ছাত্রজীবনের টুকিটাকি- ৪

লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ২৩ মে, ২০১৫, ০১:৫৬:১৬ দুপুর

আমার স্কুলে যাওয়া সত্যিই বন্ধ হয়ে গেল। বাবা ঠিকাদারী করতেন। দেশের অবস্থার কারণে ‘কাজ পেয়েছেন তো বিল পাচ্ছেন না, বিল পেলেন তো কাজ পাচ্ছেন না’ অবস্থার কারণেই আর্থিক অনটন। তৎকালীন মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর সুপারিশে দলীয় কোটায় অতিরিক্ত রেশন কার্ড, বাংলাদেশ টোবাকো কোম্পানী এবং টিসিবি’র ক্ষুদ্র ডিলারশীপ না পেলে অবস্থা আরো নাজুক হতো।

এখন আমার কাজ হলো- বাজারে যাওয়া, এটা সেটা করা, বিরাট লাইন ধরে সপ্তাহে দু’বার দুটি রেশন সপ থেকে রেশন উঠানো, টাবাকো কোম্পানী থেকে বিভন্ন ব্র্রান্ডের সিগারেট উত্তোলন, টিসিবি থেকে টিনজাত দুধ এবং আরো কি কি যেন উত্তোলন করা এবং প্রয়োজনীয় জিনিস রেখে বাকিগুলো বিক্রয় করে দিয়ে উদ্বৃত্ত অর্থ বাবাকে যোগান দেয়া।

রেশন, টবাকো কোম্পানী, টিসিবি ইত্যাদির হাকীকত বুঝা একটু কঠিন হবে বর্তামান যুগে, তাই সংক্ষিপ্ত ব্যাখ্যা দিচ্ছি : -

রেশন সপ : পাকিস্তান আমল থেকে শহরের মিউনিসিপ্যাল হোল্ডিং ধারীদের জন্য সপ্তাহে একবার বাজার মূল্য থেকে বেশ কম মূলে চাল-ডাল-গম-তেল-চিনি ইত্যাদি সরবরাহ করা হতো, যা বর্তমানে বিলুপ্ত। এখান থেকে দ্রব্যাদি তুলে নিজেদের জন্য কিছু রেখে বাকীটা বাহিরে বিক্রয় করে দেয়া যেতো বেশী মূল্যে।

টবাকো কোম্পানী এবং টিসিবি থেকেও কার্ডধারীরা মাল তুলে বেশী দামে বাহিরে বিক্রয় করার ব্যবস্থা ছিল।

এসব করা শেষ হলে বাবা ঘরে নাথাকলে লাটিম, মার্বেল, ডাংগুলি ইত্যাদি খেলায় ব্যস্ত হতাম আর বাবা ঘরে থাকলে সোজা ঘরে বসে থাকতো হতো। তখন বাবা ছিলেন একটু কড়া মেজাজের। ডাক দিয়ে সাথে সাথে না পেলে খুব রাগ করতেন এবং বকা আর পিটুনী দুটোই কপালে জুটতো।

এভাবে কেটে গেল প্রায় একটি বছর। আমার বন্ধুরা ক্লাস এইটে, আর মাত্র ৫/৬ মাস পর তারা ক্লাস নাইনে উঠবে। আমি থেমে আছি। নেভী-ব্লু পেন্টের সাথে সাদা সার্ট ইন করা বন্ধুদের স্কুলে যেতে আসতে দেখলে আমার অন্তরাত্মা কেঁদে উঠতো। ভাবলেশহীনভাবে চেয়ে থাকতাম তাদের দিকে।

এরই মধ্যে আমার উপর দিয়ে বয়ে গেল এক টর্নেডোসম বিপদ। কে জানতো এই বিপদের মধ্যেই লুকিয়ে ছিল আমার আগামী দিনের উজ্জল ভবিষ্যত!

চলবে.....

বিষয়: বিবিধ

১০৫২ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322011
২৩ মে ২০১৫ দুপুর ০২:০৪
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৬ মে ২০১৫ দুপুর ০১:০১
263756
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।
322014
২৩ মে ২০১৫ দুপুর ০২:০৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সালাম লোকমান ভাই। রেশনের সিস্টেমটা জেনারেলই নেই। তবে সম্ভবত: আর্মিতে এবং অন্যান্য কিছু ব্যাপারে আছে বলে শুনেছি। ধন্যবাদ।
২৬ মে ২০১৫ দুপুর ০১:০৬
263757
মোহাম্মদ লোকমান লিখেছেন : জ্বি মাসুস ভাই, বর্তমানে জেনারেল রেশন সিস্টেম নেই তবে আর্মী, পুলিশ এবং ‍আরো নানা সংস্থার জন্য আছে। ধন্যবাদ।
322016
২৩ মে ২০১৫ দুপুর ০২:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ
রেশন সপ আমি দেখেছি ছোট বেলায়। সম্ভবত ১৯৯০-৯১ সাল পর্যন্ত সীমিত পরিসরে সরকারি চাকুরিজিবি এবং বয়স্ক দের জন্য চাল,চিনি,তেল,আটা,ঘি রেশন সপ থেকে দেওয়া হত।
২৬ মে ২০১৫ দুপুর ০১:২৪
263766
মোহাম্মদ লোকমান লিখেছেন : জ্বি, আগে সকল নাগরীকের জন্য ছিল।
322027
২৩ মে ২০১৫ দুপুর ০৩:৩০
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভালো লেগেছে ভাই, টর্নেডো জানার অপেক্ষায় আছি। আপনার উজ্জল ভবিষ্যত জেনে একটু আনন্দ পাবো হয়তো! ধন্যবাদ
২৬ মে ২০১৫ দুপুর ০১:২৭
263768
মোহাম্মদ লোকমান লিখেছেন : ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহে ওয়া বারাকাতুহু। সহমর্মিতা প্রকাশের জন্য অনেক অনেক ধন্যবাদ, আবু জান্নাত ভাই।
322038
২৩ মে ২০১৫ বিকাল ০৪:১০
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো। পরের পোষ্টের অপেক্ষায় থাকলাম।
২৬ মে ২০১৫ দুপুর ০১:৩৭
263771
মোহাম্মদ লোকমান লিখেছেন : সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, ওসমান ভাই।
322054
২৩ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।আলহামদুল্লিলাহ। ভাল লাগলো। পরের পোষ্টের অপেক্ষায় থাকলাম।
২৬ মে ২০১৫ দুপুর ০১:৫১
263772
মোহাম্মদ লোকমান লিখেছেন : ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহে ওয়া বারাকাতুহু। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ,তাহের ভাই।
322120
২৪ মে ২০১৫ রাত ০১:৫১
শেখের পোলা লিখেছেন : টর্নেডো কি উপকার করল তা শিঘ্র জানতে চাই৷
২৬ মে ২০১৫ দুপুর ০২:১৬
263785
মোহাম্মদ লোকমান লিখেছেন : জানার আগ্রহ প্রকাশ করার জন্য জনাব শেখের পোলা ভাইকে অনেক ধন্যবাদ। Happy
322313
২৫ মে ২০১৫ রাত ০২:১৪
আব্দুল গাফফার লিখেছেন : ভালো লাগলো , ধন্যবাদ ।চলুক
২৬ মে ২০১৫ দুপুর ০২:২৯
263788
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ, আব্দুল গাফ্ফার ভাই।
322516
২৫ মে ২০১৫ রাত ১১:৪০
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
২৬ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩৭
263837
মোহাম্মদ লোকমান লিখেছেন : জাযাকাল্লাহ খাইরান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File