দ্বিখন্ডিত বাংলা ব্লগিং এবং বিডি ব্লগের যাত্রা.....
লিখেছেন লিখেছেন মু নূরনবী ৩০ ডিসেম্বর, ২০১২, ১২:৩১:২২ রাত
<:-Pব্লগিং জগতের সাথে পরিচিত হয়েছি প্রায়ই চার বছর হতে চলেছে। ![]()
বাংলা ভাষাভাষী প্রায় সকল ব্লগেই ব্লগিং করেছি।
অনেক কিছু শিখেছি...অনেক কিছু জেনেছি।
সেই সাথে তিক্ত অভিজ্ঞতাও কম হয়নি।
আমাদের দেশের দুটি প্রধান রাজনৈতিক দলের ন্যায় ব্লগিং জগতটাও আজ দ্বিখন্ডিত!!! :(fight)
এখানে একপক্ষ আরেক পক্ষকে যেমন সহ্য করতে পারে না। তেমনি ব্লগেও দুই মেরুর পক্ষাবলম্বনকারীরা একে অপরকে এতটুকু ছাড় দিয়ে কথা বলেন না। আর সেটা অনেক সময় এতটাই অশ্লীল হয়ে যায়, যে সুস্থ মস্তিষ্কের কোন মানুষ অবস্থান করতে পারে না।
সবচে অবাক হয়েছি মডারেশন প্যানেল এদেরকে সাপোর্ট দিয়ে যায়। এতে নাকি হিট বাড়ে!!! ![]()
বিডি ব্লগের নিকট প্রত্যাশা থাকবে...সকল মত এখানে সমান গুরুত্ব পাবে। পাঠক এবং আগামীর লেখকরাই সিদ্ধান্ত নেবে কোনটা সঠিক কোনটা ভুল। যদি এই নীতিতে অটল থাকতে পারে বিডি তাহলে সাথে আছি।
বিডির পথ চলায় শুভ কামনা...
আপা:তত সহযাত্রী হয়ে গেলাম। ![]()

বিষয়: বিবিধ
১২৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন