শিক্ষামন্ত্রী কেন ঘুষ খেতে বললেন?

লিখেছেন লিখেছেন শামিম ইশতিয়াক ০৪ জানুয়ারি, ২০১৮, ০১:২১:২৯ রাত

দয়া করে আপনারা ঘুষ খাবেন কিন্তু সহনশীল হইয়ে খাবেন বানীতে শিক্ষামন্ত্রী...

হায় হায় শিক্ষামন্ত্রী এটা কি বললো?

তো শুরু হইয়ে গেলো কিছু বেলুন দুর্ঘটনায় জন্মনেয়া বেক্তিদের চুলকানি,

ফেইসবুকে এটা নিয়ে পোষ্ট করে এবং ট্রল করে তারা আওয়ামীলীগ এবং শিক্ষামন্ত্রীরর চৌদ্দগুষ্টি উদ্ধার করলো আর বাস্তব জীবনে কিছু বুদ্ধিবেশ্যারা বিজ্ঞাপন এর খরিদ্দার টকশোতে এটা নিয়ে তুলে ধরলো তাদের শিক্ষমন্ত্রীর কথার বিপরিতে আবালময় যুক্তি ,

আচ্ছা ধরুন এই আমি শামিম একটা বুঝমান ছেলে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি আমার বাবা অথবা বড় ভাই দেখে ফেললো অথবা জেনে ফেললো, আর আমি এতই বুঝমান ছেলে যে আমি জানি সিগারেট খেলে এই এই ক্ষতি হয় কিন্তু তারপরেও আমি খাই এখন আমার বাবা ভাই দেখা অথবা জানার পর কি আমাকে এভাবে বলতে পারেনা যে খা খা আরো বেশি করে খা, কাল আমি এক প্যাকেট কিনে দিবোনে, এর মানে কি আমার বাবা ভাই আমাকে সিগারেট খা বেশি করে খা বলে কি সিগারেট খেতে বললো নাকি বিদ্রুপ ও ভর্তসনা করলো এবং এটা ছাড়তে বললো?

যে দেশের প্রশাসন নিজের বিবেককে ধর্ষণ করে ঘুষ খাওয়ার ক্ষতি জেনেও ঘুষ নিচ্ছে সে দেশের অভিভাবকরা কি বিদ্রুপ ও ভর্তসনা করে বলতে পারেনা যে ঘুষ খান তবে তা সনশীল হইয়ে খাবেন, এটা কি পকৃত অর্থ এ ঘুষ খেতে বলা নাকি বিদ্রুপ ও ভর্তসনা করা?

যে দেশে ঘুষের জন্য এত আইন আর এত শাস্তি সেদেশে যখন তবুও ঘুষ বন্ধ হচ্ছে সেখানে কি প্রশাসন কে মাথায় হাত বুলিয়ে বুঝানো লাগবে যে বাবা ঘুষ খেয়োনা!!

এদেশে যখন অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন নিতেও ঘুষ লাগে যখন বয়স্কভাতার মত কাজেও ঘুষ লাগে অন্যান্য (খাতের কথা নাই বললাম) তখন আমাদের আর অজানা থাকেনা যে আমাদের সমাজ আজ কতটুকু ঘুণপোকায় আক্রান্ত হইয়ে গেছে, যখন আমার ভাইয়েরা গ্রেজুয়েশন করেও চাকরির পরিক্ষায় ভালো করেও ঘুষ এর জন্য চাকরি নিতে পারেন তখন আমরা বুঝতে পারি যে আমাদের দেশ কতটা বিকারগ্রস্ত হইয়ে যাচ্ছে,

আর আমাদের দেশের প্রশাসন যারা শিক্ষিত মার্জিত তারা অনায়েসে ঘুষ নিচ্ছে আর ঘুষ না পেলে হইয়ে যাচ্ছে ক্ষুধার্ত কুকুরের মত সেখানে কি তাদের কে বুঝানো যাবে যে জনাব আপনারা আর ঘুষ খাবেন না ইহা সাস্থের জন্য ক্ষতিকারক এতে করে আপনাদের ভুঁড়ি বৃদ্ধি পাবে!

বিষয়: বিবিধ

৬৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File