য!

পরকালে মর্যাদা কেমন হবে তা আমি কল্পনাও করতে পারিনা, কিন্তু দুনিয়াতেও যে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে তার জন্য হিংসায় জ্বলেপুড়ে মরি- আহ্, আমি বা আমার পরিবারের কারো যদি এমন সৌভাগ্য হতো!

Good Luck Praying

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দায়ী ইলাল্লাহর কাজ করতে থাকা, জনমানুষের সাথে থাকা, রাষ্ট্রীয় মেহমান হিসেবে রাষ্ট্রীয় সেবা-যত্ন-চিকিতসায় থাকা এবং যে কোন সমস্যা/অসুবিধার জন্য রাষ্ট্র ও সরকারকে দায়বদ্ধ রাখা...

Good Luck

-------------

-----------------

ওরা ভাবছে কঠিন শাস্তি দিয়েছি....

Time Out

আমিতো দেখছি-

পূরো জাতিকে বাধ্য করা হয়েছে সেই একজন মানুষের খেদমত করতে- যিনি তাঁর সারাটা জীবন ব্যয় করেছেন এদেরই কল্যানের চিন্তায় ও চে্ষ্টায়...

Chatterbox

------------

-------------

হে প্রিয় নেতা, শুধুমাত্র আল্লাহর জন্যই আমি আপনাকে ভালোবাসি, আপনার সৌভাগ্যে আমি ঈর্ষান্বিত! ইনশাআল্লাহতায়ালা আপনার জন্য মহাসম্মান ও মহাপুরস্কার অপেক্ষমান!

Good Luck

সেদিন কি তাদের কথা আপনার মনে পড়বেনা- যে পরিবারের একজন অতিসাধারণ গৃহিনীও অত্যন্ত আগ্রহভরে আপনাকে মেহমানদারী করার সুযোগ দাবী করেছিল এবং তার সন্তানদের নিয়োযিত রেখেছিল আপনার খেদমতে!!??

দুনিয়াজুড়ে এমন কতশত গৃহিনী এ তাদের পরিবার শুধুমাত্র আল্লাহর জন্যই আপনাকে ভালোবাসে এবং দোয়া করে!

ধন্য আপনার জীবন- Praying Praying Good Luck

গৌরবান্বিত হোক মরণও - যখন তা এসে যাবে Praying Good Luck

http://www.onbangladesh.org/newsdetail/detail/200/85533

25 Jul, 2014 >> সংবাদ >> রাজনীতি >> নিয়মিত রোজা রাখছেন গোলাম আযম

বিষয়: বিবিধ

১১১০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248131
২৫ জুলাই ২০১৪ রাত ০৮:০৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাহ চমত্কার চিন্তা ,,সত্যি ভাইয়া ওরা ভাবছে কষ্ট দিচ্ছে আসলে খেদমত করতেছে এই সিপাহ্সালারের। দেশের জন্য ইসলামের জন্য উনি যা করেছেন তার জন্য জাতি হিসেবে খেদমত জরুরি ছিল আর এখন তা হচ্ছে।
২৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
193268
আবু সাইফ লিখেছেন : শুকরিয়া.. জাযাকাল্লাহ..

আমার তো খুশীই লাগে-
কিন্তু মানুষে ভুল বুঝার আশংকায় বলতে পারিনা

দোয়া চাই/করি Praying
248142
২৫ জুলাই ২০১৪ রাত ০৮:৪৯
ইবনে হাসেম লিখেছেন : আমি একজন আদনা কর্মী হয়েও তাঁর যে সান্নিধ্য পেয়েছি, তার জন্য নিজেকে অনেক অনেক সৌভাগ্যবান মনে করছি। আল্লাহর কাছে তাঁর আশু মুক্তি কামনা করছি।
২৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:০১
193269
আবু সাইফ লিখেছেন : শুকরিয়া.. জাযাকাল্লাহ..
যিনি একবার তাঁর সান্নিধ্য পেয়েছেন তিনি কখনৈ ভুলবেননা
আপনার ওোয়াতে "আমীন"

আগাম ঈদ মোবারক....
দোয়া চাই/করি Praying
248151
২৫ জুলাই ২০১৪ রাত ০৯:২১
সন্ধাতারা লিখেছেন : Jajakallah. for giving very valuable things to learn. Ramjanul mubarak
২৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:০১
193270
আবু সাইফ লিখেছেন : শুকরিয়া.. জাযাকুমুল্লাহ..

আগাম ঈদ মোবারক....
দোয়া চাই/করি Praying
248224
২৬ জুলাই ২০১৪ রাত ০১:২৩
নিশা৩ লিখেছেন : ভাইয়া আপনার অন্তদৃষ্টি মনে নাড়া দিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে এই নেতাদের মত দৃঢ় ঈমান চাই।
২৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
193271
আবু সাইফ লিখেছেন : শুকরিয়া.. জাযাকাল্লাহ..
আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান-
যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায় জীবনের গান..


আগাম ঈদ মোবারক....
দোয়া চাই/করি Praying
248236
২৬ জুলাই ২০১৪ রাত ০২:১৯
আফরা লিখেছেন : আপনার পর্যালোচনা অনেক ভাল লাগল ।
২৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
193272
আবু সাইফ লিখেছেন : শুকরিয়া.. জাযাকিল্লাহ..

আগাম ঈদ মোবারক....
দোয়া চাই/করি Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File