Good Luck ""মানবিক দুর্বলতা বা দোষ-ত্রুটি এবং কর্তব্যপালনে দুঃসাহসিক নিষ্ঠা"" Rose

লিখেছেন লিখেছেন আবু সাইফ ২৮ নভেম্বর, ২০১৩, ০৭:৪২:৪০ সন্ধ্যা

Good Luck Rose Good Luck Rose Good Luck Good Luck

মানবিক দুর্বলতার কারণে বিভিন্ন দোষত্রুটি থাকা এবং আল্লাহকে সর্বোচ্চমানে ভালোবাসার ঈমানী দাবীর সত্যতা প্রমানে জান-মাল বাজি রেখে কর্তব্যপালন করা সম্পূর্ণরুপে দুটি আলাদা বিষয়!

Good Luck

এদুটোকে একসাথে গুলিয়ে ফেলা অনুচি!!! এমন ধারণা মানুষের মূল পরিচয় এবং আল্লাহতায়ালার সাথে সম্পর্কের ব্যাপারটির গূঢ়রহস্য সম্পর্কে স্বচ্ছ ধারণালাভেরও প্রতিবন্ধক! [বিস্তারিত জানতে সুরা মু'মিন আয়াত ৩-৪ এবং সুরা যুমার আয়াত ৫৩ দ্রষ্টব্য]

Good Luck

যখন সাহাবায়ে কিরাম রাঃদের সকলের জীবনেতিহাস চোখের সামনে রেখে সামগ্রিকভাবে দেখি- মানুষের এমন কোন দোষে/দুর্বলতা নেই যা ঐ জন গোষ্ঠীর মাঝে অনুপস্থিত- সম্পদ আত্মসাত, জমির মালিকানার বিবাদ, ঝগড়া-তর্ক-গালাগালি, মদ জেনা মিথাচার পর্যন্ত (আল্লাহতায়ালা ক্ষমা করুন).. I Don't Want To See

Good Luck

কিন্তু এটি সেই জনমন্ডলী- যাঁরা আল্লাহর উপর সন্তুষ্ট ছিলেন এবং আল্লাহতায়ালাও তাঁদের প্রতি সন্তুষ্ট থাকার ঘোষণা দিয়েছেন! Good Luck

Good Luck

বর্তমান জামায়াত-শিবির জনমন্ডলীকে সামগ্রিকভাবে বিচার করলে সেই সাহাবায়ে কিরামের একটি আধুনিক ছবিই মনে হয়!

Good Luck

ব্যক্তিবিশেষের দুর্বলতা বা দোষত্রুটি সামগ্রিকতাকে আচ্ছন্ন করেনি- বরং উচ্চকিত কর চলেছে! আলহামদুলিল্লাহ!!

Good Luck

জামায়াত-শিবিরে সকল প্রকার ও মানের মানুষ আছেন এবং থাকবেন- সেটাই স্বাভাবিক! কেউ হবেন আবু হুরায়রা কিম্বা মুয়াজ, আর কেউ আব্দুর রহমান বিন আওফ বা ওসমান জিন্নুরাইন, থাকবেন ওয়ালীদ ইবনে উকবা বিন আব্দুল মুঈত (দ্রঃ সুরা হুজুরাত আয়াত-৬).. আরো অনেকের নাম বলা যায়.. (রাঃ..আনহুম)

Good Luck

জামায়াত-শিবির তার গন্তব্যপথ ও কর্তব্য থেকে বিচ্যূত হবেনা ইনশাআল্লাহ... আর উতকর্ষতা অর্জনের প্রচেষ্টা তো চলতেই থাকবে অন্তহীন... কিয়ামত পর্যন্ত

সন্তানের জন্য অভিভাবকের দায়িত্ব পালনে পিতা-মাতা-আত্মীয়রা যা করতে পারেন না বা কিভাবে কী করতে হবে তা জানেন না - তাও অত্যন্ত নিষ্ঠার সাথে করে চলেছে জামায়াত-শিবির!

Good Luck

"বাংলাদেশের জন্য জামায়াত-শিবির আল্লাহতায়ালার বিশেষ রহমত"- একথা যাঁর বিশ্বাস হয়না তিনি এখানে একটু চোখ বুলিয়ে আসুন এখানে একটু চোখ বুলিয়ে আসুন

Good Luck

"জামায়াতের উপর আল্লাহর রহমত" এ বানীর কল্যানে ঐ সমস্ত দোষত্রুটিওয়ালা মানুষেরাও কর্তব্যের ময়দানে সাহসী জানবাজি ভূমিকার জন্য একই মিছিলে একই গন্তব্যে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ- এবং যাঁরা তাঁদের মহব্বত করেন, তাঁদের "ঘোড়ার জন্য ঘাস কাটেন"- তাঁরাও... এ আমার দৃঢ় বিশ্বাস, মহান রবের দরবারে দাবীও বটে!!

Praying Praying Praying Praying Praying

বিষয়: বিবিধ

১৫৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File