পূর্নতা ফিরে আসেনা
লিখেছেন লিখেছেন উম্মে খায়ের চৌধুরী ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৩৬:১৬ রাত
পূর্নতা ফিরে আসেনা
একে অপরে মান অভিমান,ঝগড়া করলে
তা পুনরায় ঠিক হয়ে যায়
কিন্তু,কিন্তু
কোন সম্পর্কে একবার ফাটল ধরলে
সেই সম্পর্ক আর আগের মত পরিপূর্ণ হয়না
যা কিছু দিয়েই জুড়া লাগানো হোক
সেই ফাটল ধরা দাগের চিহ্নটা রয়েই যায়
সে সম্পর্ক যতই মিটমাট হোক না কেনো
কখনোই আর পূর্নতা ফিরে আসেনা
আসেনা সুখ, শান্তি, ঐক্যতা, একতা
ফাটল ধরা, পোকা ধরা সম্পর্কগুলো
এভাবেই চলে,বারবার ভাঙে আর গড়ে
কিন্তু সুখ ফিরে আসেনা
যে সুখ একবার নীড় ছেড়ে পালায়
ফিরেনা কখনোই হাজারো চেষ্টায়
কোথাও না কোথাও ঘাটতি থেকেই যায়
দিন কে দিন মরিচা পড়া বাড়তেই থাকে
সম্পর্কগুলোতে ।
এরচেয়ে ভালো,
দাগ নিয়ে সম্পর্ক গুলোটিকিয়ে না রেখে
একেবারে চিরতরে দাগ থেকে মুক্তি নেওয়া
ধুঁকে ধুঁকে কষ্ট পাওয়ার থেকে
চিরদিনের জন্য সরে যাওয়া, হারিয়ে যাওয়া
কোন এক অচিন ঠিকানায়।।
মাঝেমাঝে প্রকৃতির কাছে হারিয়ে যাওয়া
যেখানে গেলে তৃপ্তি অনুভব করা যায়
সুখ - শান্তির কিছুটা আঁচ লাগবে
একটুর জন্য হলেও ভুলিয়ে দিতে পারবে
সম্পর্কের টানাপোড়ান মানে গুলো ।।
হয়তো একদিন একেবারে মুছে যাবে
মুছে যাবে হৃদকুঞ্জ থেকে ।
মুছে ফেলবো বললেই কি মুছা যায় - যাবে ?
নাহ , নাহ কাউকে চিরতরে মুছে ফেলা
কখনো সম্ভব হয়ে উঠে না ।
এ শুধু মনের শান্তনা ।।
_______________
বিষয়: বিবিধ
৫৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন