Chatterbox At Wits' End "প্রোষিতভর্তৃকা" ও "প্রোষিতপত্নীক" At Wits' End Chatterboxএটি একটি আন্তঃরাষ্ট্রীয় সমস্যা! Chatterbox At Wits' End

লিখেছেন লিখেছেন আবু সাইফ ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:১৫:২৮ দুপুর

ফাতিমা মারিয়াম আপুর পোস্টে আমার মন্তব্যটি সবার নজরে আনার জন্য পোস্ট আকারে দিলাম



Chatterbox At Wits' End "প্রোষিতভর্তৃকা" ও "প্রোষিতপত্নীক" At Wits' End Chatterboxএটি একটি আন্তঃরাষ্ট্রীয় সমস্যা! Chatterbox At Wits' End


প্রবাসীরা ইচ্ছে করলেও স্ত্রীকে নিয়ে যেতে পারেননা, আইনের বাধা!

আবার দেশে এসে সংসার করবেন- সেটা দুঃসাধ্য এজন্য যে, সংসার নির্বাহ করা অসম্ভব হয়ে পড়বে!

কষ্ট তো উভয়েরই- কিন্তু রুজি-রোজগারের প্রয়োজনে এটা করতে বাধ্য হন!

যদি প্রবাসীদের চাকুরিবিধি ও ছুটির শর্তগুলো উভয় দেশের সরকার সেভাবে নির্ধারণ করতো তবে এ সমস্যার সমাধান সহজ হতো!

ছয়মাসে একমাস বাধ্যতামূলক ছুটি- তাহলে এ সমস্যার সমাধান ৯০% হয়ে যেতো মনে করি!

অসংখ্য সুহৃদ ও আত্মীয়ের সাথে আলাপের বিশ্লেষণ ও আমার বাস্তব অভিজ্ঞতায় "প্রোষিতভর্তৃকা" ও "প্রোষিতপত্নীক" উভয় পক্ষেরই সমস্যা ও কষ্ট তাঁরা সহ্য করে যান নিরুপায় হয়ে, বিকল্প সহজতর উপায় না থাকায়!

সুতরাং এ সমস্যার সমাধান ব্যক্তি বা সামাজিক উদ্যোগে সম্ভব নয়- যতক্ষণ আন্তঃরাষ্ট্রীয় সমঝোতা ও চুক্তিতে এটিকে বিবেচনায় না আনা হয়!

মানবাধিকার প্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে উদ্যোগ নিতে পারে! (যদিও তাদের কারো কারো নীতি/আচরণের কারণে ঐ শব্দটা উচ্চারণেও ঘৃণা জাগে আমার)

বিষয়: বিবিধ

১৭০১ বার পঠিত, ৫০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

177329
১৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৯
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এ নিয়ে আমার কিছু বক্তব্য।

১। প্রবাসীরা এ দেশের অর্থনীতির অক্সিজেন। একজন প্রবাসী নিজে অনেক বঞ্চনার শিকার হয়েও তার পরিবারে যে অবদান রেখে চলেন সেটা অনস্বীকার্য। প্রবাসীর অবদানকে মাথায় রেখে প্রবাসীর পরিবারের সদস্যরা যদি তার স্ত্রীকে একটু মমতা দিয়ে আগলে রাখেন, পরিবারে ইসলামচর্চার সুন্দর পরিবেশ বজায় রাখেন তাহলে এসব অনাকাঙ্খিত দূর্ঘটনা রোধ করা সম্ভব।

২। শখ করে মানুষ ভ্রমণ করে। কিন্তু শখ করে প্রবাসী হয়না কেউ। অনেক অবস্থাসম্পন্ন ও সম্ভ্রান্ত ঘরের লোককেও প্রবাসী হতে দেখেছি। কপালের লিখন না যায় খন্ডন।

৩। প্রবাসী নন কিন্তু সীমিত আয়ের অনেক চাকরিজীবি আছেন যাদের পক্ষে স্ত্রীকে কাছে রাখার সঙ্গতি নেই। এরা অনেকেই হয়তো মাসশেষে এক/দুই দিন স্ত্রীর সান্নিধ্য পেয়ে থাকেন। গড়পড়তা তিরিশ বছরের বিবাহিত জীবনে একজন প্রবাসীর চেয়েও কম স্ত্রীর সান্নিধ্য পান তারা।
৪। একজন প্রবাসী বছর শেষে বা দু/একবছর শেষে ৩০/৪০/৬০ দিনের ছুটি নিয়ে দেশে আসেন। তখন যতটা স্বাধীনভাবে মুক্তভাবে স্ত্রী/সন্তান/স্বজনদের সান্নিধ্য পেয়ে সারাটা দিন উপভোগ করেন সেটা যারা আমরা দেশে আছি তাদের পক্ষে সম্ভব নয় এ ব্যস্ততাময় জীবনে।
শেষ কবে টানা এক সপ্তাহের ছুটি পেয়েছি ভুলেই গিয়েছি।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৮
130467
আবু সাইফ লিখেছেন : বাস্তব অভিজ্ঞতার আলোকে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ!
আপনার সাথে ১০০%++ একমত!

দেশে কর্মজীবি স্বামী/স্ত্রী ৩০বছরের হিসাব টানলে যোগফল প্রবাসীদের চেয়ে বেশী হবার সম্ভাবনা খুবই কম!

কিন্তু আসল ব্যাপারটা অন্যখানে!

একটানা দূরে থাকা আর কাছে থেকেও সময় দিতে না পারার একটি মৌলিক পার্থক্য রয়েছে- ঠিক যে বিষয়টি ফাতিমা আপু তুলে ধরতে চেয়েছেন!

তাই সপ্তাহ/মাসে এক/দুবারের কয়েকঘন্টার সান্নিধ্যও দীর্ঘ সপ্তাহ/মাসের অনুপস্থিতিকে জিরোপয়েন্টে নামিয়ে আনে!

কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে সেটা সম্ভব নয়!

আশা করি সমস্যার মূল জায়গাটা ধরতে পেরেছেন!

177335
১৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৭
আহমদ মুসা লিখেছেন : সাঈদ ভাই আপনার মন্তব্যটি আমি পড়েছি। আপনার মত সহজ ভাষায় অল্প কথায় অধিক ভাব প্রকাশের দক্ষতা আমার না থাকার কারণে আমার মন্তব্য দু’টো বেশ লম্বা হয়ে গেছে। তার পরেও আমার মনের কথাগুলো সাজিয়ে গুচিয়ে লিখতে পারলাম না। সব কথাও প্রকাশ করা সম্ভব হলো না মন্তব্যের মাধ্যমে। আপনার মন্তব্য থেকেও বেশ কিছু নতুন পয়েন্ট জানতে পারলাম। হয়তো আমি এ ব্যাপারে পোস্ট করলে আমার কাছে রেফারেন্স হিসেবে কাজে আসতে পারে।
আপনাকে ধন্যবাদ।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৬
130469
আবু সাইফ লিখেছেন : "আবু সাইফ" এর ব্লগবাড়িতে সুন্দর উপহার হাতে শুভাগমনের জন্য ধন্যবাদ, আহলান-সাহলান... Rose Rose Big Hug

আমার বিশ্বাস আপনি খুব সুন্দর ও বিস্তৃতভাবে লিখতা পারেন- বারাকাল্লাহ ফীক.Praying Praying

অপেক্ষায় থাকলাম..
১৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৮
130474
আহমদ মুসা লিখেছেন : আমি দুঃখিত আপনার নামের পরিবর্তে অন্য ব্লগারের নাম লিখে ফেলেছি। “সাঈদ” নামে জাপান প্রবাসী একজন ব্লগাও আছেন। তিনিও খুব সুন্দর লিখেন। আমি ভুলক্রমে ওনার নামই লিখে ফেলেছি। স্যরি ভাই....
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৯
130625
সজল আহমেদ লিখেছেন : মূসা ভাই দি গ্রেট।
177357
১৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৭
হতভাগা লিখেছেন : "প্রোষিতপত্নীক"

০ ইসলামী আইনে একজন স্ত্রীর তার স্বামীর সংসারে আগে , না কি বিদেশে চাকরি করা আগে ?

একজন স্ত্রী যদি বিদেশে চাকরি করে তাহলে সে তার স্বামীর চাহিদা কিভাবে পূরণ করবে ?

বিয়ের ফলে একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে একমাত্র সেক্স ছাড়া আর কিছুই পাওয়ার নেই ।

কিন্তু স্ত্রীর একজন স্বামীর কাছ থেকে তার প্রয়োজনীয় সব কিছুই পায় । বিদেশে যাবার ফলে হয়ত ফিজিক্যালি না পাবার ফলে সেক্স পায় না । কিন্তু বাকি সব গুলো তে সে পায় । প্রবাসী স্বামী তার একমাত্র পাওয়া সেক্সটাকে বিসর্জন দিয়ে ঠিকই সে দেশে তার স্ত্রীর জন্য আর বাকি সব ব্যবস্থা করে চলেছে ।

"প্রোষিতভর্তৃকা" ও "প্রোষিতপত্নীক" এসব বলে কি লাভ আছে ?

সরকারি চাকুরীতেই তো এরকম ব হু উদারহরণ আছে । স্বামী- স্ত্রী উভয়েরই পোস্টিং ভিন্ন জায়গায় হলে এরকম সমস্যাই হয়ে যায় ।

চাকরি করতে গেলে তো এরকম সমস্যায় পড়তে হবেই । সবার সুবিধা মত যদি সব কিছু করতে যায় কোম্পানী তাহলে তো কোম্পানী মাঠে মারা যাবে ।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৬
130502
আবু সাইফ লিখেছেন : সুন্দর মন্তব্যের উপহার হাতে শুভাগমনের জন্য ধন্যবাদ, আহলান-সাহলান... Rose Rose Big Hug

আসল বিষয়টি হচ্ছে সমস্যার আলোচনা- যেন সমাধানের উপায় খুঁজে বের করা যায়, কমপক্ষে সমস্যার মাত্রাটা কমিয়ে আনা যায়!

বাস্তবতার অনেক কারণ্ই আমাদের অনেকের জানা আছে! তার মাঝেই সমাধান খুঁজতে চেষ্টা করা!

আর কষ্টভুগী মানুষগুলোকে একটু সহমরমিতা জানানো!!

উদাহরণ আর কোম্পানীস্বার্থের চেয়েও অনেক গুরুত্বপূর্ণ মানুষের অধিকার ও কর্তব্য! তাই সমস্যার সমাধান অসম্ভব নয়- চাই শুধু সদিচ্ছা!
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
130548
শেখের পোলা লিখেছেন : চাকরী ঘরে থেকে বউ ছেলে মেয়ে নিয়েও করা যায়, তবে ১০০% হয়ত হবেনা৷ চেষ্টা করলে মনেহয় তাও সম্ভব৷ ৫০ বছর আগের কথা চিন্তা করেন৷ বলবেন তখন লোক সংখ্যা কম ছিল, সম্পদ বেশী ছিল৷ আমি বলব, লোকসংখ্যা বেশী হয়েছে সম্পদও বেশী হয়েছে,প্রযুক্তি উন্নত হয়েছে৷ কয়জন মালয়েশিয়ান, সিঙ্গাপুরী প্রবাসে আমাদের মত চাকর খাটতে যায়? শাসন ব্যবস্থা নিয়মানুযায়ী,কল্যানমূখী হলেই একে কমিয়ে আনা সম্ভব বলে আমি মনে করি৷ ইসলামের আইনে একটানা চার মাসের বেশী পৃথক থাকা দোষনীয়৷ কিন্ত আমাদের বাধ্য করা হয়েছে পৃথক থাকতে৷
177364
১৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : যৌক্তিক কিছু পয়েন্ট তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ। ৬ মাসে বা বছরে একবার ছুটি পেলে সমস্যার সমাধান অনেকটাই সম্ভব।

১) এ ব্যাপারে সরকারী উদ্যেগ একান্তভাবে কাম্য।

২) পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলো সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারে।

৩)এছাড়াও আমার মনে হয় প্রবাসীগণও
যথাযথ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকারের কাছে দাবী পেশ করতে পারে।

৪) যেহেতু বাংলাদেশের অর্থনীতির ওপর রেমিটেন্সের একটা বিরাট প্রভাব রয়েছে তাই উর্ধ্বতন মহলে এই বিষয়কে আমলে নেয়ার জন্য প্রবাসীগণ যোগাযোগ করতে পারেন।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩০
130504
আবু সাইফ লিখেছেন : জাযাকিল্লাহ..
পয়েন্ট আকারে তুলে ধরেছেন সুন্দরভাবে!

প্রবাসী এবং সংশ্লিষ্টদের চিন্তা-ভাবনা ও প্রচেষ্টার অগ্রাধিকার তালিকায় এটা যোগ করা উচিত!
177370
১৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৪
সিকদারর লিখেছেন : গরিবের অনেক সমস্যার যেমন কোন সমাধান থাকে না। "প্রোষিতভর্তৃকা" ও "প্রোষিতপত্নীক" এর সমাধান ছোটখাট চিন্তা-ভাবনা দিয়ে সমাধান করা সম্ভব না। এটি একটি বিশাল সমস্যা যদিও এর বিশালতা ভুক্তভোগী ছাড়া কারো পক্ষে অনুধাবন করা সম্ভব না।
আমি মনে করি এটার একমাত্র সমাধান সম্ভব দেশকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা আর দেশকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে হলে ইসলামীক শাসন কায়েম করতে হবে । তাই বলব এর একমাত্র সমাধান হল কোরআনের শাসন কায়েম করা।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৩
130505
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ সিকদার ভাই। (আচ্ছা পরের 'র' কি ভুলকৃত না ইচ্ছাকৃতHappy )
১৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৪
130506
আবু সাইফ লিখেছেন : সুন্দর মন্তব্যের উপহার হাতে শুভাগমনের জন্য ধন্যবাদ, আহলান-সাহলান... Rose Rose Big Hug

আপনার মন্তব্যের সাথে একমত হয়ে যোগ করতে চাই-
দেশে ইসলামীক শাসন কায়েম হলেও "আন্তঃরাষ্ট্রীয় চুক্তি" ছাড়া এর সমাধান সম্ভব নয়! কারণ এক দেশের ইচ্ছেতেই এর সমাধান অসম্ভব!!
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
130546
সিকদারর লিখেছেন : দেশে ইসলামীক শাসন কায়েম হলেও "আন্তঃরাষ্ট্রীয় চুক্তি" ছাড়া এর সমাধান সম্ভব নয়! কারণ এক দেশের ইচ্ছেতেই এর সমাধান অসম্ভব!
সহমত।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
130550
সিকদারর লিখেছেন : না ইছ্ছাকৃত নয়। "সিকদার" নিক নেমে আইডি খুলতে পারছিলাম না তাই বাড়তি একটা "র" লাগাতে হয়েছে। তারপর হয়ে গেলাম "সিকদারর"Crying Crying Crying Crying Crying
177387
১৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪০
বেআক্কেল লিখেছেন : সেই জন্যই তো প্রবাসীদের বলি, রশি ছিড়তে চায় এমন কোন নারীকে যেন বিয়েই না করে। বিয়ে যদি করতেই হয়, তাহলে সন্তানাদি সহ অভিজ্ঞ কোন মহিলাকেই যেন বিয়ে করে-----
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫১
130945
আবু সাইফ লিখেছেন : কে বলে আপনি বেআক্কেল???Tongue

আপনার প্রস্তাব মেনে নিয়ে অবিবাহিতরা এক লাফে জীবনটাকে একযুগ এগিয়ে নিতে পারে!!Rolling on the Floor Rolling on the Floor

177400
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ভালো লিখেছেন ধন্যবাদ
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫২
130946
আবু সাইফ লিখেছেন : জাযাকাল্লাহ.. ধন্যবাদ, আহলান-সাহলান...
177414
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
আলোর আভা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ ।
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৩
130947
আবু সাইফ লিখেছেন : ধন্যবাদ, জাযাকিল্লাহ..

ভালো আছেন তো!
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৬
131240
আলোর আভা লিখেছেন : আলহামদুল্লিলাহ !ভাল আছি ভাইজান ।
177425
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনার প্রস্তাবনা বেশ সুন্দর, তবে আয় বৈষম্য দুরীভূত না হলে এ সমস্যা সমস্যাই রয়ে যাবে হয়ত।
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৫
130948
আবু সাইফ লিখেছেন : ধন্যবাদ, জাযাকাল্লাহ..

আরো ছোটখাটো অনেক কিছুই থাকবে, এ সমস্যা সম্পূর্ণ দূর হবার নয়, যতটা কমানো যায়- এই আর কি!!

ভালো আছেন তো!
১০
177444
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ ।
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৬
130949
আবু সাইফ লিখেছেন : ধন্যবাদ, জাযাকাল্লাহ..

প্যারিসের সবাই ভালো আছেন তো!
১১
177509
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : মানবাধিকার প্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে উদ্যোগ নিতে পারে! (যদিও তাদের কারো কারো নীতি/আচরণের কারণে ঐ শব্দটা উচ্চারণেও ঘৃণা জাগে আমার)
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৭
130950
আবু সাইফ লিখেছেন : তবে সবাই একরকম নয়!

ধন্যবাদ, জাযাকাল্লাহ..

ভালো থাকুন!
১২
177519
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৮
আওণ রাহ'বার লিখেছেন : ভাইয়া শিরোনামে এত কঠিন শব্দ দেখে ভয় পেয়ে গেছি Time Out Time Out Time Out
আমার দুধদাঁত ভেঙেগেলে আপনাকে জরিমানা দিতে হবে Time Out Time Out Time Out Time Out
১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২২
130957
আবু সাইফ লিখেছেন : ভয় পেলে রাহবার-
কি উপায় কাফেলার?? :Thinking

আমি কিন্তু হাতুড়িকে মোটাও ভয় পাইনা!;Winking Winking)

দুধেদাঁত ভেঙে গেলে তো ভালই- নতুন দাঁত গজাবেWinking)

আর জরিমানা যদি দিতেই হয়-MOney Eyes Worried
সেটা দিবেন ফাতিমা মারিয়াম আপু আর ডঃ সালেহ মতিন ভাই, উনারাই শব্দগুলো সাপ্লাই দিয়েছেন (আমি তো প্রায় ভুলেই গেছিলাম)

Good Luck Good Luck Praying Praying
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৪
133113
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :
ভয় পেলে রাহবার-
কি উপায় কাফেলার??
১৩
177566
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ সুন্দরপোষ্টটির জন্য।
এই বিষয়ে রাষ্ট্রিয় এবং সামাজিক উভয় ধরনের উদ্যোগ নেয়া উচিত। অনেক সময় প্রবাসিরা অতিরিক্ত আয় এর লোভে এবং বিমান ভাড়া বাচানর জন্য দেশে আসেননা সুযোগ পেয়েও। এই ধরনের বিষয়গুলিও খেয়ার করতে হবে।
১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৪
130958
আবু সাইফ লিখেছেন : প্রত্যেকেরই পারিবারিক ব্যাপারগুলো ভিন্ন ভিন্ন- কারোটা কারো সাথে মিলবেনা, তাই এক ওষুধে সব রোগ সারবে না!!

ধন্যবাদ, জাযাকাল্লাহ..

ভালো থাকুন!
১৪
177648
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:৪০
বৃত্তের বাইরে লিখেছেন : আমাদের দেশে এখনো গ্রামে প্রবাসী বর দের কদর অনেক। ছেলে বিদেশ থাকলেই হল পড়াশুনা কম হোক আপত্তি নেই এমন অনেক পরিবারেই আছে। পুরা পরিবার যখন ঐ ছেলেটির আয় রোজগারের উপর নির্ভরশীল হয়ে পড়ে তখন স্বাভাবিকভাবেই তার নিজের জীবন বলে কিছু থাকেনা। পরিবারের সমস্ত ব্যয়ভার একা সামলাতে গিয়ে দেশে আসতে পারেনা। বউ,ছেলেমেয়ের জন্য যে স্বামী/বাবার দরকার আছে এটা অন্যরা বুঝতে চায়না। অনেকের ধারনা স্বামীর পাঠানো টাকায় স্ত্রীরা ফুর্তি করে বেড়াচ্ছে সমস্যা কি! কিন্তু আসলেই কি ওরা ভাল আছে! আমাদের সমাজ শায়লাদের একা থাকার জন্য কতটুকু নিরাপদ! সামাজিক নিন্দা থেকে গাঁ বাঁচিয়ে চলতে প্রতিনিয়ত নিজেদের বিসর্জন দেয়। কোন দুর্ঘটনা ঘটলে আমরা মাঝখানে ইসলামকে টেনে নিয়ে আসি। ইসলাম সন্ন্যাস জীবন পালনের কথা বলেনি। স্বামীদের কষ্ট এক রকম, স্ত্রীদেরটা অন্যরকম। ভাইরা যারা দেশের বাইরে থেকে সর্বদা দেশের জন্য কাজ করে যাচ্ছেন তাদের জন্য সরকারের আরো অনেক বেশী মনোযোগী হওয়া প্রয়োজন। পাশাপাশি তাদের পরিবারের লোকজনের ওই ভাইটির উপর নির্ভরতা কমানো উচিত যাতে তিনি সময়ের গ্যাপটা কমিয়ে ঘন ঘন দেশে আসতে পারেন।

একই মন্তব্য ফাতেমা আপার লেখাতেও করেছি। বক্তব্য এক তাই আর নতুন করে কিছু লিখলাম না। অনেক ধন্যবাদ আপনাকে Good Luck Rose
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৩
130893
পবিত্র লিখেছেন : যথার্থ মন্তব্য!!Applause Applause
১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৬
130959
আবু সাইফ লিখেছেন : আহলান-সাহলান...

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহ..
১৫
177709
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০০
সায়েম খান লিখেছেন : একমত পোষণ করছি।
১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৭
130960
আবু সাইফ লিখেছেন : আহলান-সাহলান...\

ধন্যবাদ, জাযাকাল্লাহ..
১৬
177785
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৬
জোবাইর চৌধুরী লিখেছেন : ভালো লাগলো,অনেক ধন্যবাদ। Good Luck Rose Good Luck
১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৭
130961
আবু সাইফ লিখেছেন : আহলান-সাহলান...

ধন্যবাদ, জাযাকাল্লাহ..
১৭
178168
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৯
অজানা পথিক লিখেছেন : সুন্দর বলেছেন
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৩
131251
আবু সাইফ লিখেছেন : আহলান-সাহলান...
পথ ভুলে আসেন নি- এটা আমি নিশ্চিত!
আর অজানা হওয়ার তো প্রশ্নই ওঠেনা!!

আপাততঃ একটা হাওয়াই লাড্ডু খান-
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০১
131269
অজানা পথিক লিখেছেন : Happy
১৮
179004
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০২
আবু ফারিহা লিখেছেন : প্রবাসীদের জন্য প্রয়োজনীয় একটি উপস্হাপনা। এ বিষয়ে কতিপয় পয়েন্টগুলো যথার্থ মনে হয়েছে। তবে এ দাবী প্রবাসীরা কার কাছে করবে। দেশেতো জনগনের সরকার নেই। তাই প্রবাসীদের দাবী করারও জায়গা নেই।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৩
135427
আবু সাইফ লিখেছেন : দুঃখিত, সময়মত অভ্যর্থনা জানাতে পারিনি!

কষ্ট করে পোস্টে মন্তব্য করার জন্য শুকরিয়া জানাই, জাযাকুমুল্লাহ.


দাবী করার জায়গাতো একটাই- আরশে আজীমে-

আর চেষ্টা রাখতে হবে সমস্যাগুলো যথাসম্ভব কমানো বা কম রাখার জন্য
১৯
180157
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : সুতরাং এ সমস্যার সমাধান ব্যক্তি বা সামাজিক উদ্যোগে সম্ভব নয়- যতক্ষণ আন্তঃরাষ্ট্রীয় সমঝোতা ও চুক্তিতে এটিকে বিবেচনায় না আনা হয়! Thumbs Up Thumbs Up
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৫
135429
আবু সাইফ লিখেছেন : কি সৌভাগ্য!! কি আনন্দ!!!!
হারিকেনের আলোয় উদ্ভাসিত আমার ব্লগ/পোস্ট

দুঃখিত, সময়মত অভ্যর্থনা জানাতে পারিনি!

কষ্ট করে পোস্টে মন্তব্য করার জন্য শুকরিয়া জানাই, জাযাকুমুল্লাহ..
২০
181024
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৪৮
মুমতাহিনা তাজরি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২১
183253
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৬
আবু সাইফ লিখেছেন : দুঃখিত, সময়মত অভ্যর্থনা জানাতে পারিনি!

কষ্ট করে পোস্টে মন্তব্য করার জন্য শুকরিয়া জানাই, জাযাকুমুল্লাহ..


[আপনার পোস্রগুলো দারুণ ভালো লাগে, সময় সংকটের কারণে সবটাতে লগইন/মন্তব্য করা হয়ে ওঠেনা!!]

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File