সুশীল ভেক, ইসলামিস্টদের কপটতা প্রসঙ্গ

লিখেছেন লিখেছেন মু নূরনবী ২১ অক্টোবর, ২০১৩, ০৪:৩০:৫০ বিকাল



হাল আমলে ইসলামস্টিদের গালি দিয়ে জাত বনে যাওয়ার ছড়াছড়ি দেখে মিটিমিটি হাসি! অনেকের মাঝে এই ধরণের প্রবণতা অত্যাধিক হারে বেড়ে যাওয়ার হেতু কি তারাই জানেন, তবে আমার অবজারবেশন---- না পাওয়ার বেদনা বা ব্যক্তিগত রেশারেশিটাই বেশী বলে মনে হয়েছে!

বাংলা ব্লগিং এর ইতিহাসে এসবি এক নতুন ডাইমেনশন তৈরি করতে সক্ষম হয়েছিল। সামুর মডুদের ইসলাম বিদ্বেষী মনোভাব আর নাস্তিকতার প্রসারের বিপরীতে এসবি'র খুব অল্প সময়ে জনপ্রিয়তার পেছনে ইসলামিস্টদের অবদানই ছিল বেশী।

বাংলাদেশের ইতিহাসে ইনকিলাব ছিল ইসলামিস্টদের মুখপাত্র এবং তৌহিদী জনতার কন্ঠস্বর। দৈনিক নয়াদিগন্ত পত্রিকার আগমনে একঝাঁক সাংবাদিক যখন ইনকিলাব ছেড়ে দেয় তখন ইনকিলাব ম্যানেজমেন্ট ভালভাবে সেটা নেয়নি। সেই সাথে জমিয়াতুল মোদারেছীনে বাহাউদ্দিনের একচ্ছত্র আধিপত্য তাতে ঘি ঢালে। ব্যস, ইনকিলাব 'র' এর সাথে যুক্ত হয়ে গেল। পরিণামে ০৪ লক্ষ সার্কুলেশন নেমে আসলো ২০ হাজারে!!!

ঠিক এসবির ক্ষেত্রেও যতদিন তারা সত্যের পথে ছিল, ততদিন বাকশালীরা এসবির টিকিটিও ছুঁতে পারেনি। যেইনা কেবলা পরিবর্তন করলো অমনি বন্ধের পাশাপাশি এডমিন/পরিচালনাকারীও এরেস্ট! বাকশালের পদলেহন না করেও যে টিকে থাকা যায়, তার বাস্তব উদাহরণ দৈনিক আমারদেশ।

বর্তমানে টুডে/টুমরো ব্লগের ক্ষেত্রেও আমরা তাই ই দেখি। কি সব ফালতু নিক তৈরি করে ধর্ম বিদ্বেষী পোস্ট অব্যাহত রাখা হয়েছে কুরবানীর মত প্রকাশ্যে হত্যা যজ্ঞের মহা উৎসব থেকে মানুষ কি শিক্ষা অর্জন করতে পারে ?। শুধু তাই নয়, বিগত কয়েকদিন পূর্বে মালালাকে নিয়ে লেখা মালালা নিউজ ও 'ছাগু' সমাচার একটি কাল্পনিক গল্পের বিপরীতে ইসলামিস্টদের প্রতিক্রিয়াকে কড়া ভাষায় ভর্তসনা করে সেই পোস্টকে ঝুঁলিয়েও রাখা হয়েছিল অনেকদিন। সেখানে অনেকে সুশীল ভেক ধরে ইসলামিস্টদের এক হাত নিয়েছেন।

আপনাদের অভিযোগ গুলোর সাথে আমি একমত। অনেক ইসলামিস্ট ভাই না বুঝে অনেক ফেইক নিউজে আবেগ তাড়িত হয়ে পড়েন, ফেইক ছবি শেয়ার মারেন আল্লাহর কুদরত দেখে আমাদের ফাদে পড়া। এটা তাদের নিছক জানার ভুল। এই সংখ্যাটা সম্ভবত খুব বেশী না।

কিন্তু এ রকম হাজার ভুল পরগতিশীলরা করে থাকে। দেহব্যবসায় ধরা খাওয়া আশুলিয়ার যুবলীগ নেতার হোটেল থেকে মেয়েদের ছবিকে ছাত্রী সংস্থার মেয়েদের বলে চালিয়ে দেওয়া কিংবা শ্রীলংকার প্রেসিডেন্টের সাথে বারাক ওবামার ছবির সাথে হাসিনার ছবি সংযোজন করে (Click this link) চালিয়ে দেওয়ার উদাহরণও আমাদের সামনে জাজ্বল্যমান।

অনেকে ইসলামিস্টদের ১০% পার্সেন্ট কপটতাকে ৯০% পার্সেন্ট উদারতার কাছে তুচ্ছ মনে করেন! একটা লোকের যদি ৯০% ভাল দিক থাকে আর অন্য একটা লোকের ১০% ভাল দিক থাকে কাকে আপনি গ্রহণ করবেন? ৯০% ভাল থাকলে ঘষা মাঝা করে এটাকে ৯৫-৯৯ এ নিয়ে যাওয়া মোটেই অসম্ভব নয়। কিন্তু ১০% কে ৯৯ এ নিয়ে যাওয়া অলীক বা অসম্বভই নয়, দিবা স্বপ্নও বলা যেতে পারে!!! আর এ কথাও মনে রাখতে হবে ১০০% পারফেক্ট কেউই না, এটা একমাত্র সৃষ্টিকর্তার ক্ষেত্রেই সম্ভব।

ব্লগিং করি খুব বেশী দিন নয়, কিন্তু যারা আজ সুশীল ভেক ধরছেন বা ধরার চেষ্টা করছেন অন্তত তাদের চাইতে কম নয়। আপনি একজন সোবহান হুজুর নামধারীর নিককে কোড করে একজন পুষ্পিতা, একজন হাসান, একজন আবু জারীর , একজন আবু সামীয়াহ, একজন নজরুল ইসলাম টিপু, একজন চেয়ারম্যান, একজন নুরে সিদ্দিীকা আয়েশা, একজন জামাল উদ্দিনএকজন প্রিয়ন্তিকে.... গালি দিতে পারেন না। এরাও তো ইসলামিস্ট। আপনাদের সমালোচনার দৌড় দেখে হাসি! আপনি হয়তো জানেন না, আপনার অজান্তেই আপনি এমন কাউকে গালি দিচ্ছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামিস্টদের সাইবার ওয়ার্ল্ডে যে ফাইট চলছে তার নেপথ্য কারিগরদের একজন। যার দিনের অন্তত সিংহভাগ কাটে সাইবার যুদ্ধে।

একসেপশন ইজ নট এক্সামপল। মওদুদীর তাফসীর পড়ে কত মানুষ দ্বীনকে চিনেছে...অথচ তার ছেলে ফারুক মওদুদী চিনে নাই্। এই জন্য কি মওদুদীকে গালি দিবেন? দু একজন হয়তো লাইনচ্যুত বা ব্যক্তিগত রেশারেশির কারণে কাউকে বিরক্ত করতে পারে, সেটা ব্যক্তিগত পর্যায়ে থাকাটাই ভাল। ময়লা সব সময় ডাস্টবিনের ভেতরেই রাখতে হয়, ঢাকনা খুলতে নেই। এতে শুধুই দুর্গন্ধ ছড়ায়।

আপনারা যারা সুশীল ভেক ধরছেন, তারাতো অনেক বড় ইসলামের খেদমতকারী হয়ে গেছেন। বরং আমার তো মনে হয়, আপনাদের মধ্যে যতটুকু উদারতা এখনো রয়েছে সেটা নিশ্চয়ই ইসলামের প্রভাবেই, নয়কি? তাহলে কারো অসাবধানতা-কারো অজ্ঞতা-কারো লাইনচ্যুত হয়ে যাওয়াকে আপনি কিভাবে পুরো একটি সমাজের উপর চাপিয়ে দিচ্ছেন?



বিষয়: বিবিধ

১৯১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File