বড় ভাই
লিখেছেন লিখেছেন আবু জারীর ০৯ আগস্ট, ২০১৫, ১১:২৪:৩৬ রাত
ভাইটা আমার বড় অতি
মনটা তাহার ভালো
যদিও তার রংটা গায়ের
একটু খানি কালো।
বাপ হারিয়ে ইয়াতিম তিনি
ছোট্ট বেলা থেকে
তার পরেও যাননি তিনি
একটু খানি বেকে।
হাফেজে কুর’আন ভাইটি আমার
করেন ইমামতি
কাতার মোমালিকে ছড়িয়ে দিচ্ছেন
আল কুর’আনের জ্যতি।
হে বড় ভাই, দুয়া চাই
সব ছোট্টদের জন্য
তোমায় নিয়ে গর্ব করি
ধন্য আমি ধন্য।
বিষয়: সাহিত্য
১১৮৬ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ্ আপনার নেক মকছুদ পুরা করুন।
মাশাআল্লাহ! চমৎকার !
ভালো থাকুন।
ধন্যবাদ।
সে আমার মামাতো ভাই।
ধন্যবাদ।
ভালো থাকুন।
মন্তব্য করতে লগইন করুন