সমান্তরাল জীবন ! ===========
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৪৭:৫৩ রাত
আমরা খাই,দাই ঘুরি,আনন্দ করি,অন্যের সাথে নানান লেনদেন,সম্পর্ক করি,পরিবার গড়ি,চাকুরী বা ব্যবসা করি,পড়াশুনা করি,আড্ডবাজি করি এটা আমাদের চলমান জীবন। এখানে সুখ,দু:খ,হাসি কান্না আছে। পাওয়ার তৃপ্তী,আকাঙ্খা, এবং না পাওয়ার বেদনা আছে। জীবনের ব্যাপারে আমাদের চিন্তা,স্বপ্ন অাছে,, স্বপ্নের বাস্তবায়নে কর্ম আছে। কর্মের বিফলতা ও সফলতাও আছে। সফলতার মাপামাপি আছে,,,মাপামাপির স্কেল আছে....স্কেলে কাঁটা আছে,,,কাঁটার আঘাত আছে...আঘাতের ক্ষত আছে....ক্ষতের চিকিৎস্যা আছে......চিকিৎস্যায় দূর্নিতী আছে,,,,দূর্নিতীতে মানুষ নিমজ্জিত আছে..... এটাই চলমান জীবন......। আবার সুনীতির মানুষ আছে,,,,নীতির চিন্তায় বিভোর আছে,,,,সুচিন্তিত মানুষের কেবল হাত পা আছে,মাথা কারো কাছে বন্দক আছে........রুটি রুজির ধান্দায় আছে.....চলমান জীবন।
কিন্তু এর পাশাপাশি আমাদের অরেকটি জীবন রয়েছে যা এই জীবনেরই সমান্তরালে চলমান। আর সেটা হল ভার্চূয়াল জীবন। সেই জীবন ঠিক তেমন,যেমনটা আমরা আশা করি। আমরা আমাদেরকে ফিল্টার করি। অন্যের সামনে আমরা নিজেকে যেভাবে উপস্থাপন করতে পছন্দ করি,সেভাবে উপস্থান করে থাকি। এখানে আমাদের সুখ,দু:খ হাসি কান্না আমাদের নিজস্ব ফিল্টারের ভেতর দিয়ে অন্যের সামনে উপস্থাপিত হয়। ফলে আমাদের অনুভূতিগুলোও এরকম। অাবেগের ডাইমেনশনগুলো ভিন্ন এখানে।
আবার আমরা বাস্তবে যা বলতে না পারি,তা অকপটে এই প্লাটফর্মে বলতে পারি। মনের গহিনে লুকিয়ে থাকা বিষয়গুলো যা অন্যকে হয়ত কখনই বলা যায় না, সেটা অবলীলায় বলে ফেলি। এটা এমন এক জীবন,যার সাথে কল্পনার সংমিশ্রনের আধিক্য বেশী। এখানে আমাদের মনে মনে অনেক আবেগ তৈরী হয়। তবে আমরা আমাদের বাস্তব জীবন থেকে বাছাইকরা বিষয়টিকেই এখানে শেয়ার করি। এক্ষেত্রে আমরা স্বাধীনতা পাই।
তবে এটা একটা টুলস, এর ভালো মন্দ নির্ভর করে ব্যবহারের উপরে। এই ভার্চুয়াল জীবনে অন্যের সাথে যোগাযোগ সহজ। কেউ তার বিষয় অন্যের সাথে শেশার করতে পারে। মানুষকে সচেতন করতে, মানুষকে নানানভাবে শিক্ষা দিতে এটি ব্যপক ভূমিকা রাখে। সহযেই মানুষের কাছে হাজির হওয়া যায় কষ্ট করে তার বাড়িতে না গিয়েই। এক অদ্ভূত জীবন এটা। ভালোই সমান্তরালে চলছে বাস্তব জীবনের একটি ছায়া জীবন ! তবে এটা অবাস্তব নয় !
বিষয়: বিবিধ
৭৯৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন