আমার ভোট কই? (৩য় দফা উপজেলা নির্বাচনের কিছু খন্ড ছিত্র)

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৫ মার্চ, ২০১৪, ০৭:২১:৪৬ সন্ধ্যা

গুরুতর আহত চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন জামায়াত কর্মী শাহজালাল-

যশোরে আওয়ামিলিগ সন্ত্রাসী রা ভোট কেন্দ্র দখল করে এ ভাবে,

কুমিল্লা চৌদ্দগ্রাম কি ভাবে মহিলা এজেন্ট কে মারতাছে আওয়ামিলিগ

সন্তাসীরা-

চৌদ্দগ্রাম আলকরা,,,গুনবতী,,, জগন্নাথ, ইউনিয়নের সবকয়টি কেন্দ্র পুলিশ সহ যোগিতায় দখল করে আওয়ামী যুবলীগ সন্তাসীরা, ভোট ডাকাতির ছবি দেখুন,,,

জেলার বাবুগঞ্জ উপজেলা নির্বাচনে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মিলন একাই ৪০০ জাল ভোট দিয়েছেন।

নৌকার পরিবর্তে পানিতে ভাসছে ভোটসমেত ভোটের বাক্স.......... এই আমাদের Digital Bangladesh.... পুকুরে ভাসছে ব্যালট বাক্স....ভোট কেন্দ্রে গুলাগুলি.. এবং অনেক মারপিট হইছে...অনেকে আহত....

ভোটকেন্দ্র : কালাকচুয়া, বুড়িচং , কুমিল্লা-

কুমিল্লা চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে এইভাবেই দাওয়া করে রেলমন্ত্রী মুজিব বাহীনির ক্যাডাররা-

পুলিশের গাড়িতে ছাত্রলীগের পেট্রোল বোমা হামলা কুমিল্লার নাঙ্গলকোটে জোদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করাকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে পৌঁছার চেষ্টা করলে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা গাড়িতে পেট্রোল বোমা হামলা চালায়। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে গাড়ি চালক আনোয়ারের অবস্থা আশঙ্কাজনক।

আমার বাড়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়, আজ আমার উপজেলায় নির্বাচন কিন্তু দুঃখের বিষয় গতকাল রাত দুইটা থেকেই সরকারী দল এবং সরকারী কর্মকর্তাদের সহয়তায় ভোটের নামে প্রহসন শুরু হয়েছে। আমার উপজেলার গুনবতী, আলকরা, জগন্নাথ দিঘী এই তিন ইউনিয়নের এমন কেন্দ্র ও পাওয়া গিয়েছে যেখানে সকাল দশটার মধ্যে ১০০% ভোট কাউন্ট শেষ!! সকাল বেলা আমার আম্মা যখন ভোট দেওয়ার উদ্দেশ্যে যাবে তখনি সরকার দলীয় ক্যাডাররা বলে আপনি যাওয়ার দরকার নাই, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। আমার আব্বা মারা গিয়াছে ২বছর গত হল, কিন্তু আমার বাবার ভোটও দেওয়া হয়েছে, আমার বাবা কি কবর থেকে উঠে এসে ভোট দিল? আমি ঢাকায় থাকি এখনো ঢাকায় আছি অথচ আমার ভোট ও দেওয়া হয়ে গেছে, মনে হয় আমি বোরাকে চড়ে গিয়ে ভোট দিয়েছি। চিওড়া ইউনিয়নে ভোট কেন্দ্রে প্রবেশ করার মুহুর্তে জামায়াত কর্মী জালালের উপর হামলা করে তার মাথা পাটিয়ে দেয় রেলমন্ত্রী মজিবুল হক মুজিব বাহীনির গুন্ডারা। এছাড়া বাতিশা ইউনিয়নের নানকরা কেন্দ্রে ব্যালট বাক্স চিনতাই করে। চৌদ্দগ্রাম পাইলট স্কুলে জাল ভোট দেওয়ার সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে মুজিব বাহীনির সন্তাসীরা তাদের উপর আক্রমন করে। তার মানে হচ্ছে আওয়ামীলীগ হচ্ছে একমাত্র দল যাদের সময় ১০০% সুষ্ঠ নির্বাচন হয়-গনতন্ত্র আর আওয়ামীলীগ কখনোই একসংগে যেতে পারে না। বাকশাল যাদের হৃদয়ে তারা জনগণের ভোটের অধিকার কে কেড়ে নিবে এটাই বাস্তবতা। এছাড়াও সারা বাংলাদেশে ব্যাপক সংঘর্ষ, কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই ও সহিংসতার ঘটনা ঘটেছে। নিহত হয়েছে তিনজন। ৬ উপজেলায় ভোট বর্জন করেছে বিরোধীরা। প্রত্রিকায় শিরোনাম এসেছে, জাল ভোটের মহোৎসবে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা...........!

তবে কয়েক জায়গায় জাল ভোট দেবার সময় পোলিং কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছেন দায়িত্বরত ম্যাজিস্টেট!

বাগেরহাটের মেগনিতলায় ভোট কেন্দ্রে যাওয়ার সময় এক শিবির নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শিবির নেতার নাম মঞ্জুরম্নল করিম।

এছাড়াও বরিশালে ছাত্রলীগ সভাপতি মো. মিলন একাই দিয়ে ফেলেছেন ৪০০ ভোট!! সাংবাদিক প্রবেশ না করলে হয়ত একক ভোটের বিশ্ব রেকর্ড গড়ে ফেলতো এই মুজিব সেনা, অথবা আওয়ামী সোনার ছেলে। দেশ জুড়ে এই অবস্থা চলার পরেও আমাদের জোকার নির্বাচন কমিশনার আছেন দেড় মাসের মধুচন্দিমায় ! তার যোগ্য উত্তসরী নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজ বলেছেন, তৃতীয় দফার উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। যে কয়েক জায়গায় সহিংসতা ঘটেছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা!!

বিএনপি ক্ষমতায় না গিয়ে আওয়ামীলীগ যে কি জিনিষ তা জনগণকে চেনালো। যদি কোন দিন এই সরকারের পতন হয় তবে দেশে গনতন্ত্র ফিরে আসতে পারে। এর আগে এরকম বিচ্ছিন্ন ঘটনা চলতেই থাকবে ।

কেননা আওয়ামীরা কখনোনই জনগণকে বিশ্বাস করতে পারে নি।

বিষয়: বিবিধ

২০৬৪ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192638
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
নীল জোছনা লিখেছেন : এত বড় একটি দেশে নির্বাচন হচ্ছে সেখানে সামান্য সহিংসতা হবে না তা কি করে হয়? এটা বিচ্ছিন্ন ঘটনা।
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
143400
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনার জন্য সেটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, আমার বাবা মারা গেছে অথচ তার ভোট দেওয়া হয়েছে!
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
143424
মাজহার১৩ লিখেছেন : এটাও নতুন নয়।
192642
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটাই তো ভাই আওয়ামি ইলেকশন। ৫ই জানুয়ারি নির্বাচনে আমাদের পরিবারে কেউ ভোট দিতে যায়না কিন্তু আমাদের ভোট পড়ে গেছে।দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসারকে সে কেন চ্যালেঞ্জ করলনা জিজ্ঞেস করলে বলে যে আমরা যে ভোট দিতে যাবনা তা নিশ্চিত ছিল বলে নিশ্চিন্তে জাল ভোট দিয়েছে।
আওয়ামি লিগ এর আদর্শই হচ্ছে যে কোনভাবে ক্ষমতা দখল।
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
143409
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, মন্তব্য করার জন্য।
192646
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
192648
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আওয়ামী মানেই দুই নাম্বার।
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
143419
বাংলার দামাল সন্তান লিখেছেন : ঠিক বলেছেন।
192650
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
সিটিজি৪বিডি লিখেছেন : বাআল এর কাছ থেকে ভাল কিছু আশা করা বোকামী।
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
143421
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ।
192664
১৫ মার্চ ২০১৪ রাত ০৮:০০
ফেরারী মন লিখেছেন : ব্যাপার না বস এগিয়ে যান। ভালো কিছু পেতে রক্ত ঝরাতে হয়।
১৫ মার্চ ২০১৪ রাত ০৮:০১
143429
বাংলার দামাল সন্তান লিখেছেন : দোয়া করবেন।
192703
১৫ মার্চ ২০১৪ রাত ০৯:১৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : গজব লীগ থেকে আল্লাহর নিকট পানাহ চাই।
১৫ মার্চ ২০১৪ রাত ০৯:২৮
143460
বাংলার দামাল সন্তান লিখেছেন : একদিন এদের উপর আল্লাহর গজব পরবে।
192704
১৫ মার্চ ২০১৪ রাত ০৯:১৭
মোবারক লিখেছেন : আমার ইউনিয়ন এর নাম ও আছে মান ইচ্ছত সব গেল ,
ছাত্রলীগ এক বন্ধুকে গতকাল রাতে ফোন করে ছিলাম,
ভোট এর খবর এর জন্য।আমাকে সে বললো সুস্ঠ ভোট হলে আমরা হেরে যাব,
ভোটকেন্দ্র দখল ছাড়া আমাদের উপায় নাই,
মন্ত্রীর মান ইচ্ছত এর ব্যাপার,
১৫ মার্চ ২০১৪ রাত ০৯:২৮
143461
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনার জেলা কোনটা।
১৫ মার্চ ২০১৪ রাত ১০:০৫
143472
মোবারক লিখেছেন : আমার বাড়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম/ আমার ও চৌদ্দগ্রাম
ইউনিয়ন জগন্নাথ দিঘী
১৬ মার্চ ২০১৪ সকাল ১০:১৫
143604
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনি কি আমাকে চিণেন, আমার বাড়ি গুনবতী।
১৬ মার্চ ২০১৪ দুপুর ০২:২৯
143662
মোবারক লিখেছেন : আপনার ছবি থাকলে হয়তো চিনতাম,
192719
১৫ মার্চ ২০১৪ রাত ০৯:৪৭
মোঃজুলফিকার আলী লিখেছেন : এ সব দেখতে দেখতে অভ্যস্থ হয়ে গেছি। এর চেয়ে কঠিন কিছু হয়েছে অন্যান্য উপজেলাগুলোতে। বড়ই দুঃখিত। ধন্যবাদ।
১৫ মার্চ ২০১৪ রাত ০৯:৫৩
143464
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনারা আপডেট দেন না কেন?
১০
192749
১৫ মার্চ ২০১৪ রাত ১১:০৪
সালাহ খান লিখেছেন : এসব কোন ব্যাপারই না , মা হাসিনার আমলে কত কি যে হবে , যা কেউ ভাবেনি আগে - সো , নো মোর টোক টক
১৬ মার্চ ২০১৪ সকাল ১০:১৫
143605
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ।
১১
192785
১৬ মার্চ ২০১৪ রাত ০১:৩২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক আগেই ফেবুতে বলেছিলাম, একবিংশ শতাব্দীর শ্রেষ্ট আলকায়েদা, সন্ত্রাসী হচ্ছে আমলীগ
১৬ মার্চ ২০১৪ সকাল ১০:১৬
143606
বাংলার দামাল সন্তান লিখেছেন : সহমত।
১২
192790
১৬ মার্চ ২০১৪ রাত ০১:৫৮
সবুজেরসিড়ি লিখেছেন : আপনি যে গুলা সংগ্রহ করেছেন এই গুলা কিছুই না এর চেয়েও আনেক খারাপ আবস্থা গেছে অনেক উপজেলায় . . . এটাই স্বাভাবিক কারন আওয়ামীলিগ এদের কাছে এর চেয়ে ভাল কিছু আশা করা ভুল . ..
১৬ মার্চ ২০১৪ সকাল ১০:১৬
143607
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনারা বাস্তব ছিত্র আপডেট দেন না কেন?
১৩
192988
১৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৮
শারমিন হক লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
143786
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
১৪
212799
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
অজানা পথিক লিখেছেন : অনেক দিন পরে আপনার আমন্ত্রণ রক্ষা করলাম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File