১৫ ই আগস্ট সাজেদুর আবেদিন শান্ত

লিখেছেন লিখেছেন সাজেদুর আবেদিন শান্ত ৩০ অক্টোবর, ২০১৮, ০৭:৫১:০৩ সকাল

১৫ আগস্ট মনে করিয়ে দেয়

শেখ রাসেল এর মুখ

১৫ আগস্ট বিষাদময়

কান্নায় ভারী হয়ে ওঠে বুক।

১৫ আগস্ট চশমার কালো ফ্রেমে

রক্ত মাখা মহানায়ক এর মুখ

১৫ আগস্ট ভয়ংকর অধ্যায়

ভয়ে কেঁপে উঠে বুক।

১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর সারি

রক্ত মাখা লাশে ছেয়ে গেছে জাতিরপিতার বাড়ি।

নিথর পিতার নিথর দেহ

থেমে গেছে মহারথ

ঘাতক ভেবেছিল এবার

বুঝি হবে বাংলা বধ।

কিন্তু তারা ভাবে নি যে বাংলার প্রতি কোণে

মুজিব নামের বাংলার স্রস্টা আছে বাংগালিদের প্রানে

বিষয়: বিবিধ

৫৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File