[b][u]**ভয়ংকর আযাবের পূর্বাভাস : সমষ্টিগত তাওবা অপরিহার্য**[/u][/b] (রিপোস্ট)
লিখেছেন লিখেছেন আবু সাইফ ২৯ এপ্রিল, ২০১৩, ০৯:৩৭:০৮ রাত
**ভয়ংকর আযাবের পূর্বাভাস : সমষ্টিগত তাওবা অপরিহার্য**
***********
* সাবধান ! !! সাবধান ! !! !!!
** ভয়ংকর আযাবের পূর্বাভাস : সমষ্টিগত তাওবা অপরিহার্য **
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবমাননা করার ভয়াবহ পরিণাম সম্পর্কে জাতিকে সতর্ক করা সময়ের দাবী।
কেননা জেনে-না জেনে, বুঝে-না বুঝে নানানভাবে মহানবীর অবমাননা করা হচ্ছে।
তাঁর নাম বিকৃতি করা, তার চরিত্র নিয়ে আপত্তিকর মন্তব্য করা, বিভিন্ন ইবাদাত নিয়ে ব্যঙ্গ করাসহ নানাভাবে পত্রিকা, ব্লগ, ফেসবুক ও বিভিন্ন মিডিয়ায় তাঁকে অবমাননা করা হচ্ছে।
টুডে-ব্লগের মডারেশন কর্তৃপক্ষও এ বিষয়ে খুবই ্উদাসীনতা প্রদর্শন করে চলেছেন যা অত্যন্ত বিপজ্জনক ও ভীতিপ্রদ !!
অন্য একটি ব্লগও নিজেকে নিরপেক্ষ রাখার ভাণ করে উদাসীনতা প্রদর্শন করেছিল- আল্লাহতায়ালার শাস্তি থেকে কিছুই তাকে রক্ষা করতে পারেনি! !! বিষয়টি মনে রাখা ও তা থেকে শিক্ষা নেয়া টুডে-ব্লগের জন্যই কল্যানকর ও অপরিহার্য!!
এমন আচরণ ও উদাসীনতার কারণে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। সেজন্য আমাদের প্রত্যেকেরই উচিত সকলকে সতর্ক করতে থাকা।
যে সতর্ক হবে সে তার নিজেরই কল্যান করবে; আর যে উদাসীনতা দেখাবে তার পরিনামও সে নিজেই ভোগ করতে বাধ্য হবে!!
আল্লাহ তা’আলা সতর্ক করে বলেন,
وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِنْ قَبْلِكَ فَحَاقَ بِالَّذِينَ سَخِرُوا مِنْهُمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ
অর্থ : আর তোমার পূর্বেও অনেক রাসূলকে ঠাট্টা-বিদ্রুপ করা হয়েছিল; পরিণামে তারা যা নিয়ে ঠাট্টা করত তাই বিদ্রুপকারীদেরকে ঘিরে ফেলেছিল। [সূরা আম্বিয়া : ৪১]
এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ লেখা কপি-পেস্ট করা হলো-
নিজে পড়ুন এবং অন্যদেরকে পড়ার সুযোগ করে দিন।
মহান আল্লাহতায়ালা আমাদেরকে তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালবাসা আরো বৃদ্ধি করে দিন। আমীন
পূরো লেখাটি এখানে, সংগ্রহে রাখার মত!!
**ভয়ংকর আযাবের পূর্বাভাস : সমষ্টিগত তাওবা অপরিহার্য**
বিষয়: বিবিধ
১৫১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন