হৃদয় মাঝে বৃষ্টি পড়ে

লিখেছেন লিখেছেন ফজলে এলাহি মুজাহিদ ০১ জানুয়ারি, ২০১৩, ০৩:০৮:৪২ রাত

মনটা কেমন কেমন করতেছিল কিছুদিন থেকে। শুরু করেছিলাম এনটিভির অনুষ্ঠান দেখে সেই যে সামহোয়্যারইন ব্লগ থেকে। তারপর অনেক ব্লগে ভেগে-দৌড়ে প্রায় অস্থির। সেই অস্থিরতা এক সময় মনের মধ্যে প্রভাব ফেলে বসে। সেই যে বসেছে আর উঠার নাম নেই। কোথায় দৌড়াতাম সেখানে বসে পড়লাম। বসা কি রীতিমত শুয়ে পড়লাম।

দৌড়াতে দৌড়াতে সাথে করে নিয়েছিলাম অনেক কিছুই। অনেক গুলো পাত্র,। বৃষ্টি তো হয়েছে মুষলধারে। যোগ্যতার অভাবে ধরে রাখতে পারিনি পানি। পাত্রগুলো খালিই পড়ে আছে। এ পাত্র আমার প্রচেষ্টায় বেশ কিছু সাইট। আর যেখানে পেরে উঠিনি যথেষ্ট পরিমাণ লেখালেখি জমাতে। অথচ সুযোগ ছিল যথেষ্ট। কিন্তু যথেষ্ট যোগাতে পারিনি মনোবল। অথবা আগ্রহ। অথবা নসীবে না থাকলে করার কি থাকে অবস্থা হয়েছিল।

একজন সুহৃদের কাছ থেকে টুডে ব্লগের ঠিকানা পেয়ে আবারো দৌড় লাগালাম। দেখি এবারের দৌড়ে কিছু সংগ্রহ করে নিতে পারি কি না। হৃদয়টা বড্ড বেয়াড়া বিগত কয়েক বছর থেকে। তাকে ধরে এনে পুরে নিতে হবে ব্লগের পাতায়,। পড়াশোনায়। লেখালেখিতে এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে-সংগ্রামে।

বিষয়: বিবিধ

১৩২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File