এ ব্যথার মলম কোথায় পাই
লিখেছেন লিখেছেন আবু সাইফ ২৪ আগস্ট, ২০১৩, ০১:৪৭:১৭ রাত
(আরাফাত ময়দান-
সারা দুনিয়া যেখানে এক পরিবার হয়ে যায়)
ব্লগের সবাইকে সাথে রাখতে চাই,
সবার সাথেই বন্ধুত্ব চাই,
সবাইকে জানতে চাই, জানাতে চাই, ]
সবার লেখায় মন্তব্য করতে চাই,
তার জবাবও পেতে চাই!
কথার পিঠে কথা গেঁথে আড্ডা দিতে খুবই পছন্দ করি!
...
ব্লগে লেখতে পড়তে মল্তব্য করতে খু-উ-ব-ই ভালোই লাগে!
....
যেন একটা বিশাল যৌথ পরিবারের মতই অনুভব করি!
....
[আমার নিজেরই শৈশব কেটেছে এমন পরিবারে, যাতে অহরহই বিশোর্ধ মানুষের রান্না হতো!! কখনো সেটা ৪০ ছাড়িয়ে যেতো উতসব অনুষ্ঠান ছাড়াই!!]
এক দুই তিন করে ব্লগের সদস্য সংখ্যা যত বাড়তে থাকে আনন্দ-অনুভূতির মাত্রাটাও বাড়ে সমানুপাতে!
....
কিন্তু..........
কিন্তু সেই আনন্দ যে একসময় অমোচনীয় বেদনার কারণ হতে পারে তাতো আগে বুঝিনি, ভাবি-ও নি!!
......
দিনে-রাতে মাত্র ২৪ ঘণ্টা...
সবগুলো পোস্ট পড়েই সারতে পারিনা
মন্তব্য করি কখন-
আর নিজেই বা লেখি কখন
আবার অন্যদের মন্তব্যের জবাব না দিলে তাঁরাও কষ্ট পান. .
কিন্তু আমি তো সময়ের কারাগারে নিরুপায়/অসহায় কয়েদী!!
টুডেব্লগের প্রিয় সদস্যবৃন্দ-
আমার এ সীমাবদ্ধতা অমার্জনীয় নয় নিশ্চয়ই- কী বলেন??
আমি তো চেষ্টা করি সবারই পোস্ট/মন্তব্য/জবাব পড়তে,
(এমন কি ঐ যে যাঁরা মন্দ ছাড়া ভালো লিখতে/বলতে পারেননা
কিম্বা
আক্রমাত্মক কটু-কাটব্য না লিখলে/বললে দিন কাটেনা-
তাঁদের পোস্ট/মন্তব্য/জবাবও পারতঃপক্ষে বাদ দেইনা!)
**********
কারণ----
আমি প্রতিনিয়তই শুধু পড়ি আর শিখি আর শিখি আর শিখি . . .
মৌমাছির মত সব ফুল থেকেই মধু তৈরীর উপযোগী রস নিয়ে নিজের মধুভান্ডার স্ফীত করতে থাকি..
আমি সবার কাছেই কৃতজ্ঞ
ব্লগের পাতা হোক সকল সুখ-দুঃখ আনন্দ-বেদনা চিন্তা-অনুভূতি জ্ঞান ও তথ্য বিনিময়ের মাধ্যমে সর্বরোগহারী চিকিতসালয়!!
বিষয়: বিবিধ
১৮৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন