হতাশাবাদী বনাম আশাবাদী
লিখেছেন লিখেছেন শরীফ নজমুল ২৩ জানুয়ারি, ২০১৩, ১২:৪২:৫৮ দুপুর
হতাশাবাদী ঃ দোষ খুজে বের করে।
উদাহরনঃ না ভাই আমি যেতে পারব না ,যে ট্রাফিক জ্যাম। আপনি এখানে আসেন।
আশাবাদী ঃ সামাধান খুজে বের করে।
উদাহরনঃ ভাই ট্রাফিক জ্যাম তো বেশী, আমি ডকুমেন্ট টা আপনাকে বরং মেইল করে দেই।
হতাশাবাদী ঃ অন্যের অনুকম্পা প্রত্যাশা করে।
উদাহরনঃ আমি তো শেষ, এই পরীক্ষায় পাশ করতে পারব না। দোস্ত, আমারের বাচা।
আশাবাদী ঃ আশ-পাশের মানুষ কে প্রফুল্য রাখে।
উদাহরনঃ দোস্ত, চিন্তা করিস না, আজ সন্ধ্যায় বাসায় আয় আমি তোরে সুন্দর করে বুঝাইয়া দিতেছি, দেখবি পরীক্ষায় তুই আমার চেয়ে ভাল নাম্বার পাবি।
হতাশাবাদী ঃ ফলের মধ্যে বিচি থাকে কেন এটা নিয়ে সে বিরক্ত হয়। উদাহরনঃ দোস্ত, তোরমুজ এত টেস্টি ফল মাগার বিচির জ্বালায় খাইতে ইচ্ছা করে না।
আশাবাদী ঃ ফলের মাঝের বীজ লাগিয়ে নতুন গাছ জন্ম দেয়। উদাহরনঃ দোস্ত, আমের আটি গুলি জমা করিস, বাড়ির পিছনে লাগায়ে দিব, বড় হলে কলম বেধে বাগান করব।
হতাশাবাদী ঃ একাকীত্ব তৈরী করে, মানুষের সংগ ভাল ভাল লাগে না। উদাহরনঃ আমারে বিরক্ত করিস না, মেজাজ বহুত খারাপ আছে। তুই এখন যা গা!
আশাবাদী ঃ নতুন বন্ধু তৈরী করে, দলবদ্ধ হয়ে কাজ করতে পারে। দোস্ত, মন টা আজ ভাল নেই, একটু আয় না আড্ডা দেই!
হতাশাবাদী ঃ কাজের পথে বাধা তৈরী করে।
আশাবাদী ঃ মানুষের পথের বাধা দূর করে দেয়।
হতাশাবাদী ঃ সর্বদা সমালোচনা মুখর থাকে। কার কি দোষ-ত্রুটি তা তার মুখস্থ থাকে।
আশাবাদী ঃ সর্বদা কাজ নিয়ে ব্যস্ত থাকে, অন্যের দোষ-ত্রুটি দেখবার মত সময় তার হয় না।
হতাশাবাদী ঃ কোন কাজ করতে গেলে শুধু বিপদ তদেখতে পায়। উদাহরনঃ বেড়াতে যাব, ছিনতাইকারী ধরতে পারে।
আশাবাদী ঃ কোন কাজ করতেগেলে অপারচুনিটি দেখতে পায়। উদাহরনঃ বেড়াতে যাব, একটা নতুন জায়গা দেখা হবে।
হতাশাবাদী ঃ অন্যকে কাজ করতে বাধা দেয়। উদাহরনঃ ব্যাবসা করবা, চারদিকে যা অবস্থা, লাভ তো করতে পারবা না
আশাবাদী ঃ অন্যকে কাজ করতে ঊতসাহ দেয়। উদাহরনঃ ব্যাবসা করবা, খুব ভাল, কষ্ট করলে একদিন নিসচয় তোমার ব্যবসার পসার অনেক ভাল হবে। তোমার জন্য দোয়া রইল।
হতাশাবাদী ঃ ব্লগে পোস্ট দিয়ে কি হবে আমার লিখা কেউ পড়ে না!!
আশাবাদী ঃ কেউ পড়ুক আর না পড়ুক, আমি পোস্ট দিবই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে.........
আমি নিজরে আশাবাদি মনে করতাম..কিনতু বর্তমানে মনে হচছে হতাশাবাদীদের দলে চলে যাচছি....মুক্তি পাওয়ার চেষ্টায় এই পোষ্ট।
বিষয়: বিবিধ
১০৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন