প্রিয় কবি নজরুলের আমার কৈফিয়ত কবিতার একাংশ:
লিখেছেন লিখেছেন শরীফ নজমুল ০২ এপ্রিল, ২০১৩, ০৩:২০:৪৫ দুপুর
-----------------------
-------------------------------
আমি বলি, ওরে কথা শোন ক্ষ্যাপা, দিব্যি আছিস খোশ-হালে।
প্রায় ‘হাফ’-নেতা হ’য়ে উঠেছিস, এবার এ দাঁও ফসকালে,
‘ফুল’-নেতা আর হবিনে যে, হায়!
বক্তৃতা দিয়া কাঁদিতে সভায়
গুঁড়ায়ে লংকা পকেটেতে বোকা এই বেলা ঢোকা! সেই তালে
নিস তোর ফুটো ঘরটাও ছেয়ে’, নয় পস্তাবি শেষকালে।
বোঝে না’ক যে সে চারনের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে,
গান শুনে সবে ভাবে, ভাবনা কি? দিন যাবে এবে পান খেয়ে!
র’বে না’ক ম্যালেরিয়া মহামারী,
স্বরাজ আসিছে চ’ড়ে জুড়ি-গাড়ি,
চাঁদা চাই, তারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁদে ছেলে-মেয়ে।
মাতা কয়, ওরে চুপ হতভাগা, স্বরাজ আসে যে দেখ চেয়ে’!
ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দু’টো ভাত একটু নুন।
বেলা ব’য়ে যায়, খায়নি ক’ বাছা, কচি পেটে তার জ্বলে আগুন!
কেঁদে ছুটে আসি পাগলের প্রায়!
স্বরাজের নেশা কোথা ছুটে যায়!
কেদে বলি, ওগো ভগবান তুমি আজিও আছ কি? কালি ও চুন
কেন ওঠে না’ক তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন?
বন্ধু গো আর বলিতে পারি না, বড় বিষ-জ্বালা এই বুকে!
দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে।
রক্ত ঝরাতে পারি না তো একা,
তাই লিখে যাই এ রক্ত-লেখা,
বড় কথা বড় ভাব আসেনা’ক মাথায়, বন্ধু, বড় দুঃখে!
অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু যাহারা আছ সুখে!
প্রার্থনা ক’রো- যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস!
যেন লেখা হয় আমার রক্ত-লেখায় তাদের সর্বনাশ!
বিষয়: বিবিধ
২৪১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন