'থাবা বাবা' র থাবায় অবিবাহিত ব্লগাররা বিপাকে! (রম্য পোস্ট)
লিখেছেন লিখেছেন মু নূরনবী ০৭ এপ্রিল, ২০১৩, ০৪:১৫:৫৫ বিকাল
দাবি শুধু একটাই
ব্লগারদের ফাঁসি চাই!
শুনে আমার তো ভিমরী খাওয়ার দশা হয়েছে। গতকাল হেফাজতের মিছিলে গগনবিদারী এই স্লোগানকে কিছুটা বুদ্ধিমত্তা দিয়ে যতটুকু পেরেছি পরিবর্তন করে...
দাবি শুধু একটাই
নাস্তিকদের ফাঁসি চাই।
কিংবা
দাবী শুধু একটাই
নাস্তিক ব্লগারদের ফাঁসি চাই- এ স্লোগানে পরিবর্তন করার চেষ্টা করেছি।
ব্লগার মানেই নাস্তিক নয়! আজ হাজার হাজার ইসলামপ্রেমী সাইবার যোদ্ধা নিজেদের মেধা, প্রজ্ঞা, আন্তরিকতা দিয়ে ইসলামী শক্রদের মোকাবেলা করে যাচ্ছে । সফলও হয়েছে বেশ। তারই প্রমাণ "বাঁশের কেল্লা" কিংবা বন্ধ হয়ে যাওয়া আমাদের হৃদয়স্পন্দন "সোনার বাংলা ব্লগ বা এসবি" ।
এবার আসল কথায় আসি...
প্রত্যেক বাবা চায় তার মেয়েকে সুপাত্রস্থ করতে। কৌশলে জানার চেষ্টা করে মাইনে কত! তবে এ ক্ষেত্রে ডাক্তার আর ইঞ্জিনিয়ার পাত্রই এগিয়ে। এ জন্যই হয়েতো স্কুলে থাকতে যখন 'এইম ইন লাইফ' রচনা লিখতে বসতাম তখন স্যারেরা বলতো ডাক্তার বা ইঞ্জিনিয়ার লিখে দাও। স্যাররা সম্ভবত ধরা খেয়েই অম্ল মধূর অভিজ্ঞতা থেকে বলতেন কিনা!
বর্তমানে ডাক্তার-ইঞ্জিনিয়ারদের পর পরই "ব্লগার" পেশাটা খুব আলোচিত এবং সম্মানের পেশা হিসেবে চাউর হয়ে গিয়েছিল শাহবাগীয় বিরানী পার্টির কল্যাণে।
আলো দেখতে পেয়েছিল হাজারো আদু ভাই! আড়মোড় ভেঙ্গে নড়ে চড়ে বসল। যাক বাবা, ব্লগার মানেই বিশাল সম্মান। মুক্তিযুদ্ধের চেতনা। অহিংস আন্দোলনের সুতিকাগার। অনেকেই হয়তো...'এবার হয়ে যাবে বেলা শুনছো' গানটিও নিজের মত করে গুন গুন করে আওড়িয়েছেন।
হঠাত বিধিবাম। থাবা বাবার থাবায় সব লন্ডভন্ড!!!
থাবা বাবা নিহত হওয়ার পরই কালো বিড়ালের পর জাতি আবার দেখল 'ব্লগের বিড়াল'! অনেকটা ধামাক্কা গান চলা অবস্থায় বিদ্যুত চলে গেলে যা হয় আর কি! ব্লগাররা মুখ লুকাতে শুরু করলেন। সব দিকে রব উঠে গেল "ব্লগার মানেই নাস্তিক"!!!
কে দেবে আশা..কে দেবে ভরসা???
উতসর্গ: সে সকল সাইবার যোদ্ধাকে যারা দিনরাত পরিশ্রম করে হলুদ মিডিয়ার বিপরীতে সত্যকে তুলে ধরার নিমিত্তে কাজ করে চলেছেন।
বিষয়: বিবিধ
১৪৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন