আফগানিস্থানে প্রেম করার অপরাধে মেয়েকে গুলিকরে হত্যা

লিখেছেন লিখেছেন বভ্বমি ০৪ মে, ২০১৩, ০৬:২২:৪২ সন্ধ্যা

প্রেম করার অপরাধে গ্রামবাসীর সামনে নিজের মেয়েকে গুলি করে হত্যা করেছে এক বাবা। প্রেম করে পরিবারকে 'অসম্মান' করায় হালিমাকে হত্যা করা হয়। তার বয়স ১৮ থেকে ২০ বছর। আফগানিস্তানের বাদঘিস প্রদেশের ককচাহীল গ্রামে গত ২২ এপ্রিল এ ঘটনা ঘটে। তিনি দুই সন্তানের জননী। উল্লেখ্য, দেশটি তালেবান সরকার পতনের পর দীর্ঘ ১১ বছরের অধিক সময় ধরে সেখানে নারীদের অধিকার রক্ষায় সংগ্রাম করে আসছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাদঘিস প্রদেশ পুলিশ জানায়, স্বামী থাকা সত্ত্বেও চাচাতো ভাইয়ের সঙ্গে পালিয়ে যাওয়ায় হালিমাকে দায়ী করা হয়। সে পালিয়ে যাওয়ার সময় তার স্বামী ইরানে ছিলেন। মেয়ের পালানোর ঘটনায় তাকে কি ধরনের শাস্তি দেয়া যায় সে বিষয়ে তালেবানপন্থি ধর্মীয় নেতার কাছ থেকে তার বাবা পরামর্শ চান। স্থানীয় এক ধর্মীয় নেতা তাকে বলেন যে, প্রেম করার শাস্তি হিসেবে তাকে অবশ্যই হত্যা করতে হবে। মোল্লারা বলেন, জনসম্মুখে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। পরে ধর্মীয় নেতাদের নির্দেশনা অনুযায়ী প্রায় ৩শ' গ্রামবাসীর সম্মুখে বাবা গুলি করে তার মেয়েকে হত্যা করে। এ ঘটনায় ঐ পরিবারের সবাই পলাতক রয়েছে।

বিষয়: বিবিধ

১৩৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File