বসন্ত কুমারী -সাজেদুর আবেদিন শান্ত
লিখেছেন লিখেছেন সাজেদুর আবেদিন শান্ত ২৯ অক্টোবর, ২০১৮, ০৮:৫৮:৪৭ রাত
বসন্ত কুমারী
-সাজেদুর আবেদিন শান্ত
গ্রীষ্মের তপ্ত গরমে ভেবেছি,
তুমি আসবে শীতল ছায়া নিয়ে
কিন্তু তুমি এলে না ।
বর্ষায় ভেবেছি মেঘের ভেলায় করে আসবে
তুমি এক গুচ্ছ কদম হাতে নিয়ে,
কিন্তু তুমি এলে না ।
শরতের শুভ্র নীল আকাশে তাকিয়ে ভেবেছি
তুমি আসবে নরম কাশফুল হয়ে,
কিন্তু তুমি এলে না ।
হেমন্তের নবান্নে ভেবেছি
হৈমন্তিক আভায় সোনালি রোদ হয়ে আসবে,
কিন্তু তুমি এলে না ।
শীতের হিম হিম সকালে ভেবেছি
আসবে তুমি কুয়াসা ভেজা পরী হয়ে,
কিন্তু তুমি এলে না ।
অবশেষে তুমি এলে
বসন্তের ফুটন্ত রূপ ও সৌরভ নিয়ে,
এলে তুমি বসন্ত কুমারী হয়ে।
বিষয়: সাহিত্য
৫৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন