** স্বপ্নের রাজপথে পথে আরো এক মিছিল **
লিখেছেন লিখেছেন আবু সাইফ ১৬ জুন, ২০১৪, ০৭:৫৫:১৩ সন্ধ্যা
** স্বপ্নের রাজপথে পথে আরো এক মিছিল **
আলহামদুলিল্লাহ.... )
একটি স্বপ্ন দেখে আসছি অ-নে-ক দিন ধরে!
কাছের মানুষদের সাথে কত কথা কত আলোচনা, কিন্তু পথ যেন এগোয়না কিছুতেই!
নিজের সময়গুলোও যেন চরম বৈরিতায় মত্ত,
আর প্রতিবেশও যেন আমাকে ব্যস্ত রাখার সংগ্রামে মরিয়া হচ্ছে দিন দিন! ^^
নাহ, আল্লাহতায়ালা কোন সদিচ্ছা কোন সুন্দর স্বপ্নই বিফলে যেতে দেননা- কোন না কোন উপায়ে তা একদিন বাস্তবতার দেখা পেয়ে যায়-
হয়তো তার অনেক স্বপ্নদ্রষ্টার অনেকেই থাকেন অজ্ঞাতবাসে বা ওপারে!
যাঁরা এ মিছিলে আছেন এবং আগামীতে সামিল হবেন- আর যাঁরা ইচ্ছে থাকা সত্বেও বাস্তব কারণে পেরে উঠবেন না, তাঁদের সবার জন্য আহ্বান- ]
আমরা যেন নেক-নিয়্যতের দিক থেকে অগ্রগামী ও মুখলিস থাকি, আর প্রচেষ্টা ও অগ্রগতির জন্য নিজের সামর্থের সবটুকু ঢেলে দিয়ে আল্লাহতায়ালার সাহায্য চাইতে কার্পণ্য না করি!
আল্লাহতায়ালার রহমতের ভান্ডার অসীম, আমাদের প্রত্যাশা ও প্রার্থনার সবকিছু দিলেও কিছুই কমবেনা-
আমাদের সব চাওয়া সব স্বপ্ন পূরণের সব উপকরণ একত্রিত করে দেয়াটাও তাঁর জন্য "কুন- ফা ইয়াকুন"এর ব্যাপার!
আমাদের প্রত্যয় একটাই-
সত্যের পথে মোরা চলবো......
নিকষ কালিমাঘেরা আঁধারে
ধ্রুবজ্যোতি তারা হয়ে জ্বলবো-
[ ? কৈফিয়ত:
ব্লগ থেকে হারিয়ে যেতে বসেছি প্রায়- না পোস্ট দিতে পারি, আর না মন্তব্য করতে! পোস্টগুলোতে একটু করে চোখ বুলানোর সময় করাও যেন দিনদিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে!
অসংখ্য নতুন মুখ রং-বেরঙের পোস্ট আর মন্তব্য নিয়ে টুমরোব্লগ মাতিয়ে রাখছে, দাপিয়ে বেড়াচ্ছে সবার ব্লগ-আঙ্গিনা-
সবাই আমার চোখে চোখে থাকলেও পরিচিত হতে না পারার কষ্ট তো আমার রয়েই গেছে!
তবুও লিস্টে আমার নামটা রাখা হয়েছে চোখে পড়তেই চোখ ভিজে গেল- অন্তরটা কেঁপে উঠলো... আমার কাছে অন্যদের প্রত্যাশার নজর কত উপরে!
তা না হলে কি এখানে নামটা আসতো??
অথচ আমি কী-ইবা দিতে/করতে পারছি! কী জবাব দেবো সেদিন!!!
শতব্যস্ততা ও প্রতিকুলতা মাড়িয়ে যাঁরা এ মিছিলে উচ্চকন্ঠ অদম্য রয়েছেন তাঁদের সবার জন্য মহান রবের দরবারে সন্তুষ্টি ও বিশেষ পুরস্কারের দরখাস্ত করছি-
আর এ অধমের অক্ষমতা ও ওজর সত্বেও তাঁদের প্রতি অকৃত্রিম ভালোবাসার মূল্যে তাঁদের দোয়াভিক্ষা করছি!
বিষয়: বিবিধ
১০৬৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহ
লাগে খুব ভালো
একটাও মিস করিনা...
আপনারাই আগামীর রবি
খাস করে দোয়া করুন তো-
যেন সময়ের টানাটানিটা কাটিয়ে উঠতে পারি
আল্লাহতায়ালা আপনার সবকিছুতা বারাকাহ দিন (আমীন)
অনেকদিন পর সাক্ষাত, তাইনা )
মন্তব্য করতে লগইন করুন