কথা রাখেনি খালেদা, হতাশ জামাত-শিবির, নেতাদের ফাসি ঠেকানো গেল না Crying Crying

লিখেছেন লিখেছেন চোথাবাজ ০৫ মে, ২০১৩, ১২:৩৭:৫১ রাত

[/i]

জামাত শিবির চেয়েছিল খালেদার কাজ থেকে কঠিন কর্মসুচী মানে লাগাতার ঢাকায় অবস্থান। জানা যায়, খালেদা কথাও দিয়েছিল। এর জন্য প্রচুর খরচা পাতিও করে জামাত-শিবির। কিন্তু খালেদার ঘোষণায় সেই কথা না থাকায় চরম হতাশ জামাতীরা। অনেক নেতাই গালাগালি করেন বিএম্পিকে।

নেতাদের আর বাচানো গেল না। Crying Crying

নেতাদের ফাসি আর মাত্র এক মাস। এর মধ্য কিছু একটা করার চিন্তা ছিল তাদের। সেটা আর হলো না। সাইদী-নিজামী-গোলাম আজমদের ফাসি এখন সময়ের ব্যপার মাত্র।

শাহরিয়ারের স্বপ্নবিলাস

মহাকাব‍্য শুনতে জনতা মহাসমাবেশে আসেনা, আসে দিক নির্দেশনা নিতে। আন্দালিব রহমান পার্থর উচিত দেশনেত্রীকে দশ মিনিটের একটা সুন্দর বক্তৃতা লিখে দেয়া।

আরেকজন লিখেছে

আজ ১৮ দলীয় জোটের মহা সমাবেশ দেখে মনে হল আজ তারা হুদাই মহা সমাবেশ ডেকেছে এমন মহা সমাবেশ আগামীতে আর দেখতে চাইনা

[i]প্রতি মাসেও যদি এরকম করে ১টা সমাবেশ হতেই থাকে আওয়ামী লীগের চিন্তাধারার কোন উনিশ-বিশ ঘটবে না।

বাকিটা এখানে পড়েন,

Click this link

বিষয়: বিবিধ

১৫৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File