Crying Crying এ ব্যথার মলম কোথায় পাই At Wits' End At Wits' End

লিখেছেন লিখেছেন আবু সাইফ ২৪ আগস্ট, ২০১৩, ০১:৪৭:১৭ রাত





(আরাফাত ময়দান-

সারা দুনিয়া যেখানে এক পরিবার হয়ে যায়)

Good Luck Good Luck

ব্লগের সবাইকে সাথে রাখতে চাই, Rose

সবার সাথেই বন্ধুত্ব চাই, Big Hug

সবাইকে জানতে চাই, জানাতে চাই, Happy]

সবার লেখায় মন্তব্য করতে চাই, Day Dreaming

তার জবাবও পেতে চাই! Waiting

কথার পিঠে কথা গেঁথে আড্ডা দিতে খুবই পছন্দ করি! Cook

...

ব্লগে লেখতে পড়তে মল্তব্য করতে খু-উ-ব-ই ভালোই লাগে!

....

যেন একটা বিশাল যৌথ পরিবারের মতই অনুভব করি!

....

[আমার নিজেরই শৈশব কেটেছে এমন পরিবারে, যাতে অহরহই বিশোর্ধ মানুষের রান্না হতো!! কখনো সেটা ৪০ ছাড়িয়ে যেতো উতসব অনুষ্ঠান ছাড়াই!!]

এক দুই তিন করে ব্লগের সদস্য সংখ্যা যত বাড়তে থাকে আনন্দ-অনুভূতির মাত্রাটাও বাড়ে সমানুপাতে!

....

কিন্তু..........

কিন্তু সেই আনন্দ যে একসময় অমোচনীয় বেদনার কারণ হতে পারে তাতো আগে বুঝিনি, ভাবি-ও নি!!

......

Crying Crying Crying Crying Crying Crying

Crying Crying Crying Crying Crying Crying

দিনে-রাতে মাত্র ২৪ ঘণ্টা...

সবগুলো পোস্ট পড়েই সারতে পারিনা Crying

মন্তব্য করি কখন-

আর নিজেই বা লেখি কখন At Wits' End

আবার অন্যদের মন্তব্যের জবাব না দিলে তাঁরাও কষ্ট পান. .

কিন্তু আমি তো সময়ের কারাগারে নিরুপায়/অসহায় কয়েদী!!

টুডেব্লগের প্রিয় সদস্যবৃন্দ-

আমার এ সীমাবদ্ধতা অমার্জনীয় নয় নিশ্চয়ই- কী বলেন??

আমি তো চেষ্টা করি সবারই পোস্ট/মন্তব্য/জবাব পড়তে,

(এমন কি ঐ যে যাঁরা মন্দ ছাড়া ভালো লিখতে/বলতে পারেননা

কিম্বা

আক্রমাত্মক কটু-কাটব্য না লিখলে/বললে দিন কাটেনা-

তাঁদের পোস্ট/মন্তব্য/জবাবও পারতঃপক্ষে বাদ দেইনা!)

**********

কারণ----

আমি প্রতিনিয়তই শুধু পড়ি আর শিখি আর শিখি আর শিখি . . .

মৌমাছির মত সব ফুল থেকেই মধু তৈরীর উপযোগী রস নিয়ে নিজের মধুভান্ডার স্ফীত করতে থাকি..

আমি সবার কাছেই কৃতজ্ঞ Rose Rose

Good Luck Good Luck Praying Praying

ব্লগের পাতা হোক সকল সুখ-দুঃখ আনন্দ-বেদনা চিন্তা-অনুভূতি জ্ঞান ও তথ্য বিনিময়ের মাধ্যমে সর্বরোগহারী চিকিতসালয়!! Praying Praying

বিষয়: বিবিধ

১৮৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File