নীলান্জনাদের একাউন্ট ব্লক করুন - দয়াকরে এই কাজটি করার জন্য এডমিনকে অনুরোধ করছি। আমাদেরকে সুস্থ সাংস্কৃতি চর্চার সুযোগ দিন

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৪ জুন, ২০১৫, ১২:১৭:১২ রাত

বিভিন্ন নামে বেনামে একাউন্ট খুলে বিভিন্ন ব্লগের মন্তব্যর কলামে যেই ভাবে আল্লাহকে রাসাুলকে অকথ্যভাবে গালিগালাজ করে , অপমানজনক কথা লিখে মুসলমানদের কলিজার ভিতর ছুরিকাঘাত করে তাতে করে ব্লগ ত্যাগ করা ছাড়া কোন উপায় নাই।

আপনাদের ব্লগে কিছু নিয়ম আছে জানী কিন্তু সেই নিয়মের ভিতর ইসলামকে অবমাননাকর কোন বক্তব্য দিলে সেই ব্লগারকে আনব্লগ করা হবে এমন আইন থাকার দরকার।

প্রধানমন্ত্রীকে অবমাননা করে যদি এখন কোন ব্লগ লিখি তবে কয়েক মিনিটের ভিতর নোটিফিকেশন চলে আসবে কিন্তু আল্লাহরকে এবং রাসুলকে নীলাঞ্জনা অনেক গালিগালাজ করেছে অথচ সে এখনো ব্লগ পোষ্ট করতেছে।

পাঠকদের প্রতি অনুরোধ আপনারা মুসলমান হলে এডমিনকে বলুন যেন এই কাজটি করে।

জাজাকাল্লাহ

বিষয়: বিবিধ

১২৫৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325658
১৪ জুন ২০১৫ রাত ১২:৩৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ব্লকড করার পক্ষে আমি নই! তবে লেখা মুছে দেয়া যেতে পারে.....।

সম্পাদক সহেব এ এবিষয়ে নজর দেবেন এটাই প্রত্যাশা।

বিষয়টি উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।
১৪ জুন ২০১৫ রাত ১২:৫৫
267805
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : যাই হউক
আপনার নজরে এসেছে বলে ধন্যবাদ কিন্তু এরা বিষধর সাপএর মত। আল্লাহ এবং রাসুলকে এমন অকাঠ্য ভাষায় গালিগালাজ করে যে শরিরে সৈহ্য হয় না
সম্পাদক সাহেব কে আমরা সবাই অনুরোধ করব যেন এই সকল নাস্তিক ভাল ভাষা ব্যাবহার করবে নতুবা ঝেটিয়ে বিদাই করবে
১৪ জুন ২০১৫ রাত ০১:১৫
267807
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ব্লক করার পক্ষে যুক্তি আছে ,,যেমন আমরা সুষ্ট সংস্কৃতি চাই আর ওরা অসুস্ত সেক্ষেত্রে ব্লক করলে অসুবিধা কোথায় ?যদি বুঝা যেত ওরা অশ্লীল কিসু লিখ্তেচেনা যুক্তি দিয়ে ওদের পক্ষে লিখছে তা ও নয়।
১৪ জুন ২০১৫ রাত ০১:২০
267811
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কই ওরা যা লিখছে তা নিয়ে যুক্তি দিয়ে কেউ লিখতে আসেনা!

ব্লকড করা সমাধান নয়, একটি নিক ব্লকড করলে অন্য নিক তৈরী!!!!

প্রয়োজন সম্পাদকের বিচক্ষণতা....
১৪ জুন ২০১৫ সকাল ১০:৩০
267863
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আব্দুল্লাহ ভাইকে ধন্যবাদ
আপনি তো তার কথার যুক্তি দিতে পারেন যে কিনা যুক্তির লোক
যেই লোক আমার নবীকে লুইচ্চা নবী বলে আমার মনে হয় তার সাথে এক শব্দও লিখে সময় নষ্ট করা উচিত হবে ন
জাজাকাল্লাহ
১৪ জুন ২০১৫ সকাল ১১:২৩
267883
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মন্তব্যে ঐ রকম উক্তি করলে আপনিই তার সম্পাদক। ডিলিট করে দিন। ঐরকম উদ্ভট মানুষ নামের পশুগুুলোর আইডির অভাব নেই....! ডজন ডজন আইডি থাকে......! পোস্ট এরকম এলে তা সম্পাদকের দায়িত্ব। ধন্যবাদ।
১৪ জুন ২০১৫ সকাল ১১:২৩
267884
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মন্তব্যে ঐ রকম উক্তি করলে আপনিই তার সম্পাদক। ডিলিট করে দিন। ঐরকম উদ্ভট মানুষ নামের পশুগুুলোর আইডির অভাব নেই....! ডজন ডজন আইডি থাকে......! পোস্ট এরকম এলে তা সম্পাদকের দায়িত্ব। ধন্যবাদ।
325664
১৪ জুন ২০১৫ রাত ০১:২১
ইশতিয়াক আহমেদ লিখেছেন : প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ব্লক করার পক্ষে যুক্তি আছে ,,যেমন আমরা সুষ্ট সংস্কৃতি চাই আর ওরা অসুস্ত সেক্ষেত্রে ব্লক করলে অসুবিধা কোথায় ?যদি বুঝা যেত ওরা অশ্লীল কিসু লিখ্তেচেনা যুক্তি দিয়ে ওদের পক্ষে লিখছে তা ও নয়।
১৪ জুন ২০১৫ সকাল ১০:৩২
267864
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ ইশতিয়াক আহমেদ
ওরা আল্লাহ শব্দটাকে ব্যাংগ করে লেখে অ্যাল্যা - নবীকে লুইচ্চা ইত্যাদি বলে তাদেরকে কোন যুক্তি ছাড়া ব্লগ করে দাও
325681
১৪ জুন ২০১৫ রাত ০২:৫৫
তবুওআশাবা্দী লিখেছেন : যে কোনো সমালোচনা শুনতেই আমি রাজি আছি | কিন্তু কিছু ব্লগারের মন্তব্য আসলে সমালোচনার মাত্রা ছাড়িয়ে নোংরামির পর্যায়ে চলে যাচ্ছে | ব্লকড না করলেও মন্তব্যগুলো মুছে দেয়া যায় কিনা সেটা গুরুত্ব দিয়ে চিন্তা করা যেতেই পারে |
১৪ জুন ২০১৫ সকাল ১০:৩৫
267865
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভাই
মন্তব্য মুছা যায়
কিন্তু সমস্যা হলো আমাদের সব ভাইকে তাহলে ট্রেনিং দিতে হবে যে এই ভাবে কমান্ড আসলে ওটাকে এই ভাবে মুছে দিতে হবে ইত্যাদি
এরা সরাসরি আল্লাহ এবং নবীকে গালী দেয় এবং প্রমান এখনও আছে
১৪ জুন ২০১৫ সকাল ১০:৪৫
267871
তবুওআশাবা্দী লিখেছেন : মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি: আমি আসলে বলতে চেয়েছিলাম যে, কমেন্ট মোছার এই কাজটা যদি ব্লগের মডারেশন কমিটি থেকে করা হত আর একটা মেসেজ থাকত "আপত্তিকর" মন্তব্যের জন্য মুছে দেয়া হলো তবে এই রকম মন্তব্যগুলো যারা করে তারা হয়ত সচেতন হত খানিকটা | ব্লগাররা নোংরা কমেন্টগুলো মুছলে একইরকম ইফেক্ট হবে না | সব ব্লগারদের এটা কমেন্টস মুছে ফেলার পদ্ধতি শেখানোর ঝামেলাও অনেক আপনার সাথে আমি এ'ব্যাপারে একমত |
325706
১৪ জুন ২০১৫ সকাল ০৮:৩৮
অবাক মুসাফীর লিখেছেন : এই নীলাঞ্জনা-ফুয়াদ পাশা টাইপ কীটগুলা ব্লগে আসে বিভ্রান্তি ছড়াতে, দূর্বল জায়গাগুলোতে খোঁচা দিয়ে মেজাজ বিগড়ে দিতে। এদের ব্লক করা সমাধান নয়, নতুন আইডি খুলতে এক পয়সাও লাগে না। এদের পোস্ট কমেন্ট এড়িয়ে যান। না পারলে নিজেই ব্লক করুন... আর সময় অসময় এরা ভালোই কাজে দেয়, মূত্রমনাদের প্রতি সরকারের দৃষ্টি বড়ই রহমতের... Big Hug
১৪ জুন ২০১৫ সকাল ১০:৩৯
267869
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : অবাক মুসাফীর
এরা আমাদের চর্চার যেমন ব্যাঘাত ঘটায় তেমনি এই ব্লগের ম্যাসেজগুলি তাদের নানাদেরকে সরবরাহ করে
এরা যত নাম দিয়ে ব্লগ বানাক ইচ্ছা করলে এডমিনের কাছে এটা কোন ব্যাপার না
আপনি জানেন বিডিনিউস২৪.কম সেখানে ভিন্ন মতের লেখা কোন প্রকারে পোষ্ট করে না এমন কি মন্তব্যও না
১৪ জুন ২০১৫ সকাল ১১:২৩
267882
অবাক মুসাফীর লিখেছেন : তাহলে সরকার আমাদের ব্লগকে আবার আদর করা শুরু করবে... বুঝেন না?
325734
১৪ জুন ২০১৫ সকাল ১১:৩২
ছালসাবিল লিখেছেন : আমারো আবেদন রইলো। তবে সে আবার নতুন আইডি খুলবে এটাই প্রবলেম। তাই ওর লেখা দেখলেই আইডি ব্যন করার পরামর্শ রইলো
Loser Loser
১৪ জুন ২০১৫ সকাল ১১:৩৮
267892
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Accepted
পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ
জাজাকাল্লাহ
325843
১৪ জুন ২০১৫ রাত ০৯:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমার পোষ্ট এ এরা মন্তব্য করলে্ মুছে দিই। এদের কোনভাল উদ্দেশ্য নাই।
১৪ জুন ২০১৫ রাত ০৯:৪২
268045
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হা এখন থেকে আমিও তা্ই করব । ভাবছিলাম এডমিন যদি আইনের মাধ্যমে এটা করতো তবে সহজ হতো
জাজাকাল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File