এই অপুষ্ট গণতন্ত্র কিভাবে সুস্থ সংসদ প্রসব করবে?

লিখেছেন লিখেছেন শরীফ নজমুল ০৯ ডিসেম্বর, ২০১৩, ০৪:০৯:২৩ বিকাল

আমাদের অপুষ্ট তরুণী গণতন্ত্রের এখন নতুন একটি সংসদ প্রসবের সময়। পুষ্টির অভাবে ভুগা তরুণী গৃহবধু গর্ভাবস্থায় যেমন নানা বিপদ-জনক উপসর্গে ভুগে থাকে, আমাদের গণতন্ত্রও এই রকম বিপদাবস্থার মধ্যে আছে।মাতৃ-মৃত্যুর হার আমরা অনেক কমিয়ে আনতে পারলেও নির্বাচনকালিন গণতন্ত্র মৃত্যুর কমানোর ক্ষেত্রে সেটা এখনো সম্ভব হয়নি! আগেরবার তো গণতন্ত্রকে দুই বছর আইসিইউতে রেখে তবে একটা নতুন সংসদ পেয়েছিলাম। এবার কি হবে কে জানে?

আশার কথা বিভিন্ন রকম চিকিতসার ব্যবস্থা হচ্ছে- যেমন বিরোধী দলের হরতাল-অবরোধ আর নির্বাচন বর্জন, সরকারী দলের সর্বদলীয় সরকার, এরশাদের ডিগবাজি, সুজাতা চিকিতসা ইত্যাদি। জীবনের শেষ চিকিতসা হিসাবে এখন চলছে-জাতিসংঘের নেতৃত্বে তারানকো চিকিতসা। এই চিকিতসায় ফল হবে কিনা কে জানে?

এই অপুষ্ট গণতন্ত্র যদি শেষ পর্যন্ত একটা সংসদ প্রসব করতে পারেও তাহলে আশংকা করা হচ্ছে মা (গণতন্ত্র) ও শিশু (সংসদ) দুজনই জীবনের ঝুকিতে থাকবে। আর যার ফল হিসাবে হরতাল-হত্যা-খুন-অরাজকতা-নাশকতা-জ্বালাও-পোড়াও, ব্যবসা বানিজ্যে ধবস, বিদেশে ইমেজ সংকট সহ নানা ধরনের বিপদের মধ্যে পড়ে ঠাবে এই দেশ! তাই দুই মহান (!) নেত্রীর কাছে অনুরোধ আপনারা কঠোরতা আর আপোষহীনতার পাল্লা না দিয়ে সমঝোতার পথে পাল্লা দিন। সাধারন মানুষ কে বাচতে দিন। আপনার ধৈর্য আর সুবুদ্ধি আমাদের গণতন্ত্রকে পরিপুষ্ট করতে পারে, যেটা সাধারন মানুষ কে স্বস্তি আর শান্তি দিতে পারে। আর আপনারা ঝগড়া করেন, গোলমাল বাধান আর সেটা সারিয়ে দেবার জন্য বিদেশীরা দুতিয়ালী করে সেটাতে আপনারা লজ্জা না পেলেও আমরা মর্মাহত ও লজ্জিত হই। আপনাদের এই অদুরদর্শী রাজনীতিকে আমরা ধিক্কার জানাই!!

বিষয়: বিবিধ

১১০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File