ভালোবাসা এক কঠিন জিনিস। !
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৫১:২৪ রাত
=====================
স্যামুয়েলের পিতা জাপানিজ, মাতা অামেরিকান। উভয়েই অনেক বয়সে বিয়ে করেছে। স্যামুয়েলের জন্মের সময়ওর মা'র বয়স ছিলো ৪৪। সার্জীর মাধ্যমে ডেলিভারী হয়েছিলো। আমেরিকাতে সাধারনত নরমাল ডেলিভারী হয় এবং ডাক্তাররা কোনো উপায় না থাকলে শেষে সার্জারীর সিদ্ধান্ত নেয়। কিন্তু বাচ্চাটা ছিল ভয়ানক অসুস্থ্য।
তার হার্ট,কিডনী খুব খারাপভাবে পেচিয়ে গিয়েছিলো শুনেছিলাম। ফুসফুসও ভালো কাজ করছিলো না। ফলে জন্মের পর বড় ধরনের সার্জারী করতে হয়। পরবর্তী ১ মাসের ভেতর আরও ২টি বড় অপারেশন হয়। ছোট্ট এই বাচ্চাটার কথা শুনতাম তার নানীর মাধ্যমে। আর তখন থেকেই বাচ্চাটার প্রতি মায়া জন্মায়।
স্যামুয়েলের বয়স এখন ১ বছর। আলহামদুলিল্লাহ সে সুস্থ্য, চঞ্চল ছেলে। দেশে এরকম শিশু জন্মালে তাকে বাঁচানোর আশা করা যেতনা। মাঝে মাঝে স্যামুয়েল আসে আমার এখানে, তখন খেলা করি। ডাক্তার এবং ওর পিতা-মাতা ধারনা করেছে ,সে অটিস্টিক শিশু। ওর আচার অাচরন মোটামুটি তেমনই ছিলো। কিন্তু গত কয়েকদিন হল তার আচরনে ভিন্নতা আসছে। অামি এই ছেলেটার জন্যে দোয়া করেছি অনেক। আল্লাহ ওকে মুত্তাকী মুসলিম হিসেবে কবুল করুক। গতকাল ওর সাথে খেলা করেছি আর খেয়াল করেছি সে কমিউনিকেট করা শুরু করেছে। সাধারনত অটিস্টিক বাচ্চারা অন্যদের সাথে যোগাযোগ করতে চায়না। তারা নিজেদের সাথে খেলে আর মানসিকভাবে অনেকে তেমন বড় হয়না। নিজে নিজে বেশ কিছু পরিক্ষা করলাম,,মনে হল সে একটু স্লো কিন্তু ঠিক হয়ে যাবার সম্ভাবনা আছে।
--------------------------
ছোটবেলায় আমি শিশুদেরকে সহ্য করতে পারতাম না। কোনো কারন ছাড়াই মারতাম। আমিও শিশু ছিলাম কিন্তু মারতে ভালো লাগত। আশপাশের বাচ্চাদের কত যে মেরেছি ! কাদলে আরও মারতাম। নানানভাবে মারতাম। ওরা অামাকে ভয় পেত এবং দূরে গিয়ে গালি দিত। পরে আবারও মারতাম। যাদের উপর রাগ ছিলো তাদেরকে ফ্রি পড়াবো বলে ডেকে আনতাম বা কারো দ্বারা ডাকাতাম,,স্রেফ মারার জন্যে !!
স্কুল জীবনের শেষের দিকে গিয়ে আমার ভেতর চিন্তায় কিছু পরিবর্তন আসে। আমি ভাবতে থাকি,,,ওদেরকে না মেরে যদি ভালোবাসি,তবে কি ওরা এটা রিটার্ণ করবে ?? ঘৃনাকে ভালোবাসায় পরিনত করার মিশন নিলাম।
আমি ধীরে ধীরে বদলাতে থাকলাম নিজেকে আর ওদেরকে প্রবলভাবে ভালোবাসতে শুরু করলাম। একসময় দেখলাম আমি ওদের প্রিয় হয়ে উঠেছি। অন্তরের গভীর থেকে অারও ভালোবাসা ঢেলে দিতে শুরু করলাম। বিষয়টাকে সুন্নাহ হিসেবে নিলাম, অঅখিরাতের মুক্তি হিসেবে নিলাম, ফলে একটা সঠিক মাত্রা ও সুখকর অনুভূতির সৃষ্টি হল। আমি ভালোবাসা দিয়ে পূর্বের সেই ঘৃণাপূর্ণ অবস্থান বদলে দিলাম,,আসলে আল্লাহ বদলে দিলেন।.....পূর্বে যারা গালি দিত,ঘৃণা প্রকাশ করত,,তারাই ভালোবাসার সিক্ত করল। ভালোবাসা এক কঠিন জিনিস।
বিষয়: বিবিধ
৬৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন