সাময়িক পোস্ট : লেখার হদীস চাই

লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ১৪ জুন, ২০১৫, ১২:০৭:৪৯ রাত

আমার গত ৮/৬/১৫ তারিখের লেখা “ছাত্রজীবনের টুকিটাকি- ৯” অনেকগুলো কমেন্টস সহ হারানো গিয়াছে, মানে নিখোঁজ হয়েছে। ব্লগ কতৃপক্ষের নিকট আবেদন; দয়া করে আমার লেখা পোস্টটি উদ্ধার করার চেষ্টা করা হোক।

বিষয়: বিবিধ

৯৩২ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325657
১৪ জুন ২০১৫ রাত ১২:২৮
অবাক মুসাফীর লিখেছেন : ৬ তারিখ থেকে ৯ তারিখের অনেকগুলো লেখাই গুম হয়েছে... এমনকি প্রতিযোগিতার জন্‌য লেখা কিছু ব্লগও... তাই শুধু নিজেকে দূর্ভাগা মনে করবেন না। লেখা ফিরে পেলে সবাই পাবে, নইলে কেউ না।
১৪ জুন ২০১৫ রাত ১২:৩২
267800
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : একমত।
১৪ জুন ২০১৫ রাত ০১:১৭
267808
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck
১৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
268016
মোহাম্মদ লোকমান লিখেছেন : ইনশাআল্লাহ!অপেক্ষায় থাকলাম।
325669
১৪ জুন ২০১৫ রাত ০১:২৮
আবু জান্নাত লিখেছেন : আরো কিছু জানতে এখান থেকে ঘুরে আসুন।
১৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
268017
মোহাম্মদ লোকমান লিখেছেন : হ্যাঁ, ওখান থেকেও ঘুরে আসলাম!
325680
১৪ জুন ২০১৫ রাত ০২:৪২
তবুওআশাবা্দী লিখেছেন : আরেকটা প্রশ্ন আমার আছে|সেটা হলো আগামীকালকের মধ্যে লেখাগুলো না পওয়া গেলে লেখাগুলো কি রিপোস্ট করা যাবে?
১৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫৯
268018
মোহাম্মদ লোকমান লিখেছেন : রি-পোস্ট যেকোন সময় করা যাবে। লেখা ফিরে পেলেও রি-পোস্ট করা যাবে, যদি উক্ত লেখা কারা দৃষ্টিতে না আসে ইতোমধ্যে।
325738
১৪ জুন ২০১৫ দুপুর ১২:৩৭
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমার হারিয়ে যাওয়া পোষ্ট ও কমেন্টসহ ফেরত চাই।
১৪ জুন ২০১৫ রাত ০৮:০৬
268020
মোহাম্মদ লোকমান লিখেছেন : দাবী জোড়দার করা হলো!
325823
১৪ জুন ২০১৫ রাত ০৮:২৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সবার একই অবস্থা লোকমান ভাই.. ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File