বিচার চাই !!! বিচার চাই !!!!!!! ধিক্কার মন্ত্রী সাহেব !!!!!
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১০ আগস্ট, ২০১৫, ১২:০৮:০৫ রাত
এটা কিসের আইন ? মন্ত্রী হয়ে জনগনের কান ধরানো কি আইন শিখানো ?আইন লঙ্গন করলে আইনের মাধ্যমে বিচার হবে কান ধরানোতে বাধ্য করে মন্ত্রী আইন লঙ্গন করেছেন। কারো মানহানি করার অধিকার উনাকে কেউ দেয় নাই। মন্ত্রী সাহেবের এমন আচরণে জাতি লজ্জিত।আমরা সাধারণ জনগণ এই হীন কর্মের বিচার চাই দৃষ্টান্ত মূলক বিচার চাই।
মাওয়া মহাসড়কে সিএনজি অটোরিকশা চালকদের আইনের প্রতি আনুগত্য শেখাচ্ছেন সেতুমন্ত্রী। নিয়ম ভেঙে মহাসড়কে সিএনজি চালানোর অপরাধে ট্রাফিক পুলিশ কর্মকর্তা চালককে কান ধরে উঠাবসা করতে বাধ্য করছেন। মন্ত্রী সেই দৃশ্য উপভোগ করছেন! আর পুলিশ কর্মকর্তার মুখশ্রী বলছে, খালি হুকুমের অপেক্ষায়।
বিষয়: বিবিধ
১১২৬০ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই মন্ত্রিকেই এভাবে কান ধরান দরকার। মানুষের কষ্ট ধেকে উনার কথা গুরুত্বপুর্ন।
মন্তব্য করতে লগইন করুন