ছেলেটার আইএসসির ফলাফল কি আমাকে বোবা বানালো

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৯ আগস্ট, ২০১৫, ১০:২০:১১ রাত

একটা মাত্র ছেলের পর দুইটি মেয়ে ।

অনেক স্বপ্নের ইটে তৈরী করেছিলাম দালান। আইএসসি পাশ করলে মেডিক্যাল কলেজে পড়াবো।

অপ্রতুল গাইড আর টিউটর মাস্টারের পড়ানো সব মিলিয়ে নিজে আত্মতৃপ্তিতেই ছিলাম যে স্বপ্নটা বাস্তবে রুপ নিবে হয়তো।

সেই সকল কারনেই নিজে আশায় বুক বেধেছিলাম আর কোচিং করতে দিলাম।

আজ আমাদের সকল আশার প্রাপ্যতে আঘাত পেলাম আর স্বপ্নের তৈরী বিল্ডিংটাও চুরমাচুর হয়ে গেছে !

সকাল থেকেই মনটা খুব খারাপ ছিল ব্লগের কাছে আশাতো দুরের কথা দুপারের খানাটাও গ্রহন করি নাই।

আমার থেকে বেশী ভেঙ্গে পড়েছে বাড়ী আলী।

আপনাদেরকে জানানোর অর্থ প্রতিদিনকার মতো আজ আপনাদের সাথে থাকতে পারলাম না

আমাকে ধৈয্যধারন করার জন্য দোয়া করুন

নিজে বোবার মতো অফিসে বসে ছিলাম ..........আল্লাহ যেন আমার মতো কাউকে না করে।

বিষয়: বিবিধ

১২০২ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334801
০৯ আগস্ট ২০১৫ রাত ১০:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি বলতে চাইলেন তাই বুঝলাম না!!
০৯ আগস্ট ২০১৫ রাত ১০:৪৬
276821
আফরা লিখেছেন : ভাইয়া আপনি ও বুঝেন নাই আমি তো মনে করেছিলাম আমি বোকা তাই বুঝি নাই ---
০৯ আগস্ট ২০১৫ রাত ১০:৪৯
276822
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমার ছেলেটা পরিক্ষায় ফেল করে আমাকে বোবা বানিয়েছে
০৯ আগস্ট ২০১৫ রাত ১০:৫৪
276825
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বোবা না হয়ে তাকে উৎসাহ দিন এবং ফেল করার কারন বিম্লেষন করুন প্রয়োজনে খাতা পুনঃনিরিক্ষন এর আবেদন করুন। একটা ফেল মানে জিবন শেষ নয়।
০৯ আগস্ট ২০১৫ রাত ১০:৫৯
276827
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : পরামর্শের জন্য ধন্যবাদ
334802
০৯ আগস্ট ২০১৫ রাত ১০:৪৫
আফরা লিখেছেন : লিখাটা পড়ে কিছুই বুঝলাম না -----
০৯ আগস্ট ২০১৫ রাত ১০:৫০
276824
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমার ছেলেটা পরিক্ষায় ফেল করে আমাকে বোবা বানিয়েছে
০৯ আগস্ট ২০১৫ রাত ১০:৫৯
276826
আফরা লিখেছেন : সরি ভাইয়া , একটু ধারনা করেছিলাম হয়ত আশানুরূপ রেজাল্ড করতে পারে নাই তবে এতটা খারাপ করেছে ধারনা করতে পারি নাই ।

ভাইয়া মন খারাপ করে আর কি করবেন সুবুর করেন আর তাকে মনোযোগ দিয়ে পড়তে বলেন আগামীবার ইনশা আল্লাহ ভাল করবে ।
০৯ আগস্ট ২০১৫ রাত ১১:০৩
276828
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন
আমি জীবনের ক্লান্ত সময় পার করছি প্রবাসে । তাই ব্যাথাটা লেগেছে আপনাদের সাথে শেয়ারের মাধ্যমে একটু ভাল লাগতে পারে
আপু আপনাকে ধন্যবাদ
334811
০৯ আগস্ট ২০১৫ রাত ১১:২৯
মাটিরলাঠি লিখেছেন : কোথাও আজকে পড়লাম। তিনি লিখেছেন, এইচ. এস. সি. পরীক্ষায় তার রেজাল্ট খারাপ হলে তার বাবা তাকে বলেছিলেন, এটাতো জান্নাতের সার্টিফিকেট নয়। এই একটু উৎসাহ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। পরবর্তীতে সব পরীক্ষায় ভালো করেছিলেন। ছেলেকে উৎসাহ দিন, হতাশ হবেন না। আল্লাহ'র উপর তাওয়াক্কুল করুন।
০৯ আগস্ট ২০১৫ রাত ১১:৪৪
276843
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ঠিক বলেছেন ভাই
আমার থেকে বাড়ী আলী বেশী পেরেশান
আল্লাহ যেন আমাদেরকে ধৈর্যধারন করার তওফিক দেন
আপনাদের মুল্যবান পরামর্শের জন্য অনেক ধন্যবাদ
334815
০৯ আগস্ট ২০১৫ রাত ১১:৪০
এ,এস,ওসমান লিখেছেন : জীবনের একটা পরীক্ষা জীবনে পাল্টে দিতে পারে না, পারে শুধু মাত্র সমাজের দৃশ্য পাট। যা খুবই স্বল্প সময়ের জন্য। আপনি আপনার সন্তানের পাশে থাকুন। কারন এ সময় তার পাশের কাউকে দরকার।
০৯ আগস্ট ২০১৫ রাত ১১:৪৬
276844
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওসামান ভাই
প্রবাসে থেকে যতটুক সম্ভব হচ্ছে তাকে সঙ্গ দিচ্ছি
আমাদেরকে ধৈর্য্যধারন করার আল্লাহ তওফিক দিক
আনাকে অনেক ধন্যবাদ
334826
১০ আগস্ট ২০১৫ রাত ০১:১৬
আবু জারীর লিখেছেন : যে ছেলে মেডিক্যালে পড়ার আশা রাখে সে ফেল করতে পারেনা। নিশ্চয়ই কোথাও না কোথাও গোলমাল বেঁধেছে।
আমার জীবনেও এমন একটা ঘটনা আছে।

খাতা পূণঃ পরীক্ষণ করান ইনশা'আল্লাহ ভালো ফল পেতে পারেন।
ধন্যবাদ।
১০ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫৫
276883
হতভাগা লিখেছেন : জারীর ভাইয়ের সাথে একমত । বোর্ড অফিসে গিয়ে খোঁজ ''দ্যা সার্চ '' করেন।
১০ আগস্ট ২০১৫ সকাল ১০:২৩
276898
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : চেষ্টা করছি
আপনাকে ধন্যবাদ
334879
১০ আগস্ট ২০১৫ সকাল ১০:০২
হতভাগা লিখেছেন : এইচ.এস.সি.র সময়টা খুব সংক্ষিপ্ত । মেট্রিক পাশ করে কলেজে ভর্তি হতে হতেই নির্ধারিত ২ বছরের ৪/৫ মাস চলে যায়। সাবজেক্ট অনেক বেশী , সময় কম ও টিউশনি পড়তে পড়তে গলদঘর্ম হয়ে যেতে হয় । কোন ফুরসত পাওয়া যায় না ।

বোর্ড অফিসে খোঁজ নেবার পাশাপাশি এটাও তালাশ করুন যে আপনার সন্তান সঠিকভাবে এই সময়টা কাজে লাগিয়েছিল কি না ।
১০ আগস্ট ২০১৫ সকাল ১০:২৪
276899
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার পরামর্শটার জন্য অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File