অদ্ভুত তুমি সাজেদুর আবেদিন শান্ত
লিখেছেন লিখেছেন সাজেদুর আবেদিন শান্ত ৩০ অক্টোবর, ২০১৮, ০৫:২৪:০৫ সকাল
তুমি বড় অদ্ভুত,বড়ই অদ্ভুত
তুমি কখনো কাদাও
কখনো বা হাসাও
কখনো ভালোবাসো
আবার কখনো ফাসাও।
সত্যি তুমি অদ্ভুত
তোমাকে বুঝা বড় দায়
আমি ভুগিতেছি সর্বদায় তোমার শুন্যতায়।
আদ্ভুত তোমার আচার আচরন
তুমি মানো না কোনো শাসন বারন
তোমাকে দেখে মনে হয় যেনো
মুক্ত বনের পাখি
অদ্ভুত তোমার চোখ
যেনো মায়া বাড়ানো আখি।
আমি সব কিছু ভুলে যাই
দেখলে তোমার লাজুক রাঙ্গা মুখ
অদ্ভুত তোমার ওই মুখ দেখে ভুলে যাই
আমি পৈশ্চিক দুখ।
বিষয়: Contest_priyo
৫১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন