পাপিষ্ঠ

লিখেছেন লিখেছেন রাকিব ইমতিয়াজ ১২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২০:১১ দুপুর

আমি চূড়মার করি

অন্যের স্বপ্ন গুলোকে

আমি বাধা দেই

কিছু পবিত্র মিলনের পথে।

ভালোবাসায় পরিপূর্ণ চারপাশ

কেউ নিশিতে হাসে

কেউ নিশিতে কাঁদে

কেউবা অন্যের হাত ধরে

যেতে চায় স্বর্গপানে

আমি চাই না

চারপাশ পরিপূর্ণ হোক ভালোবাসায়

চাই না ভালোবাসা বেচেঁ থাকুক আলো আশায়।

চাই সবাই আমার মত

হৃদয়হীন, পাথরতুল্য হওক।

সবাই দেখুক আমি পাপি

দেখুক আমি ভবিষ্যৎ হীনতায় ভূগি।

এতেই আমি সুখি

হতে চাই নরকের

কোনো এক অতিথি পাখি।

বিষয়: সাহিত্য

৫৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File