আমি পুরুষ, আমি রজ্ঞ বদলাই

লিখেছেন লিখেছেন শামিম ইশতিয়াক ০৮ ডিসেম্বর, ২০১৭, ০৩:০৫:৩৮ রাত

আমি পুরুষ, আমি গিরগিটি, আমি রঙ বদলাতে জানি ক্ষনে ক্ষনে,

সুন্দরী মেয়ের চোখে তাকিয়ে আমি রঙ বদলাই তখন বিছানার অদৃশ্য অবয়ব দেখি,

রাস্তায় একলা অবলা রমণী পেলে আরেক রঙ নিয়ে ধর্ষণ এর মত সাহসিকতার কাজ করে বসি, পতিতালয় এর অন্ধকারে আমি আমার বীরপুরুষত্বের রঙ দেখাই, প্রেমিকার কাছে যেয়ে আমার রঙ হয় রোমান্টিকতা মাখা, বউ এর কাছে এসে আমার সংসারী রঙ হইয়ে উঠে ব্যাস্ততার আলিজ্ঞনে জড়ানো,

আমার রঙ এর ছড়াছড়িতে আমি নিজেই প্রশংসিত, আমার রঙ বড্ড আবরণহীন, লোক লজ্জা মানেনা, কোন ভয় নেই আমার রজ্ঞে, কোন বারণ নেই আমার রঙ বদলানোততে, কোন বিচার নেই আমার এই বদলে যাওয়াতে,

বিচার হলে হয়ত রাস্তায় হেটে যাওয়া একা মেয়েটিকে পেয়ে আমি আমার ভদ্রতার মুখোশটা একটানে খুলে কখনো তাকে হট বলতাম না, শিস দিতাম না, উড়না ধরে টান দিতাম না,

বিচার থাকলে হয়ত টাজ্ঞাইলে আমি আমার রঙ বদলিয়ে তিনদিন তিন রাত কোন মেয়েকে ধর্ষণ করতাম না,

বিচার পেলে হয়ত আমি জাহাঙ্গীরনগর এর মত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বছরে ১৭৭টি ধর্ষণ করতাম না,

বিচার থাকলে হয় গাড়িতে কোন গারো মেয়েকে একা ফেলে তার সম্ভ্রম কেড়ে নিতাম না,

বিচার থাকলে হয়ত পহেলা বৈশাখে টিএসসির মত লোকারণ্য জায়গায় কোন মেয়ের স্তনে হাত দিতাক না,

বিচার থাকলে হয়ত আমি আমার প্রেমিকাকে ভুলিয়ে বালিয়ে বিছানায় নিয়ে তারপর এবোরশন করাতাম না,

বিচার থাকলে হয় আমি কোন রহিজ্ঞা নারীকে পণ্য হিসেবে ভাবতাম না,

আমি পুরুষ আর আমার রঙ বদলানো দেখে নিজেরই ইচ্ছা করে নিজেই হাতিতালি দেই, কিন্তু পারিনা পেরে উঠিনা কারন আমার কাছে সন্দেহ লাগে আসলেও আমি পুরুষ?

পুরুষ হলে কিভাবে এত অন্যায় আমি মেনে নেই?

বার বার মনে পরে জাতীয় কবির লাইনটি..

নারীরে আমরা প্রথম দিয়াছি নর সম অধিকার

মানুষের গড়া প্রাচীর ভাঙ্গিয়া করিয়াছি চুরমার,

বিষয়: বিবিধ

৬৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File