মহাজোট সরকারকে যুক্তরাষ্ট্রের থাপ্পড় এবং দালালদের মনোভঙ্গের বেদনা?
লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ১৩ আগস্ট, ২০১৫, ০১:২৩:৪৭ দুপুর
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অশনি সংকেত এখনও কাটে নি। এর জন্য দায়ী বর্তমান সরকারের আত্মঘাতী গণতন্ত্র বিরোধী নীতি। একের পর বৈদেশিক খারাপ খবরে এখণ ও তাদের হুশ ফিরছে না।
যুক্তরাষ্ট্রের বাজারে ১২২টি দেশের পণ্যে জিএসপি নবায়ন করা হলেও সেই তালিকায় বাংলাদেশের নাম নেই। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) ফিরে পেতে আর কোনো উদ্যোগ নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে মন্ত্রী একথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, “জিএসপি পাওয়ার জন্য আমি কোনো উদ্যোগ নিতে রাজি নই। আমরা আমাদের শর্ত পূরণ করেছি, আমাদের আর কিছু করার নেই।”
মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের বাংলাদেশের জিএসপি সুবিধা একেবারে বাতিল করে দেয়াটা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত এক সেমিনার শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। রেহমান সোবহান বলেন, ‘বিভিন্ন দেশের নানা রকম সমস্যা আছে। আমাদেরও কিছু আছে। তবে এত খারাপ অবস্থা নয় যে জিএসপি সুবিধা বাতিল হয়ে যাবে। হয়তো আন্তর্জাতিক কোন ব্যাপার থাকতে পারে।’তিনি আরো বলেন, ‘বিশ্বের ১২৫টি দেশের মধ্যে বাংলাদেশ এত খারাপ অবস্থানে নেই যে জিএসপি সুবিধা একেবারে বাতিল করে দিতে হবে।’
বাংলাদেশকে জিএসপি সুবিধা না দিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্য যেসব দেশকে এ সুবিধা দিয়েছে সেসব দেশের কর্মপরিবেশ পর্যালোচনা করে দেখা দরকার বলেও উল্লেখ করেন তিনি। এবিষয়ে সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘অন্য কোনো দেশের চেয়ে বাংলাদেশ এমন কোনো খারাপ অবস্থানে নেই যাতে বাদ পড়তে পারে। তবে বাদ পড়ার কারণে আমেরিকাকে রাজনৈতিক প্রতিপক্ষ বানানো ঠিক না।’ তিনি বলেন, ‘পুরো বিষয়টাকে রাজনৈতিক বানানো উচিৎ নয়। আমাদের যে সবকিছু ঠিকঠাক আছে তাও কিন্তু নয়। তাই হতাশ না হয়ে লেগে থাকতে হবে।’
এখনও যে আমেরিকা ৫ জানুয়ারী নির্বাচন মেনে নেয় নি, তার প্রমাণ আবার হয়েছে। যাক আওয়ামী সাবেক এমপি গোলাম মাওলা রনি বলেছিলেন, আ'লীগ এমন এক জাত- সারা জীবন জুতাপেটা করলেও অপমান গায়ে লাগবে না।
====
বিষয়: বিবিধ
৯৫১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গত দেড় বছরে খালেদা জিয়ার কাছে গিয়ে অনেক কূটনৈতিক ও রাষ্ট্রদূত '' উহু ! আহা ! '' করলেও তারা কিন্তু সেটাকে বাস্তবে কার্যকর করাতে পারে নি । কারণ তারা যখন দেখেছে যে তাদের স্বার্থ আওয়ামী লীগকে দিয়েই পূরণ সম্ভব তাই তারা '' ধরি মাছ , না ছুঁই পানি '' টাইপ খেলে গেছে ।
আর জিএসপি সুবিধা না পেলে যদি গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যায় তাহলে বাসা বাড়িতে গৃহ পরিচারিকা পাওয়া যাবে আগের চেয়ে বেশী , প্রতিযোগিতামূলক মাসোহারায় এবং কাজ ছাড়ার ধানাই পানাই তারা করতে পারবে না যেটা এখন গার্মেন্টস আছে বলে করতে পারে।
মন্তব্য করতে লগইন করুন