তুমি খুব স্বার্থপর

লিখেছেন লিখেছেন উম্মে খায়ের চৌধুরী ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৫৫:০৬ রাত



প্রিয় এভাবে কখনো আমায় ডেকো না

তুমি ডাকলে সাড়া না দিয়ে পারব না ,

বারংবার ডেকে আমার মনকে কষ্ট দিওনা

তোমার কঠিন হিয়াতে আর যেতে চাইনা ;

যে নিজেকে ছাড়া অন্যকে নিয়ে ভাবতে পারেনা

তার মাঝে আমায় কখনো আর সমর্পণ করব না ।

তোমার একক স্বার্থে তোমাকে মগ্ন হতে দিব না

হৃদয়ে রক্তক্ষরণ , চোখের নোনাজল ফেলব না ।

নিজ স্বার্থে ব্যবহার করতে জানো সবাইকে

কিন্তু ভালোবাসতে জানো না............. ।

তাইলে কেনো তোমার ডাকে সাড়া দিব ?

তুমি খুব, খুব পাষান হৃদয়ের মানব

নিজের স্বার্থকে বড্ড ভালো বুঝো ,

অন্যকে শুধু কষ্ট, যন্ত্রণা দিতে জানো

আমিও হতে চাই তোমার মত কঠিন ;

তবে , দূর থেকে ভালোবেসে যাব

তুমি যে আমার ভালোলাগা ভালোবাসা সব ।

আজ অব্দি দেখিনি আমার জন্য আন্তরিকতা

দেখিনি কখনো এক বিন্দু ভালোবাসা

করোনি আদর - মন থেকে ফুটে উঠেনি মায়া

যতটা আমি তোমায় ভেবেছি,চিন্তায় চিন্তিত হয়েছি

এক আনাও আমায় নিয়ে তোমার ভাবনা ছিল না

মনে আমার সংশয় হয় - হ্যাঁ সংশয় হয়

আদৌ কি তোমার হিয়াতে বেঁধেছিলে আমায় ;

বাঁধনি জানি, তাই বলছি এভাবে ডেকো না

তোমার মাঝে দেখেছি শুধু স্বার্থ আর স্বার্থপরতা ।

--------------------

জুনিয়র চৌধুরানী

সময় বিকেল-৪.৪৫

০৯ সেপ্টেম্বর ২০১৮

ঢাকা

বিষয়: বিবিধ

৫৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File