বিরানকালের তিরোধান অত্যাসন্ন

লিখেছেন লিখেছেন ফজলে এলাহি মুজাহিদ ১৭ মার্চ, ২০১৩, ০২:৪৭:২০ রাত

বিচিত্র বাহনে চড়ে ঘুরে ফেরে এই মন

এখন এখানে তো পলক না পেরুতে ঐ সপ্তাকাশে

নিমিষ না ফুরাতে পাতালের কোন অতল গভীরে

এমনকি অনন্ত জীবনে অথবা এই তো বুকের মাঝে

কত করে বোঝাই, ব্যথিত হোস্ নে বেহাল পৃথিবী দেখে

পৃথিবী তো এমনই; সবকিছু লৌকিক এই আয়োজনে

এখানে অলৌকিক খুঁজে ফেরার চেয়ে মানিয়ে নে

বোঝেনা সে, ক'বেকার সেই সরল অংক নিয়ে এখনো পেরেশান

জগতের নিয়মে রাত পোহালেই ভোর হবে, তুই তো জানিস্

তবু এই রাত্রিকে অনন্ত ভেবে কেন কষ্ট তোকে নীল করে তোলে

ঐ নীলের বুকে তপ্ত সূর্য আর শীতল চাঁদের পালাবদল চিরন্তন

তবু কোন্ খেয়ালে অস্থিরতা স্থবির করে, কোন্ স্থিরতায় তুই উন্মাদ?

বাঁশ বাগানের মাথার উপর চাঁদ দেখিস্ না অনেক দিন হলো

ঠা ঠা গুলির ধোঁয়া, বিস্ফোরিত ককটেল, টিয়ার গ্যাস, ধুলোবালি

আর বস্তির জন্তুরূপী মানুষদের ত্যানা পোড়ানো ধোঁয়ার অন্ধকার

তাই বলে কি কাজলা দিদির কথা ভুলতে পেরেছিস মুহূর্তকাল?

ভিত-জ্বলা পোড়ো মাটিতে গড়া মন যেন তুই আামার

একবার ভেঙ্গে গেলে আর জোড়া লাগিস্ না জনমে

বিশ্বাস হারানো পথে পথে তোর চলতে হয় না অনন্তকাল

চার কদম চলেই অবিশ্বস্ত ডাইনী দমনে এখন তুই জীবনপণ

বিচিত্র বাহনে চড়ে চষে বেড়ানো সৌখিন মন আমার

চিত্রিত বসনে চৌকাঠে চড়ে গহীন অন্ধকারে হারাতে

এমন নির্ভিকতা কোথায়, কোন্ মন্ত্রে, কোন্ তন্ত্রে পেলি

আমি তার ধ্যানে অন্তকাল নিমগ্ন থাকতে চাই, অনন্ত কা...ল...

বিষয়: বিবিধ

১২০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File