কল্পিত ডায়েরী:রংতুলি আর আমি

লিখেছেন লিখেছেন ভাবুক ০১ আগস্ট, ২০১৭, ০১:০৭:২২ দুপুর

মানুষের মন,রঙ ও প্রকৃতি এই‌ তিনটি বিষয় একই সূত্রে গাঁথা।তারা তাদের নিজস্ব বৈচিত্র্য বিচিত্র ও সৌন্দর্যমন্ডিত।চিত্রশিল্পী হিসেবে আমার ঠিক তা উপলব্ধ হয়। যখন আমাকে বলা হয় মানুষের মনের মতো একটা ছবি একে দিতে। ভাবি "আসলেই কি তা সম্ভব?"কেননা মনকে তো কখনো দেখিনি। আর তা নাকি দেখাও যায়না।তবে আঁকবো কিভাবে? আসলে মনের বাহ্যিক প্রকাশটা অর্থাৎ পছন্দটাকে আমার রঙ দিয়ে ফুটিয়ে তুলতে হবে।যদি বলা হয় প্রকৃতি নিয়ে আঁকতে।তাহলে আমাকে নানা রঙ সমন্বয়ে প্রকৃতিকে আঁকতে হবে।কেননা প্রকৃতিতে নানা রঙ্গের খেলা,নানা রঙ্গের বৈচিত্র্য।কোথাও‌ সাদা-কালো,কোথাও নীল-সবুজ-হলুদ।সৃষ্টিকর্তা যেন এক অপরুপ সৌন্দর্যে সাজিয়েছে।কেউ কেউ বলে আমার প্রিয় রং এটা,ওটা। কিন্তু আমার‌ মতে প্রিয় রং বলতে কিছুই নেই।কারন প্রিয় বিষয়টা আমাদের চোখের সৌন্দর্য মাত্র। আমাদের অনেকের প্রিয় রং লাল। যেটা গোলাপ বা কৃষ্ণচূড়া ফুলে দেখতে ভালোবাসি।কিন্তু মানুষের রক্তে নয়।আবার কারো প্রিয় রং কালো।কিন্তু সেই রঙটা যদি আকাশের মেঘে দেখি তখন মুখ গোমরা করে বসে থাকি,অথবা নিজের‌ শখের তৈরী বাড়িটার দেওয়ালে দিতেও ‌ভাবিনা।হলুদ রং ও অনেকের প্রিয়।কিন্তু তাদের সেই হলুদ রঙের একটি গাড়ি কেনার উপদেশ দিলে আমাকে আতেল ছাড়া আর কিছুই বলবেনা।নীল আকাশের প্রেমে পড়ে নীল রঙকে অনেকেই ভালোবাসে।কিন্তু সবুজ গাছপালাকে যদি নীল রঙের কল্পনা করতে বলি,তাহলে বিষয়টা অদ্ভুত দেখায়। সবশেষ কথা হলো যে রঙ যেখানে প্রয়োজন সেখানেই তার সৌন্দর্য। এবং সেখানেই আমাদের প্রিয় হয়ে ওঠে। এরকম রঙ,মানুষের মন আর প্রকৃতির গবেষনায় রঙতুলির সাথেই কাটছে জীবন।একজন চিত্রশিল্পীর জীবন।কখনো মনোগবেষক হিসেবে।কারন মানুষের মনের মতো ছবি আকতে হলে মন নিয়ে গবেষনা করাটা খুবই প্রয়োজন।কখনো আবার রাষায়নিক বিজ্ঞানী হিসেবেও রঙে রঙে বিক্রিয়া ঘটিয়ে তৈরী করি নতূন রঙ।আবার কখনো ভাবুকের মতো ভাবতে ভাবতে নিজেকে হারিয়ে ফেলি প্রকৃতে।

,

,

কল্পিত ডায়েরী

পার্ট:রঙতুলি আর আমি

লেখক:ইসমাইল হোসেন(ভাবুক)

১৬-০৭-২০১৭

বিষয়: সাহিত্য

৬১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File