ছেলেটার আইএসসির ফলাফল কি আমাকে বোবা বানালো
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৯ আগস্ট, ২০১৫, ১০:২০:১১ রাত
একটা মাত্র ছেলের পর দুইটি মেয়ে ।
অনেক স্বপ্নের ইটে তৈরী করেছিলাম দালান। আইএসসি পাশ করলে মেডিক্যাল কলেজে পড়াবো।
অপ্রতুল গাইড আর টিউটর মাস্টারের পড়ানো সব মিলিয়ে নিজে আত্মতৃপ্তিতেই ছিলাম যে স্বপ্নটা বাস্তবে রুপ নিবে হয়তো।
সেই সকল কারনেই নিজে আশায় বুক বেধেছিলাম আর কোচিং করতে দিলাম।
আজ আমাদের সকল আশার প্রাপ্যতে আঘাত পেলাম আর স্বপ্নের তৈরী বিল্ডিংটাও চুরমাচুর হয়ে গেছে !
সকাল থেকেই মনটা খুব খারাপ ছিল ব্লগের কাছে আশাতো দুরের কথা দুপারের খানাটাও গ্রহন করি নাই।
আমার থেকে বেশী ভেঙ্গে পড়েছে বাড়ী আলী।
আপনাদেরকে জানানোর অর্থ প্রতিদিনকার মতো আজ আপনাদের সাথে থাকতে পারলাম না
আমাকে ধৈয্যধারন করার জন্য দোয়া করুন
নিজে বোবার মতো অফিসে বসে ছিলাম ..........আল্লাহ যেন আমার মতো কাউকে না করে।
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাইয়া মন খারাপ করে আর কি করবেন সুবুর করেন আর তাকে মনোযোগ দিয়ে পড়তে বলেন আগামীবার ইনশা আল্লাহ ভাল করবে ।
আমি জীবনের ক্লান্ত সময় পার করছি প্রবাসে । তাই ব্যাথাটা লেগেছে আপনাদের সাথে শেয়ারের মাধ্যমে একটু ভাল লাগতে পারে
আপু আপনাকে ধন্যবাদ
আমার থেকে বাড়ী আলী বেশী পেরেশান
আল্লাহ যেন আমাদেরকে ধৈর্যধারন করার তওফিক দেন
আপনাদের মুল্যবান পরামর্শের জন্য অনেক ধন্যবাদ
প্রবাসে থেকে যতটুক সম্ভব হচ্ছে তাকে সঙ্গ দিচ্ছি
আমাদেরকে ধৈর্য্যধারন করার আল্লাহ তওফিক দিক
আনাকে অনেক ধন্যবাদ
আমার জীবনেও এমন একটা ঘটনা আছে।
খাতা পূণঃ পরীক্ষণ করান ইনশা'আল্লাহ ভালো ফল পেতে পারেন।
ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ
বোর্ড অফিসে খোঁজ নেবার পাশাপাশি এটাও তালাশ করুন যে আপনার সন্তান সঠিকভাবে এই সময়টা কাজে লাগিয়েছিল কি না ।
মন্তব্য করতে লগইন করুন