বাংলা ভাষা হোক সার্বজনীন
লিখেছেন লিখেছেন শামিম ইশতিয়াক ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৫:৩২:৫৬ বিকাল
বাংলা হোক সার্বজনীন, সবার আগে মাতৃভাষা
---- শামিম ইশতিয়াক
বৃটিশ রোশানল থেকে মুক্তি পেয়ে আমরা পেয়েছিলাম গোলামি না করার মূলমন্ত্র আর নিজেদের দেশীয় সংস্কৃতি আর ভাষার নিজস্ব ব্যাবহার কিন্তু নবাব সিরাজউদ্দোল্লাহর সময়ে মীর জাফর আর ঘষেটি বেগমের মাধ্যমে ইংরেজরা তাদের সংস্কৃতির শুক্রাণু ডুকিয়ে দিয়ে গিয়েছিলো বাজ্ঞালীদের,
সেটা ইতিহাস কিন্তু বর্তমানের দিকে একটু তাকানো যাক, হিন্দি সিরিয়ালের কল্যাণে এখন হিন্দী ভাষা আমাদের নারীকুল কে দখলে নিয়ে যাচ্ছে,
যার তিক্ত ফলাফল ভোগ করছি এখন, আমরা আধুনিকতার নামে আমাদের ভাষাকেই খুইয়ে ফেলছি, আমরা এখন আধুনিকার নামে ভীন দেশী ভাষাকে প্রতিনিয়ত প্রসব করছি, যেখানে আমাদের রইয়েছে রক্তদিয়ে অরজন করা একটি ভাষা, আমাদের রইয়েছে সেই ইতিহাস যা বিশ্বের অন্য কোথাও নেই যে ভাষার জন্য কেউ জীবন দিয়েছে, আমাদের কি নিজেদের একটুও হতভাগা মনে হয়না যে সালাম বরকত রফিক জাব্বার সহ অন্যান্যদের রক্তের কি প্রতিদান দিচ্ছি আমরা?
আমারা ইংরেজি হিন্দি মিলিয়ে ব্রয়লার বাজ্ঞালী আমাদের মাঝে নুন্নতম অনুশোচনা নেই এর জন্য, কি দোষ দিবো ভিনোদেশীদের যেখানে আমাদের সমাজেই রইয়েছে অজস্র সমস্যা, তাই দেশের সব জায়গায় বাংলার ব্যাবহার করতে হবে করতে হবে, করতেই হবে,
আর নয় ভাষা শহীদদের অপমান, আর নয় বাংলা ভাষার অপমান, কিছু দাবী মেনে আর কিছু কাজ চলুন নিজেরাই করি,
১- আসুন ফেইসবুকে আমাদের আইডি নাম বাংলায় দেই, এবং বিশ্বকে তাক লাগিয়ে দেই যে সবার আগে আমাদের মাতৃভাষা,
২- কর্মস্থল এ বাংলা ভাষাকে আসুন প্রাধান্য দেই, এবং বাংলাকে প্রাধান্য দেয়াটা বাধ্যতামূলক করি,
৩- চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বাংলায় দিতে হবে, CV, আবেদন পত্র বাংলায় দেয়া বাধ্যতামূলক করতে হবে, (চাকরির লিখিত ও মৌখিক পরিক্ষায় ইংরেজির উপর পরিক্ষা নেয়া যাবে)
৪- তথাকথিত আধুনিকতার নামে বাংলাকে অবজ্ঞা করা যাবে না, আসুন শপথ করি বাংলার সাথে ইংরেজি মিশিয়ে, বাংলার সাথে হিন্দি মিশিয়ে কথা বলা আর বলবোনা,
৫- দেশের সকল দোকানপাট,হোটেল, রেষ্টুরেন্ট, রাস্তাঘাট, ব্যাবসায়ী প্রতিষ্টান, শিক্ষাপ্রতিষ্ঠান, এর সাইনবোর্ড বাংলায় দিতে হবে, যদি অন্য ভাষা হয় তাহলে আগে বাংলা লিখতে হবে তারপর অন্যভাষা, কারন বাংলা আমাদের মাতৃভাষা,
৬- ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সারাবছর দেশের সকল শহিদ মিনারের পবিত্রতা রক্ষা করতে হবে, আমরা সবাই নিজ দায়িত্বে শহিদ মিনারের পবত্রিতা দিবো নায এখনাএ বসে কোন আড্ডা দিবোনা, সব সময় পরিষ্কার রাখবো,
৭- ফেইসবুকে চেটিং এ বহুল ব্যাবহারিক শব্দগুলোকে বাংলায় বলি যেমন- গুড মর্নিং গুড নাইট না বলে আসুন শুভ সকাল শুভ রাত্রী বলি, বাই না বলে বিদায় বলি, থানক্স না বলে ধন্যবাদ বলি, ওয়েলকাম না বলে স্বাগতম বলি, যা শুনতেও শ্রুতিমধুর...
এই দাবীগুলো দেখে মনে হচ্চে আমরা ত বাইরের দেশ থেকে পিছয়ে যাবো, আমি বলবো চীন জাপানের দিকে তাকান, একটা কথা সবার জানা উচিত নিজের শেখর কে মূল্যায়ন করলে পিছিয়ে নয় বরং এগিয়ে যাওয়া যায়,
আসুন দেশকে ভালোবাসী, মাতৃভাষাকে ভালোবাসি, বাংলাকে ভালোবাস
বিষয়: রাজনীতি
৬৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন