""মানবিক দুর্বলতা বা দোষ-ত্রুটি এবং কর্তব্যপালনে দুঃসাহসিক নিষ্ঠা""
লিখেছেন লিখেছেন আবু সাইফ ২৮ নভেম্বর, ২০১৩, ০৭:৪২:৪০ সন্ধ্যা
মানবিক দুর্বলতার কারণে বিভিন্ন দোষত্রুটি থাকা এবং আল্লাহকে সর্বোচ্চমানে ভালোবাসার ঈমানী দাবীর সত্যতা প্রমানে জান-মাল বাজি রেখে কর্তব্যপালন করা সম্পূর্ণরুপে দুটি আলাদা বিষয়!
এদুটোকে একসাথে গুলিয়ে ফেলা অনুচি!!! এমন ধারণা মানুষের মূল পরিচয় এবং আল্লাহতায়ালার সাথে সম্পর্কের ব্যাপারটির গূঢ়রহস্য সম্পর্কে স্বচ্ছ ধারণালাভেরও প্রতিবন্ধক! [বিস্তারিত জানতে সুরা মু'মিন আয়াত ৩-৪ এবং সুরা যুমার আয়াত ৫৩ দ্রষ্টব্য]
যখন সাহাবায়ে কিরাম রাঃদের সকলের জীবনেতিহাস চোখের সামনে রেখে সামগ্রিকভাবে দেখি- মানুষের এমন কোন দোষে/দুর্বলতা নেই যা ঐ জন গোষ্ঠীর মাঝে অনুপস্থিত- সম্পদ আত্মসাত, জমির মালিকানার বিবাদ, ঝগড়া-তর্ক-গালাগালি, মদ জেনা মিথাচার পর্যন্ত (আল্লাহতায়ালা ক্ষমা করুন)..
কিন্তু এটি সেই জনমন্ডলী- যাঁরা আল্লাহর উপর সন্তুষ্ট ছিলেন এবং আল্লাহতায়ালাও তাঁদের প্রতি সন্তুষ্ট থাকার ঘোষণা দিয়েছেন!
বর্তমান জামায়াত-শিবির জনমন্ডলীকে সামগ্রিকভাবে বিচার করলে সেই সাহাবায়ে কিরামের একটি আধুনিক ছবিই মনে হয়!
ব্যক্তিবিশেষের দুর্বলতা বা দোষত্রুটি সামগ্রিকতাকে আচ্ছন্ন করেনি- বরং উচ্চকিত কর চলেছে! আলহামদুলিল্লাহ!!
জামায়াত-শিবিরে সকল প্রকার ও মানের মানুষ আছেন এবং থাকবেন- সেটাই স্বাভাবিক! কেউ হবেন আবু হুরায়রা কিম্বা মুয়াজ, আর কেউ আব্দুর রহমান বিন আওফ বা ওসমান জিন্নুরাইন, থাকবেন ওয়ালীদ ইবনে উকবা বিন আব্দুল মুঈত (দ্রঃ সুরা হুজুরাত আয়াত-৬).. আরো অনেকের নাম বলা যায়.. (রাঃ..আনহুম)
জামায়াত-শিবির তার গন্তব্যপথ ও কর্তব্য থেকে বিচ্যূত হবেনা ইনশাআল্লাহ... আর উতকর্ষতা অর্জনের প্রচেষ্টা তো চলতেই থাকবে অন্তহীন... কিয়ামত পর্যন্ত
সন্তানের জন্য অভিভাবকের দায়িত্ব পালনে পিতা-মাতা-আত্মীয়রা যা করতে পারেন না বা কিভাবে কী করতে হবে তা জানেন না - তাও অত্যন্ত নিষ্ঠার সাথে করে চলেছে জামায়াত-শিবির!
"বাংলাদেশের জন্য জামায়াত-শিবির আল্লাহতায়ালার বিশেষ রহমত"- একথা যাঁর বিশ্বাস হয়না তিনি এখানে একটু চোখ বুলিয়ে আসুন এখানে একটু চোখ বুলিয়ে আসুন
"জামায়াতের উপর আল্লাহর রহমত" এ বানীর কল্যানে ঐ সমস্ত দোষত্রুটিওয়ালা মানুষেরাও কর্তব্যের ময়দানে সাহসী জানবাজি ভূমিকার জন্য একই মিছিলে একই গন্তব্যে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ- এবং যাঁরা তাঁদের মহব্বত করেন, তাঁদের "ঘোড়ার জন্য ঘাস কাটেন"- তাঁরাও... এ আমার দৃঢ় বিশ্বাস, মহান রবের দরবারে দাবীও বটে!!
বিষয়: বিবিধ
১৫৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন