নীলান্জনাদের একাউন্ট ব্লক করুন - দয়াকরে এই কাজটি করার জন্য এডমিনকে অনুরোধ করছি। আমাদেরকে সুস্থ সাংস্কৃতি চর্চার সুযোগ দিন
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৪ জুন, ২০১৫, ১২:১৭:১২ রাত
বিভিন্ন নামে বেনামে একাউন্ট খুলে বিভিন্ন ব্লগের মন্তব্যর কলামে যেই ভাবে আল্লাহকে রাসাুলকে অকথ্যভাবে গালিগালাজ করে , অপমানজনক কথা লিখে মুসলমানদের কলিজার ভিতর ছুরিকাঘাত করে তাতে করে ব্লগ ত্যাগ করা ছাড়া কোন উপায় নাই।
আপনাদের ব্লগে কিছু নিয়ম আছে জানী কিন্তু সেই নিয়মের ভিতর ইসলামকে অবমাননাকর কোন বক্তব্য দিলে সেই ব্লগারকে আনব্লগ করা হবে এমন আইন থাকার দরকার।
প্রধানমন্ত্রীকে অবমাননা করে যদি এখন কোন ব্লগ লিখি তবে কয়েক মিনিটের ভিতর নোটিফিকেশন চলে আসবে কিন্তু আল্লাহরকে এবং রাসুলকে নীলাঞ্জনা অনেক গালিগালাজ করেছে অথচ সে এখনো ব্লগ পোষ্ট করতেছে।
পাঠকদের প্রতি অনুরোধ আপনারা মুসলমান হলে এডমিনকে বলুন যেন এই কাজটি করে।
জাজাকাল্লাহ
বিষয়: বিবিধ
১২৫৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সম্পাদক সহেব এ এবিষয়ে নজর দেবেন এটাই প্রত্যাশা।
বিষয়টি উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার নজরে এসেছে বলে ধন্যবাদ কিন্তু এরা বিষধর সাপএর মত। আল্লাহ এবং রাসুলকে এমন অকাঠ্য ভাষায় গালিগালাজ করে যে শরিরে সৈহ্য হয় না
সম্পাদক সাহেব কে আমরা সবাই অনুরোধ করব যেন এই সকল নাস্তিক ভাল ভাষা ব্যাবহার করবে নতুবা ঝেটিয়ে বিদাই করবে
ব্লকড করা সমাধান নয়, একটি নিক ব্লকড করলে অন্য নিক তৈরী!!!!
প্রয়োজন সম্পাদকের বিচক্ষণতা....
আপনি তো তার কথার যুক্তি দিতে পারেন যে কিনা যুক্তির লোক
যেই লোক আমার নবীকে লুইচ্চা নবী বলে আমার মনে হয় তার সাথে এক শব্দও লিখে সময় নষ্ট করা উচিত হবে ন
জাজাকাল্লাহ
ওরা আল্লাহ শব্দটাকে ব্যাংগ করে লেখে অ্যাল্যা - নবীকে লুইচ্চা ইত্যাদি বলে তাদেরকে কোন যুক্তি ছাড়া ব্লগ করে দাও
মন্তব্য মুছা যায়
কিন্তু সমস্যা হলো আমাদের সব ভাইকে তাহলে ট্রেনিং দিতে হবে যে এই ভাবে কমান্ড আসলে ওটাকে এই ভাবে মুছে দিতে হবে ইত্যাদি
এরা সরাসরি আল্লাহ এবং নবীকে গালী দেয় এবং প্রমান এখনও আছে
এরা আমাদের চর্চার যেমন ব্যাঘাত ঘটায় তেমনি এই ব্লগের ম্যাসেজগুলি তাদের নানাদেরকে সরবরাহ করে
এরা যত নাম দিয়ে ব্লগ বানাক ইচ্ছা করলে এডমিনের কাছে এটা কোন ব্যাপার না
আপনি জানেন বিডিনিউস২৪.কম সেখানে ভিন্ন মতের লেখা কোন প্রকারে পোষ্ট করে না এমন কি মন্তব্যও না
পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ
জাজাকাল্লাহ
জাজাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন