বদলে যাওয়া সময়ের অছিলায় নষ্ট হয়ে যাওয়া আমরা

লিখেছেন লিখেছেন শরীফ নজমুল ১৬ আগস্ট, ২০১৪, ১০:৪১:৫০ রাত

আমাদের বাড়িগুলো বড় ও সুদর্শন,

লাখো টাকার ইন্টেরিওরে চকচকে অন্দর মহল

কিন্ত পরিবারগুলো ছোট, আরও ছোট আমাদের মন।

গ্রাম থেকে আসা বন্ধু কলিমুদ্দী

কিম্বা গরীব আত্মীয় দবিরের এখানে জায়গা হয় না,

দরিদ্র কন্যা-শিশুর শৈশব বিকানো দাসত্বে কেনা হয় গৃহের সুখ!

হাজারো বড় বড় ডিগ্রীধারী লোক, এমএ-বিএ-পিইচডি-

স্যুট-টাই পরা কেতাদুরস্ত সব

সাথে পাল্লা দিয়ে বেড়েছে দুর্ণীতি,

সুশীল নামের মাথা বিকিয়ে দেয়া লোক চারিদিকে...

সভ্যতার আবরণে অসভ্যতার নিত্য বসবাস

কলমের খোচায় মেরে খায় গরীবের ভাগ।

বেড়েছে আমাদের বিত্ত-বৈভব, ভোগে মত্ত আমরা

কিন্তু সুখ নাই মনে, মুল্যবোধ গেছে বনবাসে

আমরা খরচ করি দুহাতে,

অহেতুক বড়লোকি দেখানোর প্রতিযোগিতায় নামি

কিন্তু প্রাণ খুলে হাসতে পারি না।

বড় বড় বিমানে চড়ে ঘুরি দেশ-মহাদেশ

ব্যাবসা-বাণিজ্য কিম্বা নিছক ছুটি কাটানো...

আমরা চাঁদে কিম্বা মংগল গ্রহে যেতে পারি

কিন্তু রাস্তার ওপারের প্রতিবেশীর বাড়ি যাবার সময় হয় না।

আমরা পরমানু ভেঙ্গে ফেলতে পারি,

কিন্ত নিজের ভিতরের অহংবোধ ভাংতে পারি না।

বিষয়: বিবিধ

১১০৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255011
১৬ আগস্ট ২০১৪ রাত ১১:০০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
255026
১৭ আগস্ট ২০১৪ রাত ১২:০২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আসলে দুরনিতীগ্রস্ত সমাজে সুব্যক্তি বা সাদা মনের মানুষ পাওয়া দুস্কর! সাদা মনের মানুষের অপেক্ষায় পৃথিবী। ধন্যবাদ!
255069
১৭ আগস্ট ২০১৪ রাত ০২:৫৭
বুড়া মিয়া লিখেছেন : সামাজিক বেদনা ব্যক্তিমন একাই ধারণ করিলে উহা পিষিয়া ফেলিবে ব্যক্তিকে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File