আমরা কি স্বাধীন?...এবার প্রশ্ন উঠছে কুটনৈতিক মহল থেকে।

লিখেছেন লিখেছেন মু নূরনবী ২৬ নভেম্বর, ২০১৩, ১০:০৬:৩৪ রাত

‘স্বাধীন’ বাংলাদেশ দেখতে চায় চীন

তার মানে আমরা যে 'পরাধীন', সেটা আস্তে আস্তে বিদেশীদের মুখে ফুটতে শুরু করেছে। ঢাকার সিদ্ধান্ত হয় দিল্লিতে। পঙ্কজ শরণরাই এখন ঢাকার ডিসেশন মেইকার।



এই কি আমাদের স্বাধীনতা? এই স্বাধীনতাই কি আমরা চেয়েছি?

চ্যাতনার ব্যবসায়ী লীগাররা আর কত দিন মুক্তিযুদ্ধের ট্যাগ লাগাবা? ভারতের এই নগ্ন হস্তক্ষেপে সাধারণ মানুষের কাছে আজ দিবালোকের মত পরিষ্কার আওয়ামীলীগকে কেন ভারত এতটা উলঙ্গ সাপোর্ট দিচ্ছে? শেখ হাসিনাই কি হতে যাচ্ছে লোন্দুপ দর্জি?

পরিশেষে শুধু একটা কথাই বলব, ৭২ সালে যদি তোমরা ফিরে যাও, ৭৫ তোমাদের জন্য অনিবার্য। সেই সাথে ভারতের এই নগ্ন হস্তক্ষেপ আগামী প্রজন্মকে আরো ভারত বিরোধী করে তুলবে তাতে কোন সন্দেহ নাই। আগামী প্রজন্ম জানবে তারা আমাদের বন্ধু নয়, নিপীড়নকারী। ফেলানীর হত্যাকারী!

বিষয়: রাজনীতি

১৪৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File