আল্লাহর স্থানে মাজার!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ১৩ আগস্ট, ২০১৫, ০১:০৫:১৪ দুপুর

বাসার অদূরে পরিচিত মুরগী ওয়ালার দোকান। সময় বাঁচানোর জন্য তাকে ফোন করে বলে দিলে সে মুরগীগুলো জবেহ এবং পরিস্কার করে রাখার পর বুয়াকে পাঠিয়ে আনা হয়।

আমার স্ত্রী একদিন মুরগীর জন্য ফোন করলো। মুরগী ওয়ালা বললো, ‘আফা আমি একটু আমনত শাহ বাবাজীর মাজারে এসেছি, এখান থেকে ফিরলে মুরগী তৈরী করে দেব’।

আমার স্ত্রী বললো, সেখানে আবার কি? এমন জিজ্ঞাসা তার কাছে খুব একটা ভালো ঠেকেনি। সে মনে করেছিল আমানত শাহ বাবাজীর মাজারে গিয়েছে শুনে এদিক থেকে একটু আনুকূল্য পাওয়া যাবে এবং উক্ত মহৎ কম্মটির জন তাকে ধন্যবাদ জানিয়ে তার মাধ্যমে এদিকের জন্যও বাবার কাছে ‍কোন আর্জি পেশ করার জন্য বলা হবে।

সে জিজ্ঞেস করলো, মাজারে আসা খারাপ নাকি? আমার স্ত্রী জবাব দিল;মাজারে কি কাজ, মসজিদে নামায পড়ে কোন কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইলেই তো হয়ে যায়। সে বললো, ‘আমি আমানত শাহ বাবাজীর মাজারে আসার পর থেকে আমার মুরগী ব্যাবসা খুব ভালো চলছে’.....।

এক মুরগী ওয়ালা নয়, কম করে হলেও এই সমাজের ৭০ থেকে ৮০ শতাংশ মানুষের মধ্যে আল্লাহকে বাদ দিয়ে মাজারের নিকট প্রার্থনা করার মানসকিতা তৈরী হয়ে আছে। তাদেরকে এসব অপকর্মে উৎসাহ প্রদান করে আসছেন তাও প্রায় এই সমাজের ৭০/৮০ শতাংশ মসজিদের ইমাম-মোয়ায্যিন।

আমাদের দেশে ইসলামের দাওয়াতি কাজে যথেষ্ট সময়-শ্রম এবং অর্থ ব্যয় করা হয়। এবং কাজও কিছু না কিছু অবশ্যই হচ্ছে। আমার মতে দেশের মসজিদ সমূহের ইমাম-মোয়ায্যিনদেরকে দাওয়াতের প্রথম টার্গেট বানানো উচিৎ।(তাঁদের অভাব এবং কু-শিক্ষা দূর করে সঠিক শিক্ষা পৌঁছানোর চেষ্টা) আমি দেখেছি, যেসব মসজিদের ইমাম এবং খতিব ইসলামের সঠিক আকীদা পোষণ করেন এবং মুসল্লীদেরর উদ্দ্যেশ্যে সাহসী বক্তব্য রাখেন সেসব এলাকার মানুষের মধ্য থেকে শিরক এবং বেদয়াত বিদায় নিতে শুরু করে।

আল্লাহ দ্বীনের দায়িদেরকে সঠিক পন্থায় দাওয়াতী কাজ করার তাওফিক দান করুন।

বিষয়: বিবিধ

১৩৭৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335607
১৩ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪২
অপি বাইদান লিখেছেন : মাজারের কাছে চাওয়া আর আল্লার কাছে চাওয়া তো একই। এই দুটিই অক্ষম। কোন ক্ষমতা নেই।
১৪ আগস্ট ২০১৫ সকাল ১১:০৮
277664
মোহাম্মদ লোকমান লিখেছেন : স্রষ্টার সাথে টক্কর দেয়ার মতো শক্তিধর কোন ব্যক্তিকে এখানে মানায় না। একটু নিরবে চিন্তা করে দেখুন আপনার নিজ পরিচয়, আর আপনি করছেন কি? সত্যিই আপনাদের জন্য মায়া হয়। মনে রাখুন- আল্লাহর ধরা কিন্তু খুবই কঠিন।
335611
১৩ আগস্ট ২০১৫ দুপুর ০২:১৬
হতভাগা লিখেছেন :
সময় বাঁচানোর জন্য তাকে ফোন করে বলে দিলে সে মুরগীগুলো জবেহ এবং পরিস্কার করে রাখার পর বুয়াকে পাঠিয়ে আনা হয়।


০ মাজার পুঁজারী কি মুরগীগুলো জবেহ করার সময় আল্লাহর নাম (বিসমিল্লাহে আল্লাহু আকবার)নেয় ?
১৪ আগস্ট ২০১৫ সকাল ১১:০৯
277665
মোহাম্মদ লোকমান লিখেছেন : সেটা অবশ্য বলা আছে, বাকীটা বলতে পারবো না।
335618
১৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৩৭
আবু জান্নাত লিখেছেন : চট্টগ্রামে এসব মাজার বেশি।
১৪ আগস্ট ২০১৫ সকাল ১১:১০
277666
মোহাম্মদ লোকমান লিখেছেন : চট্টগ্রামে বেশী, তবে সব জেলাতেই আছে।
335620
১৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫৫
sarkar লিখেছেন : মাজার কোন প্রবলেম না এটা দৃষ্টিভঙ্গীর ব্যপার।মসজিদে কেউ যায় ইবাদাত করতে আবার কেউ যায় জুতা চুরি করতে।তাতে মসজিদের কোন ভূমিকা নাই।মাজারেও কেউ যায় গাজাঁ খেতে কেউ যায় জিয়ারত করতে এতে মাজারেরকোন ভূমিকা নাই।
১৪ আগস্ট ২০১৫ সকাল ১১:১১
277667
মোহাম্মদ লোকমান লিখেছেন : ঠিক বলেছেন, মাজার তথা ঐ কবরে শুয়ে থাকা ভদ্রলোকের কোন ভূমিকা নাই। শয়তানী হচ্ছে ওখানকার চেলাদের।
335621
১৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫৬
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : তাদেরকে এসব অপকর্মে উৎসাহ প্রদান করে আসছেন তাও প্রায় এই সমাজের ৭০/৮০ শতাংশ মসজিদের ইমাম-মোয়ায্যিন



একথা গুলি একদম বাজে হয়ে গেল।
১৪ আগস্ট ২০১৫ সকাল ১১:১৩
277668
মোহাম্মদ লোকমান লিখেছেন : জনাব মিয়াজী, জানি না আপনা বয়স এবং অভিজ্ঞতা কত। আপনি যদি এ বিষয়ে নিশ্চিত হতে চান আমি হাতে কলমে প্রমাণ করে দিতে পারবো। এ ব্যাপারে চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত আছে। ধন্যবাদ।
২৯ আগস্ট ২০১৫ দুপুর ০৩:১৬
279902
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আপনি কি চ্যালেঞ্জ গ্রহন করবেন আমি জানিনা।তবে আপনার একথাটি একেবারে বাজে ।
আপনি বলতে পারেন মাজার পন্হী মসজিদের ইমাম - মুয়াজ্জিনেরা এব্যাপারে উতসাহিত করে।

আপনি কি চিন্তা করেছেন ৭০/৮০ শতাংশ অংকটা কত বড়!!!এই বিশাল অংশ যদি এরকমই হতো ,তাহলে আমাদের অবস্হা আরো খারাপ হয়ে যেত।
আল্লাহু আ'লামু।
335632
১৩ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মাজারে গিয়ে ব্যবসা তো ভাল হবেই!! কারন ওখানে যেত মানত এর মুরগী পড়ে তা বাজার দর এর থেকে কমেই বিক্রি হয়!!
১৪ আগস্ট ২০১৫ সকাল ১১:১৪
277669
মোহাম্মদ লোকমান লিখেছেন : Happy Happy Happy
335648
১৩ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ফেসবুকে আমি একজনের মাজার জিয়ারতে মন্তব্য করেছি, মাজার এটি কোন শব্দ?আরবী না অন্য শব্দ? কুরআন হাদীসে কি আছে?
-উনি জবাবে আমাকে ইসলঅম বিরোধী কথা-বার্তা নাবলঅর জন্য সতর্ক করে দিলেন।
(উনার ইসলাম বিরোধিতার কথা বলতে গিয়ে আমি ইসলাম বিরোধী হয়ে গেলাম!)
হা হা হা..!
১৪ আগস্ট ২০১৫ সকাল ১১:১৫
277670
মোহাম্মদ লোকমান লিখেছেন : অজ্ঞতা কাকে বলে হাতে কলমে বুঝিযে দিয়েছেন তিনি।
335677
১৩ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আমার মতে দেশের মসজিদ সমূহের ইমাম-মোয়ায্যিনদেরকে দাওয়াতের প্রথম টার্গেট বানানো উচিৎ।(তাঁদের অভাব এবং কু-শিক্ষা দূর করে সঠিক শিক্ষা পৌঁছানোর চেষ্টা) আমি দেখেছি, যেসব মসজিদের ইমাম এবং খতিব ইসলামের সঠিক আকীদা পোষণ করেন এবং মুসল্লীদেরর উদ্দ্যেশ্যে সাহসী বক্তব্য রাখেন সেসব এলাকার মানুষের মধ্য থেকে শিরক এবং বেদয়াত বিদায় নিতে শুরু করে।
আপনার সাথে সহমত পোষন করলাম। এই কাজে আমাদের কে অবশ্যই এগিয়ে আসতে হবে। ধন্যবাদ আপনাকে
১৪ আগস্ট ২০১৫ সকাল ১১:১৬
277671
মোহাম্মদ লোকমান লিখেছেন : একমত পোষণ করার জন্য অনেক ধন্যবাদ মামুন ভাই।
336876
১৯ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪৯
ইবনে হাসেম লিখেছেন : সহমত ভাই। মুরগীওয়ালার এই উন্নতির ব্যাপারটি কাকতালীয় ব্যাপার। আবার আল কোরআনের বাণী অনুযায়ী যে যেটা পছন্দ করে, আল্লাহ তাকে সেই পথ ও মতের দিকেই ধাবিত করে দেন।
১৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:১২
278647
মোহাম্মদ লোকমান লিখেছেন : জ্বি, ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File