আমৃত্যু স্বপ্ন
লিখেছেন লিখেছেন রাকিব ইমতিয়াজ ০৩ সেপ্টেম্বর, ২০১৮, ১১:১১:৩২ রাত
আঁধারে মিলাবে স্বপ্নগুলো
জীবনের কোনো এক প্রান্তে
অবসরে কাটানো সময় গুলো
হয়তো বা কোনো বইয়ের
এক ফাঁকেই রয়ে যাবে।
তুমি আসো নি
সেই অবসরে
দেখো নি চোখ মেলে
তুমি কাঁদো নি
আমার মরন শয্যা কালে
তুমি শান্ত নিবিড় হয়ে
শুধু চেয়েছিলে
তুমি অস্তিত্বহীন হয়ে পড়েছিলে
তবুও ডাকো নি
ছিলে অন্য কোনো দিশায়
আমৃত্যু স্বপ্ন বুনি
তোমায় পাওয়ার নেশায়
বিষয়: সাহিত্য
৫৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন