এই মুহুর্তে নির্বাচন হলে জয়ী হবে আ.লীগ- ডেইলি স্টার; শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা বেড়েছে- প্রথম আলো
লিখেছেন লিখেছেন হাসান ০৬ জানুয়ারি, ২০১৩, ০২:২১:৪৪ দুপুর
আজ ৬ জানুয়ারি আ.লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ৪ বছর পূর্তিতে ডেইলি স্টার তাদের পরিচালিত জরিপের "আজ এই মুহুর্তে নির্বাচন হলে কোন দলকে ভোট দেবেন? এই প্রশ্নের ফলাফলে উল্লেখ আ.লীগকে বিএনপির চেয়ে ৩% ভোটে এগিয়ে রেখেছেন। এক্ষেত্রে জাপা ৫% এবং জামায়াত ১% ভোট পাবে বলে জরিপে দেখানো হয়েছে।
অথচ ২০১২ সালের মার্চ-এপ্রিল ২ মাসে ডেইলি স্টার ও প্রথম আলো পরিচালিত তাদের অনলাইন জরিপে ফলাফলে ওঠে আসে পুরো ভিন্ন চিত্র। যেখানে আ.লীগের সমর্থন ২০% নিচে দেখা যায়। কয়েক মাসের সরকারের নানা কেলেঙ্কারির কারনে বর্তমানে জনসমর্থন যেখানে আরও নিচের দিকে যাওয়ার কথা সেখানে ডেইলি স্টারের জরিপের চিত্র প্রশ্নবিদ্ধ হওয়াটাই স্বাভাবিক।
Daily Star
Subject-: At a glance
Total number of survey - 30
Survey results in favour of government - 1
Survey results in disfavour of government - 29
Total Votes: 13604
Votes in favour of government - 2455- 18.05%
Votes in disfavour of government - 10942- 80.43%
No Comments - 207- 1.52%
জরিপের সময়কাল ২০১২ সালের মার্চ-এপ্রিল ২ মাস
এক নজরে সরকারের কর্মকান্ডের ওপরে প্রথম আলোর জনমত
সর্বমোট জরিপের সংখ্যা ৫৭টি
আওয়ামী লীগের পক্ষে জনমত ৩টি
আওয়ামী লীগের বিপক্ষে জনমত ৫৪টি
ভোট দিয়েছেন ২৮০০৭৩ জন
আওয়ামী লীগের পক্ষে ৫৩১৭৪ ভোট - ১৮.৯৮%
আওয়ামী লীগের বিপক্ষে ২২৩৩১৯ ভোট - ৭৯.৭৫%
মন্তব্য নেই ৩৫৮০ জন - ১.২৭%
অর্থাৎ হাসিনার সরকারের প্রতি আস্থা ১৯%, অনাস্থা ৮০%- জরিপের সময়কাল ২০১২ সালের মার্চ-এপ্রিল ২ মাস - প্রথম আলো
এই মুহুর্তে নির্বাচন হলে আ.লীগ জয়ী হবে- ডেইলি স্টারের জরিপ
শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা বেড়েছে, কমেছে খালেদা জিয়ার - প্রথম আলোর জরিপ
মন্তব্য প্রকাশ নিয়ে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের মোনাফেকী ও ভন্ডামি ধরা খেল
লগ ইন অবস্থায়
লগ আউট অবস্থায়
ডিজিটাল কায়দায় মতি ভাই কর্তৃক অসততার প্রমাণ দেখুন!
খবরটিতে আমার মন্তব্যটি সাইন আউট করলে দেখা যাচ্ছে না। একটি পত্রিকা এতটা কপটতা ও প্রতারনা করতে পারে? সমস্যা মনে করলে মন্তব্য ছাপবে না। কিন্তু ছাপানোর পরে এভাবে ডিজিটাল কায়দায় কপটতা? মন্তব্য লগ ইন করা অবস্থায় কেবল আমি দেখতে পারি। অন্য কেউ তা দেখতে পাননা এবং লগ আউট অবস্থায় আমিও দেখতে পাইনা। স্ক্যান করে রাখলাম!
সব চেয়ে মজার ব্যাপার হলো ব্লগ আসার পর প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া যা ইচ্ছা তাই করতে পারে না।
আগে এই ২ মিডিয়া নিয়ন্ত্রন করত মিডিয়া এখন এদের নিয়ন্ত্রন করবে অনলাইন এক্টিভিস্টরা।
সাম্প্রতিক সময়ে দেখা গেছে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া কোন হলুদ সাংবাদিকতার আশ্রয় নিলে তা বিচক্ষণ ব্লগারদের নজর এড়াতে পারেনি। ফলে হলুদ সাংবাদিকতার জন্য ব্লগারদের কলমের আঁচড়ে নাস্তাবুদ হতে হচ্ছে এসব মিডিয়াকে।
অন্ধকারের বিরুদ্ধে আলোর অভিযান চলবেই
হলুদ সাংবাদিকতার দিন শেষ,
তরুণ প্রজন্ম ও ব্লগের বাংলাদেশ
ওদের মিথ্যাচার ফেসবুকসহ সর্বত্র শেয়ার করুন
বিষয়: বিবিধ
১৪০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন