Good Luck** স্বপ্নের রাজপথে পথে আরো এক মিছিল ** Good Luck

লিখেছেন লিখেছেন আবু সাইফ ১৬ জুন, ২০১৪, ০৭:৫৫:১৩ সন্ধ্যা

Good Luck** স্বপ্নের রাজপথে পথে আরো এক মিছিল ** Good Luck

আলহামদুলিল্লাহ.... Winking)

একটি স্বপ্ন দেখে আসছি অ-নে-ক দিন ধরে! Waiting

কাছের মানুষদের সাথে কত কথা কত আলোচনা, কিন্তু পথ যেন এগোয়না কিছুতেই! At Wits' End

নিজের সময়গুলোও যেন চরম বৈরিতায় মত্ত, Give Up

আর প্রতিবেশও যেন আমাকে ব্যস্ত রাখার সংগ্রামে মরিয়া হচ্ছে দিন দিন! ^Happy^

নাহ, আল্লাহতায়ালা কোন সদিচ্ছা কোন সুন্দর স্বপ্নই বিফলে যেতে দেননা- কোন না কোন উপায়ে তা একদিন বাস্তবতার দেখা পেয়ে যায়- Thinking

হয়তো তার অনেক স্বপ্নদ্রষ্টার অনেকেই থাকেন অজ্ঞাতবাসে বা ওপারে!

যাঁরা এ মিছিলে আছেন এবং আগামীতে সামিল হবেন- আর যাঁরা ইচ্ছে থাকা সত্বেও বাস্তব কারণে পেরে উঠবেন না, তাঁদের সবার জন্য আহ্বান- Happy]

আমরা যেন নেক-নিয়্যতের দিক থেকে অগ্রগামী ও মুখলিস থাকি, আর প্রচেষ্টা ও অগ্রগতির জন্য নিজের সামর্থের সবটুকু ঢেলে দিয়ে আল্লাহতায়ালার সাহায্য চাইতে কার্পণ্য না করি! I Don't Want To See

আল্লাহতায়ালার রহমতের ভান্ডার অসীম, আমাদের প্রত্যাশা ও প্রার্থনার সবকিছু দিলেও কিছুই কমবেনা-

আমাদের সব চাওয়া সব স্বপ্ন পূরণের সব উপকরণ একত্রিত করে দেয়াটাও তাঁর জন্য "কুন- ফা ইয়াকুন"এর ব্যাপার! Praying

আমাদের প্রত্যয় একটাই-

সত্যের পথে মোরা চলবো......

নিকষ কালিমাঘেরা আঁধারে

ধ্রুবজ্যোতি তারা হয়ে জ্বলবো-

Good Luck

[ Thinking? কৈফিয়ত:

ব্লগ থেকে হারিয়ে যেতে বসেছি প্রায়- না পোস্ট দিতে পারি, আর না মন্তব্য করতে! পোস্টগুলোতে একটু করে চোখ বুলানোর সময় করাও যেন দিনদিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে!

অসংখ্য নতুন মুখ রং-বেরঙের পোস্ট আর মন্তব্য নিয়ে টুমরোব্লগ মাতিয়ে রাখছে, দাপিয়ে বেড়াচ্ছে সবার ব্লগ-আঙ্গিনা- Rose Rose

সবাই আমার চোখে চোখে থাকলেও পরিচিত হতে না পারার কষ্ট তো আমার রয়েই গেছে! Crying

তবুও লিস্টে আমার নামটা রাখা হয়েছে চোখে পড়তেই চোখ ভিজে গেল- অন্তরটা কেঁপে উঠলো... আমার কাছে অন্যদের প্রত্যাশার নজর কত উপরে!

তা না হলে কি এখানে নামটা আসতো?? Thinking

অথচ আমি কী-ইবা দিতে/করতে পারছি! কী জবাব দেবো সেদিন!!!

At Wits' End D'oh

শতব্যস্ততা ও প্রতিকুলতা মাড়িয়ে যাঁরা এ মিছিলে উচ্চকন্ঠ অদম্য রয়েছেন তাঁদের সবার জন্য মহান রবের দরবারে সন্তুষ্টি ও বিশেষ পুরস্কারের দরখাস্ত করছি- Praying

আর এ অধমের অক্ষমতা ও ওজর সত্বেও তাঁদের প্রতি অকৃত্রিম ভালোবাসার মূল্যে তাঁদের দোয়াভিক্ষা করছি! Big Hug Rose

বিষয়: বিবিধ

১০৬৯ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235811
১৭ জুন ২০১৪ বিকাল ০৪:২৪
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার স্বপ্ন বাস্তবায়িত হোক। মাহে রমজানের রাহমতে কল্যাণে ভরে যাক সব সে প্রতীক্ষায় থাকলাম।
২০ জুন ২০১৪ দুপুর ০২:১৮
183289
আবু সাইফ লিখেছেন : আমীন Praying

জাযাকাল্লাহGood Luck
235829
১৭ জুন ২০১৪ বিকাল ০৫:১৬
জোনাকি লিখেছেন : হুম!ব্যস্ততা একটু কমুক যেন মনের আর্জি পূরণ করতে পারেন। Praying
২০ জুন ২০১৪ দুপুর ০২:২০
183291
আবু সাইফ লিখেছেন : জোনাকীর আলো
লাগে খুব ভালো

একটাও মিস করিনা...

আপনারাই আগামীর রবি Praying Praying
২১ জুন ২০১৪ রাত ১২:১৭
183542
জোনাকি লিখেছেন : শুনে ধন্য হলুম।Happy
236303
১৮ জুন ২০১৪ রাত ০৮:১৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার স্বপ্ন বাস্তবায়িত হোক আমিন।
২০ জুন ২০১৪ দুপুর ০২:২২
183294
আবু সাইফ লিখেছেন : আপনার লেখায় অন্যরকম স্বাদ পাই

খাস করে দোয়া করুন তো-
যেন সময়ের টানাটানিটা কাটিয়ে উঠতে পারি

আল্লাহতায়ালা আপনার সবকিছুতা বারাকাহ দিন (আমীন)Praying
237773
২৩ জুন ২০১৪ সকাল ০৫:৫৯
ইবনে হাসেম লিখেছেন : আবু সাইফ ভাইকে আল্লাহ তাঁর সময়ের সর্বোত্তম ব্যবহারে তৌফিক দিন, আমিন। আমার জন্যও অনুরূপ দোয়া কামনা করছি।
২৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
184544
আবু সাইফ লিখেছেন : আমীন.... ছুম্মা আমীন..

Big Hug অনেকদিন পর সাক্ষাত, তাইনা Winking)

247255
২২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:১১
বুড়া মিয়া লিখেছেন : আপনি-যে ব্লগীয় আপনজন সেটা জানা গেলো
২৪ জুলাই ২০১৪ বিকাল ০৪:৫৮
192461
আবু সাইফ লিখেছেন : আপনি-ও তো !Happy Big Hug Rose Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File