বন্ধুদের আন্তরিকতায় আমি মুগ্ধ, অভিভূত
লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ১৫ মার্চ, ২০১৪, ০৮:০৭:০৫ রাত
গত ৯ই মার্চ’১৪ ঢাকা গিয়েছিলাম আমার স্ত্রীর কানে একটি অপারেশনের জন্য। চট্টগ্রামে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাড়া অন্য কোন ক্লিনিকে এ অপারেশনটি করানোর ব্যবস্থা নেই। চট্টগ্রাম মেডিকেলে অপারেশনটি করালে খুব অল্প খরছে হয়ে যেতো। আমাদের মেয়ের জামাই ডাঃ আরমান ওখানেই আছে, ফলে সিডিউল পেতেও খুব সময় লাগতো না। বাধা একটি, তাহলো চট্রগ্রাম মেডিকেল কলেজের পুতিগন্ধময় পরিবেশ। এ পরিবেশে অপারেশন করাতে নারাজ সে। তাই বাধ্য হয়েই ঢাকার একটি বেসরকারী হাসপাতালে অপারেশনটি করাতে হয়েছে। আলহামদুলিল্লাহ, অপারেশনটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর গত ১২মার্চ’১৪ রাতে সহিসালামত চট্টগ্রাম ফিরে এসেছি।
চিকিৎসার জন্য যাচ্ছি বলে আত্মীয় এবং বন্ধুদেরকে কষ্ট না দেয়ার নিয়্যাতে সকলের নিকট বলা হয়নি। তারপরও কি ভাবে যেনো বেশ কয়েকজন জেনে গেলেন। তার পর শুরু হলো আগে বলিনি বলে অভিমান, অপারেশন শেষে এর বাসা ওর বাসায় আতিথেয়তা গ্রহণের আব্দার। সময়াভাবে বন্ধুদের আব্দার পূরণ করা সম্ভব হয়নি। তবে আত্মীয় বন্ধুরাও নাছোড় বান্দা। আতিথেয়তা না করে ছাড়বেনই না। রান্না করা খাবার আর ফল-ফলাদির ছোটখাটো গুদামে পরিনত করে ছেড়েছেন আমাদের জন্য বরাদ্ধ হাসপাতালের দুই বেডের কেবিনটি।
আত্মীয় স্বজন এবং পারিবারিক বন্ধুদের পাশাপাশি ভার্চুয়াল বন্ধুদের আন্তরিকতা ছিল অবিস্মরণীয়। ব্লগ এবং ফেইস বুকে যাদের সাথে পরিচয়, কখনো সামনাসামনি দেখাটি পর্যন্ত হয়নি, এমন কি ছবিটিও দেখা হয়নি যাদের, এমন বন্ধুদের আন্তরিকতা নিয়ে ছুটে আসা সত্যিই অবাক করার মতো।
আমাদের সংক্ষিপ্ত চিকিৎসা সফরে যারা পাশে দাঁড়িয়েছেন প্রত্যেকের প্রতি রইলো আন্তরিক দোয়া এবং কৃতজ্ঞতা।
বিষয়: বিবিধ
১২৪৯ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আলহামদুলিল্লাহ এখন ভালোর দিকে। অবশ্যই সকলের প্রতি দোয়, আল্লাহ আমাদের সকল ভালো ইচ্ছাগুলো পূরণ করুন।
দোয়ার জন্য অনেক ধন্যবাদ্, আমীন।
আপনিও ভাল থাকুন।
আসলে আপনার ভাবীর অনুমতি পাইনি তো তাই আগে জানানো হয়নি।
ইনশা আল্লাহ্ চেষ্টা করবো নিয়মিত হওয়ার।
অপটঃ সে দিনের অপেক্ষায়, যে দিন স্বাধীন দেশে পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারবো এবং বুক ফুলিয়ে আপনার কাঙ্খিত সে মিলন মেলায় হাজির হতে পারব।
দোয়া করবেন।
মন্তব্য করতে লগইন করুন