ব্লগার-পাঠকবৃন্দের মনোকষ্ট এবং মডারেশনের সাহস ও সচেতনতা
লিখেছেন লিখেছেন আবু সাইফ ০৩ জুলাই, ২০১৪, ০৪:৪৬:১৮ রাত
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ....
সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা ও দোয়া..
ব্যঙ্গাত্মক ও আক্রমণাত্মক মন্তব্য ও পোস্ট দিয়ে তিনি ["খেলাঘর বাধঁতে এসেছি"] এ ব্লগে বিখ্যাত(কুখ্যাত) হতে পেরেছেন বটে!
তাঁর উতপাতে মনে যত কষ্টই হোক, উপেক্ষা করার নীতিতে চলতে বাধ্য হয়েছেন সচেতন রুচিশীল ব্লগার-পাঠবৃন্দ
কারণ অসংখ্য নালিশ করেও এ মনোকষ্ট থেকে কোন সুরক্ষা মেলেনি! m/
কিন্তু আজ মনে একটু সান্ত্বনা পেলাম!
যদিও ইতিমধ্যে “৬৬ বার পঠিত | ৩ টি মন্তব্য” হয়ে গেছে!!
তাই আজকের এ ব্যবস্থায় মডারেশনের সাহস ও সচেতনতার জন্য মোবারকবাদ জানানো কর্তব্য মনে করেই এ লেখা!
মডারেশনের সচেতন নৈতিক অবস্থান এবং সাহস নিঃসন্দেহে সচেতন রুচিশীল ব্লগার-পাঠকদের অকুণ্ঠ সমর্থন পাবে!
কাজেই যথাযথ কর্তব্যপালনে অকুণ্ঠ ও সাহসী থাকাটাই উত্তম!!
এ ব্লগ ও মডারেশন টীম এবং ব্লগার-পাঠকদের সার্বিক কল্যান, উন্নতি ও সুরক্ষার জন্য আল্লাহতায়ালার দরবারে বিনীত আবেদন করছি (আমীন)
বিষয়: বিবিধ
১২৭০ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Click this link
এদরেকে এভাবেই ্ইড়য়ে যাওয়া উচিত।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন